আপনি কি পারেন দেখিয়ে দিন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ আগস্ট, ২০১৪, ০৭:১৮:০৫ সন্ধ্যা
কিছু না কিছু আপনি পারেন। গান গাইতে না পারলে আপনি গান লিখতে পারেন। কবিতা লিখতে না পারলে আবৃত্তি করতে পারেন। রাজনীতির মাঠে না থাকলে ও আপনি রাজনীতি বুঝেন।সাহিত্য লিখতে না পারলে ও আপনি সাহিত্য পড়েন। ভাত রান্না করতে না পারলে ও আপনি ধান চাষ করতে পারেন। কম্পিউটারের সফটওয়ার বানাতে না পারলে ও ইউস করতে জানেন।
তাহলে আপনি বসে আছেন কেন ? আপনি যা পারেন তা করে দেখান পাশে বসে থাকা লোকটিকে ,সমাজকে ,দেশকে ,পৃথিবীকে। আপনার যা বলার বলে ফেলেন কথার মাধ্যমে লিখার মাধ্যমে। আপনার যা করার করে ফেলেন শরীরের শক্তি দিয়ে মাথার বুদ্ধি দিয়ে। সবাই আপনার সাহস কে মূল্যায়ন করবে আপনার নিরবতাকে নয়। সাহসের সাথে আপনার কাজ সম্পন্ন করে মূল্যায়ন গ্রহণ করুন।
জমিতে ধান চাষ না করলে যেমন ধান হয় না তেমনি কিছু একটা না করতে পারলে কিছু একটা করে দেখাতে না পারলে আপনার মূল্যায়ন ও হবে। এগিয়ে যান নিজের পরিচয় নিজেই করিয়ে দেন সমাজকে ।যা জানেন তা করে দেখান যা বুঝেন তা সমাজকে জানান দেন। চালিয়ে যান নন স্টপ।
এবং সর্বপরি মহান রবের কাছে সাহায্য চাইতে হবে নিজের বুদ্ধিকে কাজে লাগানোর জন্য।
বিষয়: বিবিধ
১৩৪৬ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই হবে না ....
হুম, তার ইচ্ছায় বাধা দেয় কে ... করলে আল্লাহ ফেরায়-ই বা কে?
কিন্তু আমরা কি দেখি? পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞান আবিস্কার সব রবের সাহায্য ছাড়াই হয়েছে। পৃথিবীর ৯৫% বিজ্ঞানী রব/টব এ বিশ্বাস করে না।
মহান রবের সাহায্য আর স্বচেষ্টা থাকলে ইনশাল্লাহ যে কেউ তার প্রতিভা বিকশিত করতে পারবে।
ভাইবা ভাইবা দিন যে গেল ভাবা শেষ হইল না।
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন