প্লিজ ভাইয়া সমাজকে সুন্দর হতে সহায়তা করুন সমাজ ও আপনাকে ভালো কিছু উপহার দেবে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৯ আগস্ট, ২০১৪, ০৬:৫৫:৩৯ সন্ধ্যা
প্রতিদিনের ন্যায় গত রাত ও কর্মস্থল থেকে ফেরার পথে শাকিল ভাইয়ের কম্পিউটার কেফে ৩০ মিনিটের মত গল্প করে সময় পার করার জন্য গেলাম। গল্প করতে করতে এমন একটা গল্পে চলে গেলাম উক্ত গল্পে যেমনটা নেই রস তেমনটা থাকলো না গল্প সম্পন্ন করার মত মানসিকতা।
বাবা -মা ,ভাই -বোন সম্পর্ক দুনিয়ার সকল সম্পর্কের চেয়ে বিশাল। সেই ভাইয়ের সামনে যদি পোশাক ক্রয়ের জন্য মার্কেটে যাওয়া বোনকে কেউ বাজে কথা বলে তখন কেমন লাগে বলেন ? ভাইয়ের চোখের সামনে বোনের দিকে থাকিয়ে বখাটে দোকানি কিংবা রোডের পাশে দাড়ানো বখাটে যুবক কিছু বলে তখন আঘাত শুধু মনে লাগে না রক্তের শিরায় শিরায় ধাক্কা দেয়।
আমাদের গল্পের মূল কাহিনী ছিল ভাইয়ের চোখের সামনে বখাটে দুষ্ট যুবকের দ্বারা বোনকে ডিস্টার্ব করা। আমাদের দেশে শপিং মলের প্রায় ৯৫ ভাগ সেলস ম্যান ছেলে। সেলস ম্যানদের মধ্যে কিছু সংখ্যক বখাটে থাকে যাদের দ্বারা এমন হীন কর্ম কান্ড হয় যা মেনে নেওয়ার মত নয়। একজন বোন তার ভাইকে সাথে করে শপিং করতে গেলেন সেখানে যদি ভাই বোনের সম্পর্ক না জেনে কেউ ফালতু কথা বলে তখন অনেক কষ্ট লাগে। ভাইয়ের সামনে বোনকে খারাপ মন্তব্য করলে কষ্ট লাগে তখন যদি ভাই প্রতিবন্ধী ও হয় সে প্রতিবাদ করতে একটু ও কার্পন্য করেনা। ভাই দেখবে না তার হাত কেমন লম্বা , ভাই দেখবে না তার পা একটা ভাঙ্গা, ভাই দেখবে না তার হার্ড দুর্বল সে প্রতিবাদ করবেই।
আমাদের সবাইকে ভাবতে হবে আমাদের সমাজে শুধু যুবক নয় রয়েছে যুবকের বোন , রয়েছে যুবকের মা, রয়েছে যুবকের ফুফু ,খালা ,চাচি। প্লিজ ভাইয়া সমাজকে সুন্দর হতে সহায়তা করুন সমাজ ও আপনাকে ভালো কিছু উপহার দেবে।
বিষয়: বিবিধ
১৫৮১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন