পারিনা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৫:৪৯ সকাল
সামনে ,পেছনে ,ডানে ,বামে ।
দুঃখ ,ধংস ,চিত্কার ,ও আহাজারি ।
চুরি ,ডাকাতি ,দুর্নীতি ।
ধর্ষন ,খুন ,গুম ,মানহানি ।
এসব কান দিয়ে শুনি ।
চোখ দিয়ে দেখি ।
ধীমাক দিয়ে বুঝি কম বা বেশি ।
কিন্তু কিছুই করিতে পারিনা ।
পারিনা দুখিদের সাথে মিলে ,
চিত্কার করিতে ।
ধংশ লীলা দেখে ,
পারিনা আহজারি করিতে ।
পারিনা চুর ডাকাতদের পেটাতে ,
গ্রামের মোড়লের মত করে ।
পারিনা দুর্নীতিবাজদের ,
হাতে হাত কড়া পরাতে ।
পারিনা ধর্ষন কারীর লিঙ্গ কাটতে ।
পারিনা খুনিদের হাত থেকে ,
মরনাস্ত্র কেড়ে নিয়ে উল্টো আঘাত করতে ।
মানহানি করা হয় সম্মানিতদের ,
পারিনা তাদের সম্মান ফিরিয়ে দিতে ।
কিন্তু কেন আমি কিছুই পারিনা ?
পারিনা এর জবাব ও দিতে ।
বিষয়: বিবিধ
১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন