ডিজিটাল সময়ের ডিজিটাল শিক্ষা প্রতিষ্টান
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৯:১৩:০৯ রাত
কল্পনা করতে পারিনাই এমন হবে বিশ্বের উন্নয়নশীল দেশের অন্যতম দেশের শিক্ষা প্রতিষ্টানের হালচাল। গত মাসের এক তারিখে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল ম্যাচ খেলতে গেছিলাম। প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের মত সময় ছিলাম সেই মাঠে,সময়ের দীর্ঘতার কারণে প্রস্রাব করার প্রয়োজন হয়েছিল কিন্তু তা করা হলো না বা হওয়ার ছিল না। আমাকে ফিরে আসতে হয়েছিল উক্ত বিদ্যালয়ের টয়লেটের পরিবেশ দেখে।
পরবর্তিতে নিজ প্রচেষ্টায় দেখেছি এবং জেনেছি উক্ত শিক্ষা প্রতিষ্টানের চারটি ভবন রয়েছে ছাত্র -ছাত্রীর সংখ্যা প্রায় ৫ শত। ছাত্রদের জন্য আবর্জনার স্তূপের মত টয়লেট হলে ছাত্ররা অসুস্থ হতে সময় লাগবে না।
প্রশ্ন জাগে এ কেমন পরিবেশ শিক্ষা প্রতিষ্টানের ? ডিজিটাল সময়ে ডিজিটাল টয়লেট না হয়ে দুর্ঘন্ধময় টয়লেট কেন ? আওয়ামী সরকার নিজেদের ডিজিটাল মনে করে বাস্থবে দুর্ঘন্ধময় !!!
নিচের ছবি দেখে কারো খারাপ লাগলে আমি সরি ,,কমেটের ছবি ছিল কিন্তু দেওয়ার মত নয় তাই দিলাম না।
ছি : ছি : ছি :
ছি : ছি : ছি :
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাহিদের এলাকা ভাইজান
নাহিদের এলাকা
ব্যাটা নাহিদ্যা কোথায় রে............????
আর এটা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানেরই শৌচাগার তার প্রমান কিভাবে পাবো ?
মন্তব্য করতে লগইন করুন