মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -১৩ ) আইনকে ভয় নয় সম্মান দেওয়া চাই (খ )
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ জুলাই, ২০১৪, ০৭:২৬:২২ সন্ধ্যা
আইন আর জনগণ এই দুটি শব্দ মিলেই আইনের ব্যবহার সম্পন্ন হয়। জনগনের মানসিকতা আর আইনের সঠিক ব্যবহার একটি সুন্দর সমাজ উপহারে অন্যতম ভুমিকা রাখে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে আইনের সঠিক ব্যবহার করা হয় প্রায় ৯০ ভাগ যার ফলে তাদের এখানে রয়েছে সুন্দর একটা পরিবেশ।
আমিরাত সরকারের আইন অনুযায়ী উন্মুক্ত পরিবেশে ধুমপান দন্ডনীয় অপরাধ। এমনকি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ও ধুমপান নিষিদ্ধ। উন্মুক্ত পরিবেশে ধুমপান করলে ২০০ দিরহাম থেকে ৫০০ দিরহাম পর্যন্ত জরিমানা করা হয়। আমি শারজাহ শহরে আছি বিগত ৬ বছর থেকে ধুমপান সংক্রান্ত এই আইন শারজাহ শহরে কার্যকর করা হয়েছে চার বছর থেকে । উম্মুক্ত পরিবেশে ধুমপানের বিষয়ে শারজাহ শহরে কিছুটা ছাড় দেয় শারজাহ প্রশাসন। কিন্তু ব্যবসা প্রতিষ্টানের বেলায় একটু ও ছাড় নেই। গত ৪ বছর এখন পর্যন্ত কোনো দোকানে ধুমপান করতে দেখি নাই।
আমার কর্মস্থলে যাওয়ার পথে অনেক রকমের পথচারী দেখা যায় পোশাকের দিক থেকে প্রায় নগ্ন মহিলাদের ও দেখা যায়। ২৪ ঘন্টা মানুষের যাতায়াত রয়েছে এই রাস্তায় শেষ রাতের দিকে পথচারী কমে যায় তাই বলে আজ পর্যন্ত একজন মহিলাকে বিরক্ত করতে আমি দেখি নাই সেটা কথার মাধ্যমে হোক বা ইশারায় হোক। এই বিরক্ত না করার পেছনে রয়েছে আইনের সঠিক ব্যবহার , রয়েছে আইনের প্রতি সম্মান।
২০১৩ সালের শেষের দিকে এক সন্ধায় বাংলাদেশী মালিকানাদিন এক মুদির দোকানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি অনেক মানুষের ভির একটু কাছে যেতেই দেখতে পেলাম বেজাল বিরুধী অভিযানের টিম দোকানে এসেছে। কিছুক্ষণ ওখানেই ছিলাম তাদের কার্যকলাপ দেখার জন্য। অভিযান টিম বাংলাদেশী এই দোকানের মালিকের উপর ২০ হাজার দিরহাম জরিমানা করেছে কারণ ছিল একটি পকেটজাত খাদ্য দ্রব্যের পকেটে মেয়াদ শেষ হওয়ার তারিখ পার হয়ে যাওয়া । দোকানের মালিক আমতা আমতা করে অনেক কিছু বলার চেষ্টা করেছেন কিন্তু কোনো লাভ হয় নাই তবে জরিমানার পরিমান কমানো হবে বলে অভিযান টিম দোকান ত্যাগ করে।
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেরা আইন! ভালো লাগলো
আমাদের দেশের ক্ষমতাধর ও তাদের চেলা চামুন্ডরাই আইন ভঙ্গ করে তাহলে নিচের এরা কি করবে? ?
উপর লেবেল থেকে যতক্ষন এর প্রযোগ কার্যকরী না হবে ততনি আমাদের দেশে আইন সবাই মানবে না্
শুভ কামনা আপনার জন্য !
মন্তব্য করতে লগইন করুন