প্রিয় ব্লগার বন্ধুরা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৭ আগস্ট, ২০১৪, ০৬:৩৪:২৪ সন্ধ্যা
আসসালামু আলাইকুম , আজ থেকে ৩ মাসের কর্ম বিরতিতে কারণ আমি দেশে যাচ্ছি আগামী ৩০ তারিখ। তাই আগামী কাল থেকে ব্লগে আগের মত সময় দিতে পারব বলে মনে হচ্ছে না তবে আমি চেষ্টা করব সময়ের ফাঁকে ব্লগে এসে অন্তত বন্ধুদের লিখা পড়ার জন্য। মন্তব্য করার মাধ্যমে অনেক কিছু শিখা যায় আমি কিছু দিনের জন্য এই শিক্ষা থেকে বঞ্চিত থাকব।তবে আমার প্রচেষ্টা থাকবে নিয়মিত থাকার মন্তব্য করার যদি সুযোগ না হয় আমাকে ক্ষমা করবেন। আর যদি এমন হয় সুযোগ বেশি পেয়ে যাই ব্লগে থাকার সেটা হবে আমার জন্য অনেক আনন্দের। সুযোগ এজন্য বললাম কারণ দীর্ঘ দিন পরে দেশে যাচ্ছি অনেক ব্যস্ততা থাকতে পারে।
প্রায় দীর্ঘ ৩ বছর পর দেশে যাচ্ছি। আমার মা -বাবা আর ষষ্ট শ্রেণীতে পড়ুয়া একমাত্র ভাই সাহিদ ,চাচা চাচিসহ আপনজনরা আমার জন্য অপেক্ষা করতেছেন। আমার বড় চাচার ছেলে আমার বয়সের সে অনেক প্লান নিয়ে বসে আছে । গতবার যখন দেশে গিয়েছিলাম দাদা -দাদী ছিল এবার উনারা নেই এই একটাই আমার কষ্ট।
এলাকায় এখন আমার বয়সের কেউ বেকার নেই কেউ পড়তেছেন , কেউ আবার প্রবাসে, আবার কেউ ব্যবসায়ী তাদের ব্যস্ততার মধ্যে ও বন্ধুরা ফুটবল ম্যাচ রেখেছেন আমার জন্য।
প্রিয় ব্লগার বন্ধুরা ,
আমার অনেক ইচ্ছে আপনাদের মধ্যে যাদের সাথে সম্ভব দেখা করার। প্রথমে সিলেটের ব্লগারদের সাথে দেখা করতে চাই। তাছাড়া আগামী সপ্তাহে সিলেটের বাহিরের বন্ধুদের সাথে দেখা হয়ে যাবে (cbf ) এর একটি প্রোগ্রামে।
সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মায়ের শুধু ভালবাসা নয় রাঙ্গা চোখ দেখতে পাই বাবার শুধু আদর নয় দু একটা থাপ্পর পাই ।
বিষয়: বিবিধ
১৪৪১ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চট্টগ্রামে দাওয়াত রহিল।
দেশের মোবাইল নম্বরটা ইনবক্সে দিয়ে দিবেন।
তবে সাবধান তারা যদি আপনাকে বিয়ে করাতে চায় তাহলে অমত হবেন না তাহলে শুধু রাঙ্গা চোখ না সাথে দুই একটা থাপ্পড় ও কাকা ,কাকিমার খেতে হবে ।
দোয়া করি আল্লাহ্ আপনার বিমান ভ্রমন সফল করুন ,এবং সহীহ সালামতে কাকা এবং কাকিমার কাছে পৌঁছে দেন।
আমীন ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আন্তরিকতার জন্য
আ
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আন্তরিকতার জন্য
হিঃহিঃহিঃ ধন্যবাদ ।
বাজলো কিরে বিয়ের সানাই শাহীন ভাইয়ের ঘরে
নতুন বধু আসবে তখন পুরনো ঘুমটা পড়ে।
আল্লাহ আপনাকে সহি সালামতে গন্তব্যে পৌছে দিক। আমীন!
আনন্দময় হোক আপনার দেশের সময়গুলো।
আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন ।
অনেক ধন্যবাদ আপনাকে
মহান রব যেন আপনাকে সুস্থতার সাথে দেশে নিয়ে আসেন এই দোয়া করছি,আমিন।
মন্তব্য করতে লগইন করুন