সময় নিয়ে কাজ করুন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ জুলাই, ২০১৪, ১২:০৫:১৯ রাত
সকালে সূর্য উঠতে একটু লেইট হচ্ছিল তাই মনে করেছিলাম আজ সূর্য উঠবে না কিন্তু সূর্য যে দুপুরে তার পূর্ণ শক্তি নিয়ে আসবে সেটা ভাবতেই পারিনি। বাড়ির উঠোনে শুকাতে দেওয়া মসলিন কাপড়ের রঙ সূর্যের তাপে হারিয়ে গেছে। আর ফিরে পাওয়ার নয় চক চকে মসলিন কাপড়ের লাল ,হলুদ ,আর কালো রঙ। একটু সময় নিয়ে যদি কাপড় মেলিয়ে দিতাম উঠোনে আর ঘুমিয়ে না পরতাম তাহলে মসলিন কাপড়ের রঙ হারাতে হত না।
অনেক সময় আমি নিজে অনেক কাজ করে বসি যা করা ঠিক নয় এমন অবস্থা তৈরী করি যা করা বেমানান। আর এসবের জন্য অনেকটা দায়ী নিজেই কোরন আমি যদি সময় নিয়ে চিন্তা করে কাজটি করতাম আমাকে হয়ত কোনো রকম বিপদে পড়তে হত না।
সময় নিয়ে ভেবে চিন্তা কাজ করা অনেক ভালো সেটা যে প্রকারের কাজই হোক পারিবারিক সামাজিক বা ব্যক্তিগত। সময় নেওয়ার পাশাপাশি জাগ্রত থাকতে হবে অন্যতায় কাজের সফলতা থাকবে না এমন ও হতে পারে ফলাফল শূন্য হবে।
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Tomorrow is bad, today is better & now is the best.
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন