দেশ দ্রুহী সুলতানা কামাল চক্রবর্তী ,বাংলাদেশী ক্রিকেটার সাকিব ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ জুলাই, ২০১৪, ০৭:৪৪:৩৮ সন্ধ্যা



১ ,গতকাল সকালে খাগড়াছড়ি পর্যটন মোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের গাড়িবহর ঢাকায় চলে যাওয়ার সময় জুতা নিক্ষেপ করে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।তাদের অভিযোগ পার্বত্যাঞ্চল নিয়ে ষড়যন্ত্র করতে প্রশ্নবিদ্ধ সুলতানা কামাল এখানে এসেছিল।

সুলতানা কামাল প্রথমত দেশের সংস্কৃতি বিরোধী ,ধর্মপ্রাণ মানুষের অধিকার বিরোধী ,পতিতাদের দালাল ,দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি কারী ,আলেম উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ,দেশ দ্রুহী এবং অন্যদেশের তাবেদার।

এই সুলতানা কামাল নিজেকে একজন মানবাধিকার কর্মী দাবি করে অতচ আজ পর্যন্ত মানবাধিকারের পক্ষে একটি শব্দ ও করেনি তবে এটা সঠিক পতিতাদের পক্ষে কথা বলেছে বা বলে। একজন দেশ দ্রুহী মহিলা কি করে শান্তির জন্য কাজ করতে পারে ?

এই মহিলাকে কে পাঠিয়েছে খাগড়াছড়িতে ? কি লক্ষে পাঠানো হয়েছে ? এবং বিজিবি সদস্যরা এই মহিলাকে কেন এত নমস্কার করতে দেখা গেল ?



২ , বাংলাদেশের হয়ে আর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না বলে হুমকি দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের হুমকির কথা একটি টেক্সট ম্যাসেস পাঠিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানকে জানিয়েছেন জাতীয় দলে কোচ চন্দ্রিকা হাথুরুসিঙ্গে।

দুই দিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গেলে সাকিবকে ডেকে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতেই ক্ষিপ্ত হয়ে এই হুমকি দিয়েছেন বিশ্বের এক নম্বর অল রাউন্ডার।

বিসিবি বলছে, খেলতে যাওয়ার আগে সাকিব কোনো অনুমতি নেননি। সাকিব বলছেন তিনি মৌখিক অনুমতি নিয়েছেন।

সাকিব অনুমতি ছাড়া কি করে যেতে পারলেন ? অনুমতি যদি আগে দেওয়া হয় তাহলে এখন কেন তাকে দেশে আসতে বলা হচ্ছে ?সাকিব যদি দেশের পক্ষে না খেলার হুমকি দেন তাহলে সাকিবকে আর দেশের পক্ষে না রাখাটাই কি ভালো নয় ?

৩ ,পিঠে ও মেরুদণ্ডের কশেরুকায় আঘাত পেয়ে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে ব্রাজিল দলের সেরা খেলোয়ার নেইমারের।গতকাল ম্যাচের শেষ দিকে কলম্বিয়ান ডিফেন্ডার জোয়ান জুনিগা ব্রাজিলিয়ান স্টার নেইমারের হাঁটুতে সজোরে ‍আঘাত করলে তাৎক্ষণিকভাবে স্ট্রেচারে শুয়ে মাঠই ছাড়তে হয় তাকে।কলঙ্কের বিষয় হলো রেফারি কিছুই দেখেনি।

রেফারি ফিফার কাছে কি জবাব দেবে ?ফিফা কি প্রশ্ন করবে রেফারিকে ?



বিষয়: বিবিধ

৩০৭৯ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242018
০৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৩১
187889
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Crying Crying Crying
242025
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : কি বলবো ভাই এরা সবাই ছুছিল...........
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৩১
187890
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ১ নাম্বার টা বললেন বাকি দুটি সম্পর্কে কিছু বলেন
242032
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:২৯
মহিলা কর্ণার লিখেছেন : সাকিব যা করছে তা রীতিমত আহাম্মকি
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৩২
187891
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ২ নাম্বার টা বললেন বাকি দুটি সম্পর্কে কিছু বলেন
242044
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৫৪
ছিঁচকে চোর লিখেছেন : কিছু বলার নেই। যা হচ্ছে ঘটুক কারণ দেশ যত পিছিয়ে যাবে আমার তত মঙ্গল Big Grin
০৫ জুলাই ২০১৪ রাত ০৯:৪৫
187906
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি একটির বিষয়ে বললেন বাকি দুটি ?
242046
০৫ জুলাই ২০১৪ রাত ০৯:০২
হতভাগা লিখেছেন : ১. সুলতানা কামালের মা রবীন্দ্র সঙ্গীতকে ইবাদতের সমতুল্য বলেছিলেন (নাউজুবিল্লাহ) । যুদ্ধের সময় উনি পাকিস্তানের স্তুতি গেয়েছিলেন ।

তার মেয়ে হয়ে সুলতানা কিইবা আর ব্যতিক্রম হবেন ।

পাহাড়িরা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল । এমন কি বঙ্গবন্ধুও তাদেরকে বাঙ্গালী হতে বলেছিলেন যুদ্ধের পর ।

স্বাধীন বাংলাদেশে এদের সাথে শান্তিচুক্তি করতে হয় সরকারের । মানে সোজা , এরা বাংলাদেশকে মানে না তাদের দেশ হিসেবে । স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে তারা বাংলাদেশকে খুব পেইন দিয়ে আসছে ।

আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু এদের আচরণ বাংলাদেশ বিরোধী তাই যারা এদেরকে সাপোর্ট করে তারা কোনভাবেই বাংলাদেশের পক্ষ হতে পারে না ।

সুলতানা কামালদের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার চেতনা কি এই ? এভাবে দেশের একটা বৃহত অংশকে আলাদা হবার জন্য তারা যে সমর্থনে এগিয়ে আসছেন তা কি মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় ?


**************************************************************


২. সাকিব উচিত কাজ করেছে বলেই মনে করি । অনিয়মের দেশে শুধু সাকিবকেই কেন নিয়মের বেড়াজালে আটকানো হবে ?

বাংলাদেশের কোন টপ লেভেলের লোক কি নিয়মের তোয়াক্কা করে ? সংসদকে বলা হয় পবিত্র স্থান । আমরা তো দেখি ওখান থেকেই অনেক গালাগাল বের হয় যেটা কাম্য নয় । কৈ , সাংসদদেরকে তো সাকিবের মত এরকম করে শাস্তির আওতায় আনা হয় না ?

সাকিব খেলতে যাচ্ছিল ক্যারিবিয় প্রিমিয়ার লীগে, যে দেশের সাথে তাদের মাটিতে কয়দিন পর বাংলাদেশের সিরিজ । সেখানে সেটা তো তার জন্য একটা কন্ডিশনিং ক্যাম্পই হয়ে যেত যেটা বাংলাদেশের জন্য মেঘ না চাইতেই জলের মত । সাকিবের পারফরমেন্সের সাথে বাংলাদেশের সাফল্য ওতপ্রোতভাবে জড়িত । ভুলে গেলে চলবে না যে লাস্ট টুরে (২০০৯) বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে যে ২-০ সিরিজে হারিয়ে ছিল তাতে সাকিবের অবদানই ছিল সিংহভাগ ।

তাই বিসিবির উচিত ছিল সাকিবকে সিপিএলে খেলতে দিতে যাওয়া ।

*************************************************************

৩. নেইমার এই বিশ্বকাপ তো বটেই , আবারও খেলতে নামতে পারে কি না সেটা নিয়েই যথেষ্ট সন্দেহ আছে ।

এসব স্টার প্লেয়ারদের জন্যই তো দর্শক ফুটবল খেলা দেখে , না হলে কোন বোকা আছে যে গাঁটের পয়সা খরচ করে ও রাতের ঘুম হারাম করে খেলা দেখতে বসে ?

ফিফা কখনই এসব ফুটবলারদের জন্য আলাদাভাবে এগিয়ে আসে নি যেটা ফুটবলের স্বার্থেই করা উচিত ছিল ।

এসব জংলি ট্যাকেলের ফলে অনেক প্রতিভাধর খেলোয়ারদের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে । আর রেফারীরা এসবের ক্ষেত্রে টিনের চশমা পড়ে্ই থেকেছে । চিলির ম্যাচেও নেইমারকে এমনভাবে ফাউল করা হয়েছিল যে বেচারার মাথা খাড়াভাবে মাটিতে পড়েছিল । সে ম্যাচেও কোন হলুদ/লাল কার্ড দেখানো হয় নি গতকালের ম্যাচের মত ।
এসব পেলেকেও করা হয়েছিল ১৯৬৬ এ । ১৯৮২ তে তো জার্মান গোলকিপার শুমাখারের লাথিতে ফ্রান্সের এক খেলোয়ারের দুটি দাঁত পড়ে গিয়েছিল ।

েএগুলো Grievous hurt । বাস্তবিক জীবনে এসবের জন্য মৃত্যু দন্ডও হতে পারে । খেলার অজুহাতে এটাকে পাশ কাটিয়ে যাওয়া উচিত নয় ।

সময় এসেছে এ ব্যাপারে কঠোরতম সিদ্ধান্ত নেবার । হয় ফিফাকে সংশ্লিষ্ট রেফারী , খেলোয়ার এমনকি টিমকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এবং ক্ষতিগ্রস্থ খেলোয়ার ও দেশকে আজীবন ফিফার লভ্যাংশের বিশাল অংশ দিতে হবে । না হলে সংশ্লিষ্ট দেশ ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে খেলাধুলার নামে রক্তারক্তির প্রমোট করার জন্য ।

আমরা সাধারন মানুষরা বিনোদন হিসেবেই খেলাটাকে দেখতে চাই । এখানে কোন হৃদয়বিদারক ঘটনা এবং জখমের ঘটনা দেখতে চাই না ।

**************************************************************

অতি সাম্প্রতিক ঘটনা সমূহ নিয়ে আপনার এই সংক্ষিপ্ত পোস্ট ভাল লেগেছে ।
০৫ জুলাই ২০১৪ রাত ০৯:৪৮
187908
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মহা মূল্যবান মন্তব্যে আমি প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
১ ,সঠিক বলেছেন
২,সাকিবের বউ পর্দা করেছে কিনা সেটা নিয়ে বাংলাদেশীদের যত সমস্যা নিজের বউয়ের পর্দার খবর নেই। সাকিবের মনে অনেক কষ্ট কাজ করতেছে।
সাকিবের ও উচিত দেশের ক্রিকেট বোর্ডের আইন ফলো করা।
৩,ফিফা আসলে টাকার পেছনে।
০৬ জুলাই ২০১৪ সকাল ১০:২০
188047
হতভাগা লিখেছেন : ২. ''সাকিবের ও উচিত দেশের ক্রিকেট বোর্ডের আইন ফলো করা।''

০ অনিয়মের দেশে যত আইন প্রয়োগ সব সাকিবের উপর ?

০ রাস্তা আটকিয়ে যখন মন্ত্রী মিনিস্টারদের গাড়ি চলাচল করে বা উল্টো পথ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় কর্তারা গমন করে - তখন আইন কোথায় থাকে ?
242066
০৫ জুলাই ২০১৪ রাত ০৯:৩৩
খায়রুল ইসলাম লিখেছেন : আজ সুশীল দের পোস্টমর্টেম হল চট্রগ্রামে
০৫ জুলাই ২০১৪ রাত ০৯:৪৮
187909
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কবরের অপেক্ষায় আছি
242080
০৫ জুলাই ২০১৪ রাত ১০:১২
দ্য স্লেভ লিখেছেন : ওই মহিলা পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চায়। এরা বাইরের দালাল তো বটেই,তবে এরা স্বেচ্ছা দালাল। এটাই এদের ভাল লাগে। স্বপ্রনোদিত হয়েও এরা ফাউল কাজ করে।

