ভালোবাসা আর হরতাল আমার কাছে সমান সমান

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ ডিসেম্বর, ২০১৪, ০৭:৪৯:০৮ সন্ধ্যা



কি যে করি কিছুই বুঝতেছিনা প্রেম করব নাকি চুপ থাকব ? প্রেম যদি করি প্রেমিকাকেই বিয়ে করব। তবে এই প্রেম করাটা কি জরুরি ?

দেশে যখন রাজনৈতিক পরিবেশ খারাপ থাকে তখন হরতালের চেহারা দেখা যায়। আর তার এই দুষ্ট চেহারা জান মালের অনেক ক্ষতি করে ফেলে। কিন্তু হরতাল জনগনের লক্ষে যদি হয় জনগনের দাবি আদায়ের হয় তখন এই হরতাল কে সফল করা জরুরি হয়ে পরে। তবে সব সময় কামনা করা ভালো হরতাল আসার মত পরিবেশ যেন দেশে না হয়।

অন্যদিকে প্রেম ও একই রকম যখন দেখা দেয় তখন চরিত্র ও নিজের অবস্থানকে অনেক ক্ষতি করে ফেলে। কিন্তু যদি প্রেম নিজের অজান্তেই যখন এসে যায় তখন সেটাকে তাড়াতাড়ি বিয়ের মাধ্যমে সফল করা জরুরি। অন্যতায় নিজের সুন্দর চরিত্রে দুর্ঘন্ধ কালী লেপন হবে।

প্রেম আর হরতাল আমার কাছে সমান মনে হয় বলেই বলছি প্রেম না করা ভালো আর যদি এসেই যায় অতিতারাতারি বিয়ের মাধ্যমে সফল করুন।

( আমি প্রেম করি নাই ,,শুধুমাত্র লিখার খাতিরে লিখা। দেশের পরিবেশ দেখে এসেছি কিছু দিন পূর্বে )

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293106
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৪
হতভাগা লিখেছেন : বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশনের খবর খুব একটা আনকমন নয় । প্রেমের সাথে অনশনও যায় ।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৬
236808
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রেমের জন্য অনশন করতে পারে বাংলাদেশী কিন্তু দেশের জন্য পারে না
293108
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : প্রেম তো মানুষের জন্মের পর থেকে শুরু হয়। কিন্তু একজন নারীর প্রতি প্রেম একজন পুরুষের চৈতন্য জাগার পর থেকে শুরু হয়। 14/15 বছরে তো কারো পক্ষে বিয়ে করা সম্ভব না, সো ধর্য্য ধরা উচিৎ!হাহাহাহা সুন্দর তো “আমি প্রেম করি নাই।” কিন্তু হয়তো কোন এক জনের প্রেমে পড়েছি! তাই না? আমিও....
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৭
236809
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আরে ধুর ,,,না আমি প্রেমে পরিনাই তবে অনেক ক্লাস পর্যন্ত পড়েছি
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৯
236819
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ক্লাশ পর্যন্ত পড়েছো! অনেক দিন পরে দেখেছো, কিন্তু প্রেমে পড় নাই আমি জানি! আর বলতে হবে না! ভালো ছেলে তো ভীষণ, লাজুকও!!!!
293114
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫০
আফরা লিখেছেন : ভালো উপদেশ ধন্যবাদ ভাইয়া ।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৭
236810
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ
293122
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১০
সন্ধাতারা লিখেছেন : আজকাল ভাইয়াদের হলোটা কী? আমাদের খান ভাইয়ার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন...। সংযমের সাথে ধৈর্য ধারণ করুণ নিশ্চয়ই আমাদের অন্তর্যামী আমাদের দিলের সব খবর রাখেন। বারাকাল্লাহু ফিক।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৭
236811
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিছুই হয় নাই সিস্টার জাস্ট লিখার খাতিরে লিখা
293150
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৯
শেখের পোলা লিখেছেন : "ঠাকুর ঘরে কে?" 'আমি ককলা খাইনি'
তারাতারি>তাড়াতাড়ি হয়ে যাক৷
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৮
236812
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাড়াতাড়ি হয়ে যাবে ,,,ধন্যবাদ
293256
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:০৩
কাহাফ লিখেছেন :
উপমা যথার্থ মনে হয় না আমার কাছে!
হরতালে দেশের ব্যাপক ক্ষতি হয় ঠিকই,পুরোটা নয়!
পক্ষান্তরে কথিত 'প্রেম' জীবনটা কেই নিঃশেষ করে দেয়!
তাই....... নো প্রেম, নো ভালবাসা!
জাস্ট বিয়ে আর বিয়ে.......
At Wits' End At Wits' End Wave Wave
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৫
236949
ফাতিমা মারিয়াম লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up
১১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৩
237104
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,Good Luck Good Luck
293305
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : কাহাফ ভাইয়ের সাথে সম্পুর্ণ সহমত পোষণ করছি।
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩০
236967
কাহাফ লিখেছেন :
কথিত প্রেম-ভালবাসা মুক্ত পৃথিবীর দাবীতে আন্দোলন গড়ে তোলতে হবে!
স হমত পোষণ করায় ধন্যবাদ অজস্র .....।
১১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৩
237102
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,:Thinking :Thinking Good Luck Good Luck
293387
১১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৫
ইবনে আহমাদ লিখেছেন : প্রেম করেন না এটা মানতে পারছি না। আপনি প্রেম করেন।
১১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৩
237101
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া মানতে যে হবে
293638
১২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৪
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার পরামর্শ একটাই। জনরোষের মুখে একটি সরকার যদি টিকতে না পারে খামোখা গাড়ী ভাঙচুর জ্বালা্ও পোড়া্ও করার সুযোগ দিয়ে রাষ্ট্রের ক্ষতি বৈ কিছুইয় হয়না।

তেমনি আমি আপনার দেহের রাষ্ট্রপ্রধান। আর অাপনার অনুভুতি,চাহিতা, উপভোগ, কল্পিত সুখ এসব হল আপনার নেতৃত্বে বাস করা দেহের প্রজা সমগ্র। মনের নেতৃত্বে আপনার বিরুদ্ধে গড়ে উঠা এসব বিদ্রোহ যদি দমন করার মত অবস্থান আপনার না থাকে, যদি আপনাকে কাবু করে নর্দমায় ফেলে খুব অপমানজনকভাবে আত্মসমর্পন করতে হয়, তার চেয়ে হরতালের তোপে সব লন্ড ভন্ড হয়ে যাবার আগেই দেশ ্ও জাতির স্বার্থে পদত্যাগ সময়ের শ্রেষ্ঠ দাবী নয়কি? পদত্যাগ মানে বিয়েতে সায় দেয়া।

চিরকুমার সমিতির সদস্যপদ কেউ আজীবন রাখতে পারেনা। একটি সময় আছে, যখন মানুষ পদত্যাগ করতে বাধ্য হয়ে। আসুন আমার স্মৃতি বিজড়িত চিরকুমার সমিতি থেকে বিয়ে নামের 'গাধা সময়বায় সমিতিতে' যোগ দিয়ে জীবনের অজানা অংশটুকু ভোগ করি। এখানে প্রাপ্তি আছে বলে মনকে বুঝ দেয়া যায়, যাকগে, কিল, গুতা খেয়্ওে কিছুতো অন্তত পেয়েছি।
১০
293662
১২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৭
আবু বকর সিদ্দিক লিখেছেন : ভালো লাগলো Applause Applause Applause Thumbs Up Thumbs Up Thumbs Up ধন্যবাদ Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File