দেশের নারী সমাজের কেউ সংসদে গান করে আবার কেউ কারাগারে বাস করে

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৯ জুন, ২০১৪, ১০:২০:৫৬ রাত



আমাদের দেশ আজব দেশ। ধর্মনিরপক্ষের নামে চলছে ধর্ম বিরোধী কার্যকলাপ। বাংলাদেশের প্রায় ৯০ ভাগ জনগণ মুসলমান এছাড়া এ দেশে রয়েছে হিন্দু ,বৌদ্ধ ,খ্রিষ্টান। সবার রয়েছে ধর্ম পালনে স্বাধীনতা সে যে ধর্মেরই হোক। ৯০ ভাগ মুসলমান বলে এ দেশে অন্য ধর্ম চর্চা করা যাবে না তা মেনে নেওয়া যাবে না , আবার ১০ ভাগ বলে অধিকারের নামে অতি মাত্রায় চাওয়া ও ঠিক না।

আমাদের দেশে আজ পর্যন্ত কোনো ধর্মের ধর্ম চর্চায় বাধা দিয়েছে ৯০ ভাগ মুসলমান তার নজির নেই। কিন্তু মুসলমানের দেশে মুসলমান (?) সরকার ইসলাম ধর্মের চর্চায় বাধা দিচ্ছে হরহামেশা। আওয়ামীলীগ সরকার অতি মাত্রায় ধর্মনিরপক্ষ হতে গিয়ে ৯০ ভাগ মুসলমানের অধিকারে আঘাত দিচ্ছে বারবার।

ইসলামে যেহেতু ধর্মীয় রাজনীতি কে ফরজ করেছে সেখানে সরকার কেন বাধা দেবে ?ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মীয় রাজনীতির মধ্যে পার্থক্য আছে। ভোটের সময় মাথায় পট্রি লাগানো হলো ধর্ম নিয়ে রাজনীতি আর সব সময় হিজাব পরা হলো ইসলামের ফরজ আদায় করা।

গত বুধবার বিকালে খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্রী সংস্থার ২৪ জন কর্মীকে আটক করে পুলিশ। তাদের অপরাধ হলো ধর্মীয় চর্চা করা। তাদের অপরাধ হলো কুরআন হাদিস ধর্মীয় বই সাথে রাখা। আজ আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন । ৪ দিনের মধ্যে নারী পুলিশ সদস্যরা তাদেরকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলেও আদেশ দেওয়া হয়েছে।

ধর্মীয় চর্চা করলে কারাগারে যেতে হবে কেন ৯০ ভাগ মুসলমানের দেশে ?কুরআন হাদিস বা ইসলামী বই কয়েকজন মেয়ে বসে একত্রে পাঠ করলে কি জঙ্গি হয়ে যায় ?ইসলামী আলোচনায় যোগ দিলে কি সরকারের জন্য আতঙ্ক হয়ে যায় ?

এদিকে সংসদে গানে গানে সবার মনে প্রেম জাগালেন শিল্পী মমতাজ এমপি (?) তার গান শুনে অনেকে ৩২ দাত দেখিয়ে হাসলেন।

আপনাদের যদি গাইতে, নাচতে মন চায় বেশি করে গান গান কমর গুটাইয়া নাচেন। কিন্তু সাবধান ধমীয় চর্চায় বাধা দেবেন না। এ দেশের ধার্মিক মানুষ আপনাদের ৩২ দাতের মধ্যে একটি ও রাখবে না তখন সংসদকে গানের মঞ্চ বানিয়ে আর গান শুনে দাত দেখানোর সুযোগ পাবেন না।

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236621
১৯ জুন ২০১৪ রাত ১০:৪৫
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের দেশে এখন গায়িকা-নায়িকা-নর্তকীদের কদর বেশী..তারা সংসদে বসে.............আর যারা কোরআন-হাদিসের আলোচনা করে তাদের স্থান হচ্ছে কারাগার।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
183392
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বেলছেন ভাইয়া
236632
১৯ জুন ২০১৪ রাত ১১:৪৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ইহাকেই আদর্শ বলে।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
183393
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,ধন্যবাদ ভাইয়া
236634
১৯ জুন ২০১৪ রাত ১১:৫৬
চিরবিদ্রোহী লিখেছেন : ঠিকই আসে, ওনারা কেন কুরআন-সুন্নাহর আলোচনা করতে যাবেন? ওনারা জানেন না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জীবন্ত মহিলা অলি শিখ হাচিনা মাদ্দা জিল্লুহুল আলীয়া প্রতিদিন সকালে কুরআন তিলাওয়াত করেন,রাত্রে তাহাজ্জুদ পড়েন, তিনি একাই তো সকলের ইবাদত করে দিচ্ছেন, তারপরও কি দরকার এসবের! হ্যা, মাননীয় প্রধানমন্ত্রীকে গান গাইতে দেখা যায় নি, তাই মমতাজদের দরকার আছে।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
183394
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মমতাজ যখন গান গাচ্ছিল তখন শামিম উসমান কেন কিছু বলেনি ?
২০ জুন ২০১৪ রাত ০৯:১১
183442
চিরবিদ্রোহী লিখেছেন : উনি তো জিন্দা আউলিয়ার অন্যতম বুযুর্গ মুরিদ, কাজেই শায়েখ যখন নিরব সেখানে মুরিদের কথা বলাতো শক্ত বেয়াদবী।
236639
২০ জুন ২০১৪ রাত ১২:১১
সন্ধাতারা লিখেছেন : Peculiar country and it's leaders who have no shame at all! Thanks for a valuable post.
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১০
183396
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের অবস্থা দেখে ভয় হচ্ছে ,,ধন্যবাদ ভাইয়া
236658
২০ জুন ২০১৪ রাত ০১:২৬
আবু জারীর লিখেছেন : আমাদের বোনেরাও সাহসী এবং মহীয়সী হবেন ইনশা'আল্লাহ।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১০
183397
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা'আল্লাহ ।Good Luck Good Luck
236683
২০ জুন ২০১৪ সকাল ০৫:২১
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : দিস ইজ বাংলাদেশ দ্যাট বেজ্ড অন আওয়ামী লীগ।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১১
183398
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আওয়ামীলীগ দেশের সর্বনাশের নাম ।
236856
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১২
নোমান২৯ লিখেছেন : সবাই প্রত্যেকটা ইস্যু নিয়ে শুধু তীব্র সমালোচনা করেই যাচ্ছে ।কিন্তু রাজপথ শুন্য ।এমনে হলে ত হবে না ।হবে কি ভাইয়া ?
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১১
183399
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্য সঠিক
237174
২১ জুন ২০১৪ দুপুর ০২:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে বোনদের কাজ আরো বিস্তৃত হবে ইনশা আল্লাহ।
২১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
183788
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ
237626
২২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
আমি মুসাফির লিখেছেন : নর্তকীদের যা কাজ তারাতো তাই করবে । আর যিনি এই কাজ করাচ্ছেন তিনি নর্তকীদের থেকে কোন অংশে কম নয় ।
২২ জুন ২০১৪ রাত ০৮:২০
184173
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তিনি তো তাদের গডমাদার
২২ জুন ২০১৪ রাত ০৮:২০
184174
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তিনি তো তাদের গডমাদার
১০
238040
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
নূর আল আমিন লিখেছেন : ঝয়ভাংলা
২৩ জুন ২০১৪ রাত ০৮:১৯
184555
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মমতাজকে সামলা
১১
247229
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২০
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২২
191957
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File