বাকী বিষয়ে আমার ০% আগ্রহ থাকায় মন্তব্য করতে রুচি নাই...একটা খেলাও দেখিনি,এ ব্যাপারে খবরও রাখিনি,প্রয়োজনও মনে করিনি....
০৫ জুলাই ২০১৪ রাত ১০:২৩
187915
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সঠিক বলেছেন ভাইয়া "এরা বাইরের দালাল তো বটেই,তবে এরা স্বেচ্ছা দালাল"
242081
০৫ জুলাই ২০১৪ রাত ১০:১৫
বিভীষিকা লিখেছেন : এরকম না ঘটলে কেয়ামত আসবেনা। আমি চাই কেয়ামত তারাতারি আসুক। জালিমরা যেন কেয়ামতকে স্বচক্ষে দেখে।
০৫ জুলাই ২০১৪ রাত ১০:২৪
187916
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কেয়ামত আল্ল্হোর ইচ্ছে হবে ভাইয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ
242094
০৫ জুলাই ২০১৪ রাত ১০:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সুশিল(ভাল নাপিত) গন আজকে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন। ঠিক ইফতারির টাইমে!! নিজেদের মতই মনে করেন সবাইকে।
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
188142
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুলতানা কামাল চক্রবর্তী ,খুশি কবির,টিআইবির ইফতেখারুজ্জামান পার্বত্য চট্রগ্রাম ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত যা প্রমান হয়েছে জোতা বৃষ্টির মাধ্যমে
১০
242102
০৬ জুলাই ২০১৪ রাত ১২:০৫
সন্ধাতারা লিখেছেন : So called shusils are destroying the country who are sold.
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
188143
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুলতানা কামাল চক্রবর্তী ,খুশি কবির,টিআইবির ইফতেখারুজ্জামান পার্বত্য চট্রগ্রাম ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত যা প্রমান হয়েছে জোতা বৃষ্টির মাধ্যমে
১১
242135
০৬ জুলাই ২০১৪ রাত ০৩:৪০
শেখের পোলা লিখেছেন : কি জানি বাপু,আমি আদার ব্যাপারি জাহাজের খবর নিয়ে কি করব?
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
188144
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুলতানা কামাল চক্রবর্তী ,খুশি কবির,টিআইবির ইফতেখারুজ্জামান পার্বত্য চট্রগ্রাম ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত যা প্রমান হয়েছে জোতা বৃষ্টির মাধ্যমে
১২
242216
০৬ জুলাই ২০১৪ সকাল ০৯:০৭
রক্তলাল লিখেছেন : সাকিবকে নিয়ে আওয়ামী ষড়যন্ত্র চলছে - সতর্ক থাকুন।

০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
188145
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুলতানা কামাল চক্রবর্তী ,খুশি কবির,টিআইবির ইফতেখারুজ্জামান পার্বত্য চট্রগ্রাম ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত যা প্রমান হয়েছে জোতা বৃষ্টির মাধ্যমে
১৩
242254
০৬ জুলাই ২০১৪ দুপুর ০১:৪২
আমি মুসাফির লিখেছেন : প্রথমটার জন্য সুলতানা কামালের যা প্রাপ্য তা দীর্ঘদিন পরে হলেও পেয়েছে। এজন্য যারা একজটি করেছে তাদের ধন্যবাদ।
আর ২য়টি হলো দেশের ক্রিকেট নিয়ে অনেক বিতর্ক আছে । এবং সাকিবও অনেক বিতর্কের জন্ম দিয়েছে । সেই হিসাবে সাকিবের যদি অন্যায় হয় তাহলে তার যা পা্রপ্য তাই হওয়া উতি।
৩য়টি যে কাজটি হয়েছৈ তাও শোভনীয় নয় বিশ্বকাপের খেলাকে একটু এলামেলো করল আরকি।
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
188146
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মূল্যবান মন্তব্যের জন্য শুকরিয়া
১৪
242491
০৭ জুলাই ২০১৪ সকাল ০৯:২৯
নূর আল আমিন লিখেছেন : সুলতানা কামালের গাড়ী থামিয়ে জুতাপেটা করা উচিত ছিলো
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
188381
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আবার ওখানে গেলে হবে বলে মনে হয়
১৫
242499
০৭ জুলাই ২০১৪ সকাল ১০:৩৮
গ্যাঞ্জাম খান লিখেছেন : চুলটানা কমল চক্রবর্তীকে পাহাড়ে অবস্থারত বাংগালীরা রাম ধোলাই না দিয়ে ছেড়ে দিয়ে খুবই কাঙ্গালের মত কাজ করেছে। এই বয়োবৃদ্ধা বেইশ্যাটির বিমরতি কখনো থামবে না। এরা সুযোগ পেলেই যে কোন মুহুর্তে পড়নের কাপড় খুলে সভ্য মানুষদের বিব্রত করে।
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
188382
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সিলেটের রাজপথে মুচলেকা দিয়েছিল এই পতিতা হিন্দু ছেলের সাথে হোটেলে রাত্রি যাপন করে ধরা খেয়েছিল
১৬
242509
০৭ জুলাই ২০১৪ দুপুর ১২:২৯
ইমরান ভাই লিখেছেন : চুলটানা কামাল না কেমনে হয়???!!! ওর লাঠিটা না হিন্দু??!! তা হেতের নাম লাগায়না কেন??!!!
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
188383
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সিলেটের রাজপথে মুচলেকা দিয়েছিল এই পতিতা হিন্দু ছেলের সাথে হোটেলে রাত্রি যাপন করে ধরা খেয়েছিল
১৭
243430
১০ জুলাই ২০১৪ দুপুর ০৩:১০
মোঃ আবু তাহের লিখেছেন : মন্তব্য করতে ভাল লাগছে না
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
189151
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওকে ভাইয়া
১৮
246322
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
বুড়া মিয়া লিখেছেন : পাহাড়ীরা কিন্তু অনেকটা আমাদের সাথে মিশে গেছে। তারা এখন এ দেশের ভালো স্কুল-কলেজ-ইউনিভার্সিটি-কর্মক্ষেত্রেও জায়গা করে নিয়েছে; আর পাহাড়ে বাংলাদেশীদের সাথে পাহাড়ীদের সম্পর্ক বেশীরভাগ সময়ই ভালো থাকে। হঠাত কি যেন হয়!

আর সাকিবকে দেশে ফিরিয়ে আনা উচিত হয় নাই। এমনিতেই আমাদের যে ভাইয়েরা প্রবাসে থাকে, সেখান থেকে রেমিট্যান্স কমে যাচ্ছে। সাকিবকে সুযোগ দিলে এ-ই সেক্টরে হইতে পারতো অর মাধ্যমে আরও কিছু ছেলে-পেলেও গিয়ে ভালো রোজগার করতে পারতো; আর ওরাতো এখনো দেশের টাকা বাইরে পাচার করে না। তাই ওদেরকে কিভাবে আরও বেশী ভালো জায়গায় খেলার সুযোগ করে দিয়ে অন্যান্যদের জন্যও একটা কর্ম ক্ষেত্রে করে দিবে – তা না এইখানে লাগাইছে ফালতু বিষয় নিয়া হৈ-চৈ! ভোদাইগুলা আসলেই বদমাইশ।

বিশ্বকাপের কাহিনী কিছুই কইতে পারলাম না!
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২২
191220
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যৌক্তিক মন্তব্যের জন্য শুকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File