ঘুমিয়ে আছে দেশের স্বাধীনতা , সব জনগনের জানা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ আগস্ট, ২০১৪, ০৮:১১:৫৪ রাত
৫ জানুয়ারী ক্ষমতার দাপটে নাটক নামের নির্বাচন - নির্বাচন খেলা করে দেশের গণতন্ত্রকে হত্যার মাধ্যমে ঘুমের ঘরে পাঠানো হয়েছে দেশের স্বাধীনতাকে ।এখন আবার জাতীয় সম্প্রচার নীতিমালার নামে ‘কালো অধ্যায়’ সৃষ্টি করে দেশের স্বাধীনতার ঘুমকে দীর্ঘকালীন সময় বেধে দেওয়া হয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে এই নীতিমালা করার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে ।
যদি ও দেশের জনগণ জানে দেশের স্বাধীনতা আজ ঘুমিয়ে আছে তারপর ও নিজের যান মালের কথা চিন্তা করে দেশের পবিত্র স্বাধীনতা জাগিয়ে দিতে আসতে রাজি হচ্ছেন না। কিন্তু যখন দীর্ঘ থেকে দীর্ঘ হবে স্বাধীনতার ঘুম তখন হয়তো নিজের কথা ও চিন্তা করা সম্ভব হবে না।আজ বাকস্বাধীনতা নেই কাল বেচে থাকার স্বাধীনতা পাওয়া যাবে না। তাই সময় থাকতে দেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য দল মত নির্বিশেষে সবাইকে নব্য সৈরাচার এই অবৈধ সরকারকে বিদায় করতে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে ।
উল্লেখ্য, গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে জাতীয় সম্প্রচার নীতিমালা।
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফ্যাসিবাদির চুড়ান্ত অধ্যায় . . .
মন্তব্য করতে লগইন করুন