Big Grin Big Grin Big Grinপরকীয়া ও কিছু কথা Big Grin Big Grin Big Grin

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ আগস্ট, ২০১৪, ০৭:১৯:২৩ সন্ধ্যা

আমাদের সমাজের একটা ফালতু মার্কা মন্তব্য হলো স্বামী প্রবাসে থাকলে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পরে। এই যে একটা শব্দ পরকিয়া এই শব্দ কি প্রবাসীর প্রবাসে থাকার কারণে সৃষ্টি হয়েছে ?

এক বিছানায় স্বামীর সাথে ঘুমালেও সকালে স্ত্রী নামের চরিত্রহীনা কে আর বিছানায় পাওয়া যায় নি এরকম অনেক খবর পত্র পত্রিকায় আমরা দেখেছি। তাহলে কেন প্রবাসীর সাথে এই নিকৃষ্ট শব্দের মিল খোঁজেন ? প্রবাসীদের স্ত্রীকে নিয়ে কেন রম্য লিখা তৈরী হয় ?

প্রবাসীর স্ত্রী তিনি যদি ধার্মিক হোন তাহলে তিনি শুধু পরিবারের জন্য নয় সমাজের জন্য একজন শিক্ষিকা হিসেবে ভুমিকা রাখেন। দু একটি ঘটনা দিয়ে কিছুই পরিমাপ করা ঠিক নয়।

তবে এটা ও ঠিক প্রবাসীদের কে ও সচেতন হতে হবে। স্ত্রীর অধিকার নিয়ে ভাবতে হবে , তার অধিকার দেওয়ার বেলায় নিজেকে আপ্রাণ প্রচেষ্টায় রাখতে হবে আর সেটা সম্ভব দেশে যাতায়াত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ।

বিষয়: বিবিধ

২৯০৮ বার পঠিত, ৪৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257827
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
শেখের পোলা লিখেছেন : ১০০ভাগ সঠিক৷
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
201492
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া
257832
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
আফরা লিখেছেন : আপনার কথাও ঠিক আছে আবার এটাই ঠিক কিছু কিছু ক্ষেত্রে স্বামী প্রবাসে থাকার ফলে কিছু খারাপ পুরুষ এর সুযোগ নেয় ।
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
201491
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,ধন্যবাদ
257833
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
আবু সাইফ লিখেছেন : দু একটি ঘটনা দিয়ে কিছুই পরিমাপ করা ঠিক নয়।


একটা ফালতু মার্কা মন্তব্য হলো স্বামী প্রবাসে থাকলে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পরে।


ফালতু মার্কা মন্তব্য ? ?

ইসলামী শরীয়াহ কী বলে??
একটু ঘেঁটে দেখুন প্লীজ


নিজের মতের বিপক্ষে গেলে অসহিষ্ণু হওয়া অনুচিত-
আপনাকে ভালো জানি, ভালো-ও বাসি

দোয়া করি, আর আল্লাহর ওয়াস্তে মাফ চাই
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
201490
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাহলে ভাইয়া ফতুয়া দেওয়া হচ্ছে না কেন প্রবাসে যাওয়া ইসলামে নিষিদ্ধ
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১৮
201508
আবু সাইফ লিখেছেন : এগিলো আর্থ-সামাজিক সমস্যা, আলোচনা-গবেষণা করেই সমাধান বের করতে হবে! এতে একদিকে যেমন সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব আছে তেমনি অভিভাবকদের পক্ষ থেকে পারিবারিক শিক্ষা যথাযথভাবে না হওয়া-ও কারণ! আর দেশের শিক্ষাব্যবস্থাও দায়ী!

কিন্তু তাই বলে আমরা কোন সমস্যাকেই একচোখে বিচার করতে পারিনা!

বয়সের বিশেষ স্তরে ও সময়ে শারীরবৃত্তীয় চাহিদা মানুষের নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে্ব পারে- এ সত্য অস্বীকার করার সুযোগ নেই!

আর আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলারা যেমন দুর্বল তেমন সামাজিক উস্কানিও অনেক বেশী! এসব বিষয় বিবেচনায় নিতে হবে তো!

ফতুয়া দেওয়া হচ্ছে না কেন প্রবাসে যাওয়া ইসলামে নিষিদ্ধ এটি আপনার আবেগতাড়িত কথা!

হালাল-হারামের সীমানা তো সুস্পষ্ট, এমন কে আছে যে এর পরিবর্তন করতে পারে??

সমস্যা সামনে এলেই পথ রুদ্ধ হয়ে যায়না- এটি ইসলামের এক চিরন্তন বৈশিষ্ট! যেখানেই সমস্যা সেখানেই সমাধানের পথ খুঁজে নিতে উতসাহিত করা হয়েছে!

"ওয়া মা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ"

"ওয়া মাইঁইয়াত্তাকিল্লাহা ইয়াজআললাহু মাখরাজা"

প্রবাসি পুরুষদের সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে আমি খুব ভালো অবগত আছি! নিম্নবেতন,ফ্যামিলিভিসার জটিলতা, পারিবারিক জটিলতা ইত্যাদি.. কিন্তু এসবের কারণে শুধুমাত্র স্ত্রীকে দায়ী করা তো ইনসাফের খেলাফ!

দশলাখটাকার গয়না দিয়ে কি স্বামীর সাথে একটা দিন-রাতের মূল্য হবে??

সবরের সীমানা কতদূর??

ইসলামী শরীয়াহ এ সীমানার নির্দেশনা দিয়েছে!

আশা করি আমার প্রিয় ভাইর মনটা শান্ত হয়েছে!

যেন আমাদের কথার মাঝে ইবলিশে ঢুকতে না পারে তাই এতো কথা বলা! Praying Praying
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২৪
201512
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার এই লিখার অর্থ ছিল প্রবাসীর স্ত্রী সম্পর্কে যেন কারো মনে মিথ্যে অভিযোগ সৃষ্টি না হয়
257847
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ঠিকিই বলেছেন। স্বামীর সাথে একত্রে বসবাস করা সত্বেও অনেক নারী পরকিয়ায় জড়িয়ে পড়ে। পরকিয়ার ক্ষেত্রে স্বামী কাছে থাকা না থাকা নির্ভর করে না। নির্ভর করে তার নৈতিকতার উপর।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
201511
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই আমার লিখার মূল কথা ছিল ,,অনেক ধন্যবাদ ভাই
257849
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
সজল আহমেদ লিখেছেন :
প্রবাসীদের স্ত্রী যদি ধার্মিক হয় তবে সে শুধু পরিবারের নয় সমাজের শিক্ষিকা

সহমত পোষন করছি ।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২৫
201513
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই Good Luck
257853
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:৩০
ফেরারী মন লিখেছেন : বউ রেখে বিদেশে যাবেন না। Big Grin
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৩৫
201555
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Tongue Tongue
257858
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার যেীক্তিক পোষ্ট।
শুধু প্রবাসিদের ক্ষেত্রে কেন গ্রামে স্ত্রি রেখে শহরে চাকরি করেন এমন মানুষের সংখ্যা ওতো কম নয়। বরং প্রবাসিরা ১-২ মাস মেয়াদে বাড়ি আসেন তারা ১-২ দিন এর মেয়াদেও আসেননা। বিশেষ করে অনেক প্রতিষ্ঠান এখন ঈদ এর ছুটিও দেয়না সহজে।দেখা যায় বছরে তারা ২-৩ দিনও বাড়ি আসেননা।
সমস্যাটা আসলে ভিন্ন। এটা ঠিক যে এই ধরনের পরকিয়ায় প্রবাসিদের স্ত্রীরা সহজে জড়িয়ে যান। এর অন্যতম কারন কিন্তু সার্বিক নৈতিকতার অবনতি। তার জন্য শুধু প্রবাসিদের দায়ি করা যায়না।
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৩৬
201557
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আসলে নৈতিকতার অভাব।
257866
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:২১
আবু জান্নাত লিখেছেন : শরইয়্যাহ বিধান অনুযায়ী সবোচ্চ চার মাস স্ত্রীর অনুমোদন ছাড়া বাহিরে থাকা যাবে,প্রতি চার মাস পরপর অবশ্যই স্ত্রীর সঙ্গ দিতে হবে। এর উর্ধে থাকতে হলে অবশ্যই স্ত্রীর অনুমতি লাগবে।

তাইতো ভাইয়া প্রতি চার মাস পরপর আমাকে অনেক অনুনয় করে অনুমতি নিতে হয়।
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৩৭
201559
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সমাজকে সুন্দর করতে হলে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে ,তবে সেটা মসজিদে বসে নয় রাজ পথে এসে। ধন্যবাদ
২৫ আগস্ট ২০১৪ রাত ০১:২৫
201587
আবু জান্নাত লিখেছেন : আমার মন্তব্য ভালো করে বুঝে প্রতি মন্তব্য করেছেন তো!
যদি বুঝে করেন, তার মানে কি ইসলামী আইন বাস্তবায়ন ছাড়া শরইয়্যাহ বিধান মানা যাবে না? স্ত্রীর হক্ব আদায় করতে হলেও কি আগে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে? তেমনি নামাজ রোজা পালনের ক্ষেত্রেও কি একই বিধান? আমি তো এখন মসজিদে নই, আবুধাবীতে। আর আপনি ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য প্রবাসে এসে কি রাজপথ খুজছেন? যদি উত্তর নেতিবাচক হয় তবে এমন প্রতি মন্তব্যের অর্থ কি?
২৫ আগস্ট ২০১৪ রাত ০২:১৪
201592
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই এই মন্তব্যটির শেষ অংশ আমি অন্য জায়গায় মন্তব্যের জন্য লিখেছিলাম ভুলে এখানে প্রয়োগ করেছি ,,আপনি নিজেই বুঝতে পেরেছেন ,,আজ আরেকবার এই রকম হয়েছে কিছুক্ষণ আগে স্যরি ( বুড়া মিয়া ) ভাইয়ের পোস্টে ও এরকম হইছে আর তার জন্য আমার অসচেতনতা দায়ী।
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:১০
201743
আবু জান্নাত লিখেছেন : নিজের অপারগতা বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ ভাই।
257867
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:২৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আপনার সাথে একমত তবে টাইটেলে একটু চেঞ্জ দরকার।
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৩৮
201560
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কেমন হলে ভালো হয় বলে দিলে ভালো ভাইয়া
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৫
201736
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : প্রবাসীদের স্ত্রীরা আসলেই পরকীয়ায় লিপ্ত?
অথবা আপনার দেয়া টাইটেলের 'নয়' শব্দটি শেষে আনুন এবং 'চরিত্রহীনা' বাদ দিলে ভাল হয়।
যাইহোক আত্মচিন্তাই বড় চিন্তা।
১০
257873
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৭
বুড়া মিয়া লিখেছেন : একটা বয়সে একা থাকা অনেক কষ্টের! অনেকে পরকীয়ায় জড়িয়ে পড়ে সুযোগ পেয়ে, অনেকে অন্যভাবে টিকে থাকে – কিন্তু এরকম দূরত্ব পাপ বাড়িয়ে দেয় বলেই আমার মনে হয়!

আল্লাহ আমাদের পাপের জন্য ক্ষমা করুন, এরকম বয়সে সঙ্গীর সাথে থাকার ব্যবস্থা করুন!
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৩৮
201561
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কথা মাথায় থাকবে ,ধন্যবাদ
১১
257900
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৪৭
আহ জীবন লিখেছেন : প্রচারের মাধ্যমে উসকে দেওয়াও অন্য একটা ইচ্ছা।
২৪ আগস্ট ২০১৪ রাত ১১:০৫
201566
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাধ্য হয়ে এই পোস্ট দিতে হয়েছে
২৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৮
201679
আহ জীবন লিখেছেন : আমি মিডিয়াকে উদ্দেশ্য করে বলেছি।
১২
257921
২৫ আগস্ট ২০১৪ রাত ১২:২২
কথার_খই লিখেছেন : প্রবাসী হিসেবে লেখাটিতে আমার সহমত।

যদিও বাস্তবতা একটু ভিন্ন! বাস্তব জীবনে প্রবাসীর স্ত্রীর দিকে সমাজের কিছু জারজ সন্তানের কুনজর থাকে!

যারা প্রবাসীর স্ত্রীর একাকিত্ব জীবনের সুযোগে সুটসটি দেয়ার চেষ্টায় সন্ত্রাসের মত ওতপেতে থাকে!!

পরিবেশ ও পরিবারের অদক্ষতার কারনে কিছু চরিত্রহীন নারী পরকিয়ায় মত্তহয়।

%এর হিসেবে প্রবাসীদের স্ত্রীরা ধর্য্যের পরিক্ষায় শত ভাগ না হলেও ৯৫ ভাগ উন্নিত।

ধর্য্যশিল সকল প্রবাসীর স্ত্রীর প্রতি সালাম রহিল।
২৫ আগস্ট ২০১৪ রাত ০২:১৪
201593
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ Good Luck Good Luck
১৩
257958
২৫ আগস্ট ২০১৪ রাত ০২:৫৪
সুজা মানুস লিখেছেন : দেশে যে কারো স্ত্রী পরকীয়ায় জড়িয় পড়ছে।স্বামী সাথে থাকলেও যা না থাকলেও তা।দশে এখন ১টা কালচার চলে আসছে এরকম।
আবার কিছু চরিত্রহীন ছেলে আছে যারা সুজোগে অন্যের বউয়ের সাথে সম্পর্ক করে।আসলে ধার্মিক বউ হলে অন্যের সাথে সম্পর্ক করার রিস্ক কম থাকে।
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
201824
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আজকের সমাজে নৈতিকতার অভাব ,অনেক ধন্যবাদ সুন্দর যৌক্তিক মন্তব্যের জন্য। Good Luck
১৪
257980
২৫ আগস্ট ২০১৪ সকাল ০৬:৩৫
কাহাফ লিখেছেন : স্ত্রীদের ব্যাপারে নজর রাখতে হবে........।
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
201825
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্বামীদের ও ভালো চরিত্রবান হতে হবে
১৫
258100
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৩
বেদনা মধুর লিখেছেন : স্ত্রীদের ও কিছু দায়ী করা যায় আবার প্রবাসে স্ত্রী ছাড়া থাকা এটাও ঠিক নয়। যেখানে চাকরি সেখানে স্ত্রীকে নিয়ে যাওয়াই নিয়ম। বড় চাকরি হলে স্ত্রীকে সাথে রাখার ব্যবস্থা হয় কিন্তু ছোট চাকরিতে হয় না কেন? কারণ ছোট চাকুরেদেরকে প্রতারিত করে তাদেরকে সুযোগ সুবিধা কম দেয়া সহজ। এটা দেশের সরকার ও মালিকপক্ষ মিলে করে থাকে। যেকারণে ছোট চাকুরেদেরকে স্ত্রী সাথে রাখার সুযোগ দেয়া হয় না।
সরকারগুলো জনগণের টাকা চুরি করে বলেই মানুষকে প্রবাসে আসতে হচ্ছে। সরকারে চোর না থাকলে বিদেশে আসতে হতো না।
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
201826
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নৈতিকতা ও দেশের জীবন মান ভালো হলে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। সুন্দর ও যৌক্তিক মন্তব্য ভাইয়া
১৬
258112
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৯
আমি মুসাফির লিখেছেন : প্রবাসীর স্ত্রীরা অনেক ভাল হয়তবা ২/১টা খারাপ হতেই পারে। কারণ প্রবাসীরা দেশে থাকনে না তাই তারা ধৈর্যশীলা । আর দেশে থেখে যারা পরকীয়া করে তাদের মত জঘন্য আর কে হতে পারে?
তাই প্রবাসীদেরকে ঢালাওভাবে দোষ দেয়া উচিত না।
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
201827
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নৈতিকতা ও দেশের জীবন মান ভালো হলে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। সুন্দর ও যৌক্তিক মন্তব্য ভাইয়া
১৭
258135
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩২
হতভাগা লিখেছেন : প্রবাসীর স্ত্রী / যে স্ত্রীর স্বামী বিদেশ থেকে : তার একটা সুন্দর+দাঁত ভাঙ্গা এক কথায় প্রকাশ আছে , সেটা কি বলতে পারবেন ?

এসব প্রবাসীর স্ত্রীরা যদি দেশে থাকে এমন ছেলের সাথে বিয়ে হত তাহলে কি পরকীয়া করতো না । সম্ভাবনা প্রবাসীর চেয়ে কম , কারণ দেশে থেকে খবর পাওয়া আর বাইরে থেকে খবর পাওয়ার মধ্য পার্থক্য আছে ।

যেহেতু বাইরে থাকে এবং তার জন্য দেখেও না ও জানেনও না যে কি করছে তাই স্ত্রীর পক্ষে প্রবাসী স্বামীকে প্রতারণা করে পরকীয়া চালিয়ে যাওয়া খুব স হজ দেশে থাকা স্বামীর চেয়ে ।

তাই , বিয়ের সময় পাত্রী পক্ষের ভেবে দেখা উচিত যে, প্রবাসী ছেলের সাথে যে কি না বউকে নিয়ে যেতে পারবে না সাথে বিয়ে দেবে কি দেবে না । কারন এক্ষেত্রে বিয়ে দিলে মেয়ে পরকীয়া করবেই বেশীর ভাগ ক্ষেত্রে ফলে ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে ।

আর প্রবাসী ছেলের উচিত যে বউকে যদি সে বিয়ের অব্যহতি পরেই না নিয়ে যায় তাহলে বউয়ের পরকীয়া সহ্য করার জন্য মনকে প্রস্তুত রাখতে হবে ।
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০০
201829
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া প্রবাসীর বউ পরকিয়া করবেই তা কেন বলছেন ?
২৫ আগস্ট ২০১৪ রাত ০৮:০৮
201841
হতভাগা লিখেছেন : ২ বছর পর পর আসে । খুব কি সহজ নিজেকে নিয়ন্ত্রন করা ?
২৫ আগস্ট ২০১৪ রাত ০৮:১০
201842
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নিয়ন্ত্রিতরা নিয়ন্ত্রণ করতে পারে
১৮
258136
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : সুন্দর লিখেছেন ,তবে আপনার কথাগুলো আরো মাধুর্যপুর্ণ হওয়া দরকার।
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
201828
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একটু রাগের ওপর লিখেছি তাই অনেকটা বেসামাল হয়েগেছে
১৯
258368
২৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৩
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : কি ব্যাপার! বিয়ের আগেই এই সব কি? সাবধান কিন্তু।
আসলে-
পরকিয়া আর প্রেম অথবা ভালবাসা, ভাললাগা-যাই বলুন, সব কিছুর গুড়াতে হলো কথা একটাই। আর তা হলো, আমরা সামাজিক ভাবে আমাদের সংস্কৃতিকে লালন করছি না। আমরা আমাদের পূর্বসূরীদের সংস্কৃতি থেকে তথাকথিত আধুনিক সংস্কৃতির নামে বিদেশী বা পাশ্চাত্য সংস্কৃতির দিকে চলেছি। যার প্রভাবে প্রসবিত নানাবিধ বিয়ারামের একটি হলো পরকিয়া।
আল্লাহ পরকিয়া থেকে পুরুষ মহিলা সবাইকে হেফাজত করুন।
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
202149
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাহাহা।
ঠিক বলেছেন ভাই আমরা অপসংস্কৃতিকে আপন করে নিয়েছে নিজ সংস্কৃতি দুরে রেখে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File