স্বাধীনতা দিচ্ছে তালাক
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৭:২৪:৪৯ সন্ধ্যা
স্বাধীনতা দিচ্ছে তালাক আমার সোনার দেশটাকে
ছেড়ে যাচ্ছে সে তার সন্তানদেরকে !
অপমানিত হতে হতে আর যে সে পারতেছে না
তাই এই দেশে আর থাকতেছে না !
কারাবন্ধী জীবন সে আর মানতেছে না
স্বাধীনতা দিচ্ছে তালাক মিডিয়াকে
চলে যাচ্ছে সে কলম থেকে !
প্রতি দিন চড়-থাপ্পর খেতে খেতে
প্রাণ যে তার যাচ্ছে।
তাই সে যাবে চলে এই দেশ থেকে !
বিচার চেয়ে পাচ্ছে না বিচার কারো কাছে।
স্বাধীনতা দিচ্ছে তালাক আমার সোনার দেশটাকে
ছেড়ে যাচ্ছে সকল মায়া ত্যাগ করে।
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেড়ে যাচ্ছে সকল মায়া ত্যাগ করে।
আমি তো মনে করি স্বাধীনতা মায়া ত্যাগ করেছে। করবে নয়।
আপনাকে মোবারকবাদ।
এগিয়ে চলুন।
যথার্থ মন্তব্যের সাথে স হমত পোষণ করছি!!!
মন্তব্য করতে লগইন করুন