হাসিনা পুত্র বিদেশী জয়ের কাছে সাকিব প্রিয় পাপন তাই বদলা নিল Bee Bee

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ জুলাই, ২০১৪, ০৭:০৭:৫৪ সন্ধ্যা



সাকিব আল হাসানের অপরাধের শাস্তি হওয়া জরুরি ছিল তাই বলে ৬ মাস খেলা থেকে দুরে রাখা হবে কেন ?এই ফালতু মার্কা সাজা সাকিবের কেরিয়ার ধ্বংসের একটা হাতিয়ার। সাকিব অনেক রকম ভাবে নেকামি করে আসছে বিগত ১ বছর থেকে সেই কারণে তার জন্য সাকিবকে আরো আগে শাস্তি দেওয়া প্রয়োজনীয় ছিল কিন্তু ৬ মাস খেলা থেকে দুরে রাখা ঠিক হয় নাই।

আমার মনে হয় হাসিনা পুত্র জয়ের কাছে সাবেক আওয়ামীলীগ সরকারের রাষ্টপতির ছেলে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা বিসিবি সভাপতি পাপনের চেয়ে সাকিব বেশি প্রিয় তাই এর বদলা নিয়েছে বিসিবি সভাপতি পাপন। সব মিলিযে ওরা নিজেদের মধ্যে একটা রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছে।ক্ষমতা লোভীরা এমন হয় । তা দেখে আমার অনেকটা ভালো লাগতেছে আবার দেশের ক্রিকেটের জন্য খারাপ লাগতেছে

এক সাকিব না থাকলে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না কিন্তু রাজনীতি যদি গ্রাস করে বাংলাদেশ ক্রিকেটকে তাহলে আর কোনো সাকিবই ঠিকবে না।



বিষয়: বিবিধ

১৪২৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242644
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
গেঁও বাংলাদেশী লিখেছেন : এই শাস্তি ঠিক আছে। ভালো হওয়ার একটি সুযোগ তার জন্য।
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
188401
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শাস্তির উদ্দেশ্যে শাস্তি হলে ঠিক ছিল কিন্তু এখানে যে ক্ষমতার রাজনীতি পাপন আর সাকিব ,সাকিব আর পাপন
242657
০৭ জুলাই ২০১৪ রাত ০৮:৫৩
আফরা লিখেছেন : বাংলাদেশের রাজনীতি আর খেলা কোনটাই বুঝি না ।
০৭ জুলাই ২০১৪ রাত ০৯:৪৯
188424
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চেষ্টা করতেছেন এটাই যতেষ্ট
242670
০৭ জুলাই ২০১৪ রাত ০৯:১৬
সন্ধাতারা লিখেছেন : দেশটা রসাতলে গেছে। সবকিছুতেই অন্যায়, অসাধুতা! পরবর্তী সময় বলে দেবে পরিণাম। অনেক অনেক ধন্যবাদ ।
০৭ জুলাই ২০১৪ রাত ০৯:৫০
188425
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কি আর হবে এইতো সেখ হাসিনা সাকিবের সাথে দেখা করবে তারপর বলবে দেশের স্বার্থে সাকিবের প্রয়োজন তাই থাকে সুযোগ দেওয়া হলো এটাই রাজনীতি ,,আপনাকে ধন্যবাদ
242681
০৭ জুলাই ২০১৪ রাত ১০:০১
ফেরারী মন লিখেছেন : রাজনীতির ভিতর পলিটিক্স ঢুকে গেছে।
০৭ জুলাই ২০১৪ রাত ১০:২৮
188432
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন
242707
০৭ জুলাই ২০১৪ রাত ১১:৩৯
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : আমরা বাঙালিরা আসলে গুনির
কদর করতে জানি না
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৯
188648
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম Surprised Surprised
242733
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:৩৮
শেখের পোলা লিখেছেন : সর্বত্রই রাজ নীতি ছড়িয়ে পড়েছে৷
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৯
188649
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ক্রিকেটে ও রাজনীতি Crying
242845
০৮ জুলাই ২০১৪ দুপুর ০২:০৬
আমি মুসাফির লিখেছেন : ভাই সবই পলিটিক্স । কারে কি বলবেন ? এটা আওয়ামী শাসনকাল।
ধন্যবাদ।
০৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০০
188650
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সে জন্য ভাই দেশে সব উল্টা হচ্ছে
242961
০৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : এক সাকিব না থাকলে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না কিন্তু রাজনীতি যদি গ্রাস করে বাংলাদেশ ক্রিকেটকে তাহলে আর কোনো সাকিবই ঠিকবে না। এখানেই কবি নিরব।
০৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
188667
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Applause Applause
243443
১০ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৯
হতভাগা লিখেছেন : ''হাসিনা পুত্র বিদেশী জয়ের কাছে সাকিব প্রিয় পাপন তাই বদলা নিল''

০ পাপনও আওয়ামী লীগের আর জয় তো ....

