গোলাপগঞ্জের গ্যাস গোলাপগঞ্জে নাই

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৮:১১ রাত

খনিজ সম্পদে সমৃদ্ধ আমাদের গোলাপগঞ্জ। গোলাপগঞ্জের নামের সাথে মিল রেখে বলতে হয় অন্যতম একটি গোলাপ খনিজ সম্পদ।গোলাপগঞ্জ উপজেলায় ৭টি তেল ও গ্যাস কুপ রয়েছে যা উক্ত উপজেলার জনগনের জন্য নিয়ামত । কিন্তু দুঃখের হলেও সত্য উপজেলার প্রায় ৮০ ভাগ এলাকা জ্বালানী গ্যাস থেকে থেকে এখনো বঞ্চিত। প্রবাসী অধ্যুষিত এলাকা আর্থিক ভাবে মোটামোটি সচ্ছল থাকার পর ও জ্বালানী গ্যাসের শূন্যতায় অনেকটা দুর্বল রয়েছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৈলাশটিলা ৭ নং তেল কুপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পূর্বে ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে বিশাল জনসভায় ঘোষণা করেছিলেন গোলাপগঞ্জের ঘরে ঘরে জ্বালানী গ্যাস সরবরাহ করা হবে ,এছাড়া রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা একাদিকবার গোলাপগঞ্জে এসে জ্বালানী গ্যাস সরবরাহের দাবী শুনে গেছেন ।উল্টো বর্তমান অর্থমন্ত্রী প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে যাচ্ছেন।

ভাদেশ্বর ইউনিয়নের কুশিয়ারা অঞ্চল বিশেষ করে মীরগঞ্জ ,ফতেহ পুর শেখপুর ,খাটাখালী পার ,নিয়াগল হাওর তলা ,আমুড়া ইউনিয়ন, বাঘা ইউনিয়নের অধিকাংশ গ্রামের মানুষ গ্যাস থেকে বঞ্চিত এবং বুধবারীবাজার ও শরিফগঞ্জ ইউনিয়নের যে ক’টি গ্রাম রয়েছে তাদের মধ্যে একটি গ্রামেও জ্বালানী গ্যাসের ছোঁয়া লাগেনী।

নিজ উপজেলার মাটি থেকে গ্যাস নিয়ে দেশের সর্বত্রে বিলিয়ে দেওয়া হবে অথচ উপজেলার জনগণ গ্যাস থেকে বঞ্চিত থাকবে সেটা কি করে হয় ?আর হ্যা হয়েছেও সেটা। সভা-সমাবেশ করে সরকারের প্রতি জোর দাবী জানালে শুধু হবে না সঠিক নেতৃত্বের প্রয়োজন পাশাপাশি ও এলাকাপ্রেম জাগ্রত করতে হবে উপজেলাবাসীর মনে । রাজনৈতিক হীন মতপার্থক্য মনে লালন করে এলাকার উন্নয়ন সম্ভব নয়। উপজেলাবাসীকে মনে রাখতে হবে ব্যাপক তেল-গ্যাস ও জ্বালানী পদার্থের মজুদ রয়েছে আমাদের গোলাপগঞ্জে আর সেই মজুদকৃত সম্পদ আমাদেরকেই প্রথমে ভোগ করতে হবে ।প্রতিদিন গোলাপগঞ্জ থেকে কোটি কোটি টাকার তেল-গ্যাস উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। গোলাপগঞ্জের তেল-গ্যাস জাতীয় অগ্রগতিতে বড় ধরণের ভুমিকা পালন করার পরও গোলাপগঞ্জের মানুষকে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে ।গোলাপগঞ্জ বাসীর একটাই স্লোগান থাকা চাই আমাদের গ্যাস আমাদের দিতে হবে অন্যতায় গোলাপগঞ্জের সকল তেল গ্যাস কুপ বন্ধ করে দেওয়া হবে।

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291824
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৬
ভিশু লিখেছেন : লালন মরলো জল পিপাসায়
থাকতে নদী মেঘনা... Happy Good Luck
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০২
235478
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই নিয়ম হয়তো
291826
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কথায় আছে না গেয়ো ভিখিরি ভিখ পায় না। Winking
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০২
235479
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই নিয়ম হয়তো
291839
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গোলাপগঞ্জ গোপালগঞ্জ গুলিয়ে যায়!!!
কিন্তু ভাই গ্যাস দিয়ে আপনারা করবেন কি??
জেনারেটর চালিয়ে এসি চালাবেন??
সিলেটের কৃতি সন্তান সাইফুর রহমান সাহেব ই একবার বলেছিলেন যে লন্ডনি পয়সায় সবাই বাগানবাড়ি করেন কেউ একটা ফ্যাক্টরি করেননা!
গোলাপ গঞ্জে নয় বছর আগে আমি কোন ফ্যাক্টরি দেখি নাই। কৈলাশটিলার আগে যে গ্রামিন ফোনের টাওয়ার টা আছে ২০০৫ এর প্রলয়ংকরি বন্যার সময় আমি সেখানে ৪৮ ঘন্টা আটকা পড়ে ছিলাম!!!
এমসি একাডেমি ও বিশেষ ভাবে দেখেছি কারন এর সাথে মরহুম জাতিয় অধ্যাপক দেওয়ান মুহাম্মদ আজরফ এর নাম জড়িত।
প্রাক্তন সেনাপ্রধান হাসান মাসুদ চেীধুরির বাড়ি যে গ্রামে সে গ্রামে নাকি তখন একজন লেফটেনান্ট জেনারেল,তিন জন মেজর জেনারেল এবং সাত জন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন! বেশ কয়েকজন সচি্রে ও সেখানে বাড়ি থাকলেও কোন বৃহৎশিল্প সেখানে ছিলনা এবং এখনও নাই! ঢাকা দক্ষিন এর পাহাড়গুলি শুনেছি চা চাষের উপযোগি নয়।
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০৩
235480
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ আমার পোস্ট কাজে লেগেছে অনেক কিছু জানলাম ,,অনেক অনেক ধন্যবাদ ভাইজান
291896
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৮
আফরা লিখেছেন : ও ভাইয়া আপনি বলেছেন গোলাপগঞ্জ আর আমি মনে করেছিলাম গোপালগঞ্জ তাই মনে মনে খুশী হয়েছিলাম ।
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০৩
235481
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাহাহাহা গোপালগঞ্জ নাম টা যদি না থাকত ভালই হত
292219
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৪২
সন্ধাতারা লিখেছেন : গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইরান। আশাকরি আপনার লিখাটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে। ইনশাল্লাহ।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০৯
235792
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের গ্যাস আমাদের দেয় না। ধন্যবাদ
295956
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৫
হতভাগা লিখেছেন : পোস্ট লেখছেন গোলাপগন্জ নিয়া আর ম্যাপ দিছেন গোপালগন্জের ? পুরাই অস্থির ।
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
239443
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাহাহহা ,,অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File