ভালোবাসা আর হরতাল আমার কাছে সমান সমান
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ ডিসেম্বর, ২০১৪, ০৭:৪৯:০৮ সন্ধ্যা
কি যে করি কিছুই বুঝতেছিনা প্রেম করব নাকি চুপ থাকব ? প্রেম যদি করি প্রেমিকাকেই বিয়ে করব। তবে এই প্রেম করাটা কি জরুরি ?
দেশে যখন রাজনৈতিক পরিবেশ খারাপ থাকে তখন হরতালের চেহারা দেখা যায়। আর তার এই দুষ্ট চেহারা জান মালের অনেক ক্ষতি করে ফেলে। কিন্তু হরতাল জনগনের লক্ষে যদি হয় জনগনের দাবি আদায়ের হয় তখন এই হরতাল কে সফল করা জরুরি হয়ে পরে। তবে সব সময় কামনা করা ভালো হরতাল আসার মত পরিবেশ যেন দেশে না হয়।
অন্যদিকে প্রেম ও একই রকম যখন দেখা দেয় তখন চরিত্র ও নিজের অবস্থানকে অনেক ক্ষতি করে ফেলে। কিন্তু যদি প্রেম নিজের অজান্তেই যখন এসে যায় তখন সেটাকে তাড়াতাড়ি বিয়ের মাধ্যমে সফল করা জরুরি। অন্যতায় নিজের সুন্দর চরিত্রে দুর্ঘন্ধ কালী লেপন হবে।
প্রেম আর হরতাল আমার কাছে সমান মনে হয় বলেই বলছি প্রেম না করা ভালো আর যদি এসেই যায় অতিতারাতারি বিয়ের মাধ্যমে সফল করুন।
( আমি প্রেম করি নাই ,,শুধুমাত্র লিখার খাতিরে লিখা। দেশের পরিবেশ দেখে এসেছি কিছু দিন পূর্বে )
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারাতারি>তাড়াতাড়ি হয়ে যাক৷
উপমা যথার্থ মনে হয় না আমার কাছে!
হরতালে দেশের ব্যাপক ক্ষতি হয় ঠিকই,পুরোটা নয়!
পক্ষান্তরে কথিত 'প্রেম' জীবনটা কেই নিঃশেষ করে দেয়!
তাই....... নো প্রেম, নো ভালবাসা!
জাস্ট বিয়ে আর বিয়ে.......
কথিত প্রেম-ভালবাসা মুক্ত পৃথিবীর দাবীতে আন্দোলন গড়ে তোলতে হবে!
স হমত পোষণ করায় ধন্যবাদ অজস্র .....।
তেমনি আমি আপনার দেহের রাষ্ট্রপ্রধান। আর অাপনার অনুভুতি,চাহিতা, উপভোগ, কল্পিত সুখ এসব হল আপনার নেতৃত্বে বাস করা দেহের প্রজা সমগ্র। মনের নেতৃত্বে আপনার বিরুদ্ধে গড়ে উঠা এসব বিদ্রোহ যদি দমন করার মত অবস্থান আপনার না থাকে, যদি আপনাকে কাবু করে নর্দমায় ফেলে খুব অপমানজনকভাবে আত্মসমর্পন করতে হয়, তার চেয়ে হরতালের তোপে সব লন্ড ভন্ড হয়ে যাবার আগেই দেশ ্ও জাতির স্বার্থে পদত্যাগ সময়ের শ্রেষ্ঠ দাবী নয়কি? পদত্যাগ মানে বিয়েতে সায় দেয়া।
চিরকুমার সমিতির সদস্যপদ কেউ আজীবন রাখতে পারেনা। একটি সময় আছে, যখন মানুষ পদত্যাগ করতে বাধ্য হয়ে। আসুন আমার স্মৃতি বিজড়িত চিরকুমার সমিতি থেকে বিয়ে নামের 'গাধা সময়বায় সমিতিতে' যোগ দিয়ে জীবনের অজানা অংশটুকু ভোগ করি। এখানে প্রাপ্তি আছে বলে মনকে বুঝ দেয়া যায়, যাকগে, কিল, গুতা খেয়্ওে কিছুতো অন্তত পেয়েছি।
মন্তব্য করতে লগইন করুন