পাপনের বড় পরিচয় তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান । বাবা নেই তাই দলে তার দামও আগের মত নেই ।

জয়ের প্রিয় বলে পাপন যদি সাকিবের উপর বদলা নেয় তাতে পাপনেরই ঠাপন খাবার সম্ভাবনা বেশী ।

সাকিবের এই শাস্তি যে ক্রিকেটীয় না তা একটু চিন্তা করলেই বোঝা যায় ।

অশোভন ভঙ্গির জন্য সাকিবের সাজা হয়ে গেছে আগেই । আর ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়া নিয়ে যে কাহিনী তা তো সাকিব মাঝ পথেই ফিরে আসার পর এতটা জটিল পর্যায়ে যাবার কথা না । সাকিব যে দেশের জন্য কমিটেড তা আবারও প্রমান হয়ে যায় এতেই।

আসল ঘটনা হল শিশিরকে যারা ইভটিজিং করেছিল সেটারই কনসিক্যুয়েন্স ।

ব্যবসায়ী বন্ধু ও সাংসদের ছেলের গায়ে বউকে টিজ করার জন্য সাকিব হাত তুলেছে বলে তা ছিল পাপনের ইগোর ব্যাপার । আরেকটা ব্যাপার হল , সাকিব বাইরে গিয়ে খেলে ভাল টাকা কামাচ্ছে এবং এডও পাচ্ছে - সাকিবের শাস্তির মাঝেই পাপনের এই জেলাসিটা লুকিয়ে আছে ।

যেহেতু সাকিব জয়ের প্রিয় এবং হাসিনাও তাকে জ্বর হলে দেখতে গিয়েছেন - তাই আখেরে সাইজ হবে পাপনই । এক তো তার বাবা এখন যেহেতু আর বেঁচে নেই তাই ক্রিকেটার না হয়েও বা কোন ক্রিকেট জ্ঞান ছাড়াও সে কিভাবে এ পদে এখনও আছে সেই অজুহাতে পাপনকে বাটে ফেলা হবে ।

আরেকটা বিষয় এবং এটাই সম্ভাব্য বলে মনে হয় - এখন তো রোজা এবং বিশ্বকাপ ফুটবলের মৌসুম , তাই ঈদের পর যখন ক্যারিবীয় সফর ঘনিয়ে আসবে - তখন সাকিবকে ফিরিয়ে আনার জন্য একটা ঘটনা ব্যাপকভাবে ঘটানো হবে । এতে নেত্রী বা নেত্রী পুত্র পরোক্ষভাবে হস্তক্ষেপ করবেন ।

এতে ''আওয়ামী লীগ গুনীজনদের হেনস্তা করে'' বলে একটা ঘা সৃষ্টি হয়েছে সেটার উপর কিছু মলম লাগানো যাবে আর পাপনকে ঠাপন দিয়ে অধিকাংশ মানুষের মন তাতক্ষনিকভাবে জয় করা যাবে ।
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
189150
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন :

আর এই মন জয়ের লক্ষে এখন শেখ হাসিনা নিরব ,অনেক সুন্দর করে বুঝিয়েছেন ধন্যবাদ
১০
243647
১১ জুলাই ২০১৪ রাত ০৩:১০
জোবাইর চৌধুরী লিখেছেন :
শাস্তির আগে অনেককেই সাকিবের সমালোচনা আবার, শাস্তি হওয়ার পরে সাকিব বন্ধনায় আমি কিছুটা হলেও কনফিউজুড।
তবে সাকিবের আচরনকে বরাবরই বাড়াবাড়ি মনে হলেও তার শাস্তির পরিমানটাও কম বাড়াবাড়ি বলে মনে হচ্ছেনা।
দেশপ্রেম এখানে বরাবরের মতই অনুপস্হিত। ধন্যবাদ।
১১ জুলাই ২০১৪ রাত ০৯:৫০
189423
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া আমি আমার পোস্টে শুধু এটুকু বলেছি ওদের ক্ষমতার রাজনীতি যে খারাপ সেটা।
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File