হতভাগা ২০১৪
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ ডিসেম্বর, ২০১৪, ০৭:২৭:৩০ সন্ধ্যা
প্রথম সাত দিনের মধ্যেই তুই কলঙ্কিত হয়ে গেছিলি।
হাঁস-মোরগ ,কুকুর লাইন করিয়ে ,
সুযোগ করে দিয়েছিলে ক্ষমতা দখলে ।
রক্তের রঙ্গে সেজে ,
দিয়েছিস তুই সোনার দেশকে নষ্ট করে।
হে হতভাগা ২০১৪
নদীতে লাশ ,পুকুরে লাশ
রাস্তায় লাশ ,ঘরে লাশ।
ঘরে ঘরে আহাজারি।
মায়েদের চোখে পানি।
ভোটের অধিকার কেড়ে নিলি।
অশান্তির ডেউ এনে দিলি।
হে হতভাগা ২০১৪
কি করে এসবের বদলা নিবি ?
নাকি বদলা নানিয়েই পালিয়ে যাবি ?
তোর পরপর আসছে ২০১৫
সে কি পারবে শান্তি ফিরিয়ে দিতে ?
আমরা ও অপেক্ষায় আছি।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন