এ যেন সতীনের ঘর !
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ জুন, ২০১৪, ০৬:২৭:৪৭ সন্ধ্যা
সীমার বাহিরে চলে গেছে ফুটবল নিয়ে উন্মাদনা। গত কাল একজনে দেখলাম ব্রাজিলের পতাকা দিয়ে টয়লেট বানিয়েছে আরেকজন আর্জেন্টিনার পতাকা দিয়ে পা মুছতেছে এগুলো কি ?আরেকজনে দেখলাম বাংলাদেশের পতাকা রেখে তার ফুটবল প্রিয় দেশের পতাকাকে মাথায় লাগিয়েছে। এই কর্মকান্ড আসলেই পাগলামি ছাড়া কিছু না।
আপনার অধিকার নেই বিজাতীয় পতাকাকে অপমান করার আবার নিজ দেশের পতাকার চেয়ে ভালবাসতে ও পারেন না আরেক দেশের পতাকাকে।
ফুটবল খেলা অনেক প্রিয় তার মানে এই নয় যে এটা নিয়ে অতিরিক্ত কিছু করবেন। মেসি ,রোনালদো ,নেইমার হচ্ছে বিশ্বমানের খেলোয়ার তাদের বাংলা ভাষায় গালাগালি করা হচ্ছে কিন্তু কেন ?তাদের মধ্যে কারো খেলা ভালো লাগে না ঠিক আছে দেখবেন না কিন্তু আপনি তাদের কে নিয়ে কটুক্তি করবেন কেন ? এ যেন সতীনের ঘর !
আমি গত ৮ বছরে একটি ফুটবল খেলা এখিনি কিন্তু ফুটবল খেলা ভালো লাগে এই খেলা বিশ্বের এক নাম্বার জনপ্রিয় খেলা।
খেলা দেখতে হবে ,সমর্থন করতে হবে তেমনটা কিন্তু নয় তারপরও কেন এত পাগলামি ?তাহলে কি এসব আমরা যে হিংসুক তার উদাহরণ ??
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিরোনাম দেখে একটু চমকে গেছি । দেখি খেলা সংক্রান্ত আবার সতিন !
উনারা প্রতিবার ওয়ার্ল্ড কাপের সময় ক্লাস বর্জন করেন এবং পরীক্ষা পেছান যেটা খোদ ওয়ার্ল্ড কাপ আয়োজকের দেশেও হয় না ।
এবার কি এর ব্যাতায় ঘটবে ?
০ জানেন কি, ১৯৯০ এ এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন একটা নিন্দা প্রস্তাব সংসদে তোলা হয়েছিল ? তাহলো -
এডগার্ডো কোডেসাল যে কিনা বিতর্কিত পেনাল্টি দিয়েছিল জার্মানীর পক্ষে ফাইনালে , তার বিরুদ্ধে এনেছিল সেই নিন্দা প্রস্তাব ।
এখন এটা শুনলে হাসি পেলেও সে সময়ে কিন্তু বাংলাদেশের মানুষও মহা ক্ষ্যাপ্পা ছিল এই কোডেসালের বিপক্ষে কারণ, এই কোডেসালই কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে ইংল্যান্ডকে দুই দুইটি বিতর্কিত পেনাল্টি উপ হারদেন । ফলে তখনকার তুমুল জনপ্রিয় দল ক্যামেরুনের যাত্রা সেখানেই থেমে যায় ।
০ আরেকটি ঘটনা ১৯৯৪ এর সময়ের । ম্যারাডোনাকে যখন মাদক সেবনের জন্য বিশ্বকাপ থেকে বহিঃষ্কার করা হল তার রেশ বাংলাদেশেই পড়লো বেশী । তারা ফিফার বিরুদ্ধে এজন্য বেশ ক্ষেপে গিয়েছিল । বলছিলো যে এসব আমেরিকা ও হ্যাভেলান্জের ( সে সময়ে ফিফার সভাপতি) কূটচাল ।
বিএনপির মেজর (অবঃ) হাফিজ ছিলেন সে সময়ের ক্রীড়া মন্ত্রী । কোন এক সভায় তিনি ফিফাতে গেলে সেখানকরা লোকজন বলেছিল ,'' তোমাদের এসব করার মানে নি ? খোদ আর্জেন্টিনার জনগনই তো ম্যারাডোনার এহেন কার্যকলাপে লজ্জিত ''
অতিরিক্ত কিছুই ভাল না। আমাদের দেশে এটাই হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন