ডিজিটাল এমপিরা জাতিকে হাসালেন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৯ জুন, ২০১৪, ০৭:২০:৩০ সন্ধ্যা
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে কম্পিউটার চালানো শেখানো হচ্ছে এমপিদের। সংসদ ভবনের আইপিডি কনফারেন্স কক্ষে বুধবার এই কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। ‘সংসদ-সদস্যগণের কানেকটিভিটি সৃজন ও জাতীয় সংসদে ইন্ট্রানেট অ্যাপ্লিকেশন তৈরির কর্মসূচি’ প্রকল্পের আওতায় এই কোর্স পরিচালনা করা হচ্ছে।
উপরের খবর পড়ে তথাকথিত ডিজিটাল সরকারের তথাকথিত ডিজিটাল জনগণ হাসতেছে আর বলতেছে হায় ডিজিটাল হায় ডিজিটাল !! তথ্য প্রযুক্তির যুগে একটি দেশের সাংসদরা কম্পিউটার চালাতে পারে না সেটা হাস্যকর। কিন্তু এই এমপিরা আবার তথাকথিত ডিজিটালের মশাল হাতে নয় মুখে নিয়ে চলতেছেন। যেখানে যাচ্ছেন সেখানে মুখ থেকে ডিজিটালের মশাল থেকে একটু ডিজিটালের গল্প বলতেছেন ।
আবার তারা বলে বিশ্ব এগিয়ে যাচ্ছে, সাথে সাথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। যেখানে এমপিরা কম্পিউটার চালাতে পারে না সেখানে এগিয়ে যাওয়ার কি দেখলেন এই বেকুবরা? কম্পিউটারের যুগে সংসদের এমপিরা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে দেশের জনগণের টাকা খরচ করে যা সম্পূর্ণ অন্যায়। ডিজিটালের দোহাই দিয়ে জাতির সাথে বেইমানি করা হচ্ছে আওয়ামী সরকারের চরিত্র। তা না হলে ডিজিটাল সরকারের এমপিরা কম্পিউটার শিখতে হবে কেন? কম্পিউটার চালাতে পারে না এরকম লোককে সংসদে রাখা হলো কেন? জাতিকে যদি তার ভোটের অধিকার প্রয়োগ করতে দেওয়া হত তাহলে এই সংসদ সদস্যরা সংসদ ভবন স্বপ্নেও দেখার চেষ্টা করত না।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাহাহা ।পুরাই ডিজিটাল এমপি।!তবে তাদের জন্য বয়ষ্ক কম্পিউটার শিক্ষা কেন্দ্র চালু করা যেতে পারে। ধন্যবাদ ভাইয়া ।
যা আছে কপালে আইজ এক স্বঘোষিত চোরের মন্তব্য চুরি করলাম...
শিখুক, সমস্যা কিসের?
মন্তব্য করতে লগইন করুন