প্রধানমন্ত্রীর সাথে আমি ও বলছি আদালতের পরোয়া করি না
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ জুন, ২০১৪, ০৬:৩৪:৪৭ সন্ধ্যা
প্রধানমন্ত্রী বৈধ কিনা অবৈধ সেটা আলাদা রেখে গতকালের শেখ হাসিনার একটা বক্তব্যের সাথে আমি একমত। গতকাল শনিবার বিকেলে গণভবনে জাপান সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘র্যাবের তিন কর্মকর্তাকে আদালত গ্রেপ্তারের নির্দেশ কেন দিল, এটা আমার বোধগম্য নয়।’তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কী, আমি কি ভয় পাই? এগুলো কি আদালত অবমাননা হবে, এটা কোনো বিষয় নয়, আমি পরোয়া করি না।
প্রধানমন্ত্রী আপনি যে ক্ষমতার আচলে এসে সূর্যের তাপ কেমন ভুলে গেছেন এটাই প্রমান করেছেন গতকাল। সূর্যের আলো ক্ষমতাহীনদের কি রকম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে সেটা আপনি দেখতে পাবেন না কারণ আপনি তো ক্ষমতার আচলের নিচে আছেন। আপনি যে আদালতের পরোয়া করেন না বলে আদালত অবমাননা মূলক বক্তব্য দিয়েছেন , সেই আদালতের প্রতি সম্মান দেখানো সত্তেও শুধু হক কথা বলার কারণে আদালত অবমাননামূলক মামলায় দিনের পর দিন জেলে আছেন বুদ্ধিজীবী দেশপ্রেমিক সম্পাদক কলম সৈনিক মাহমুদুর রহমান , আদালত অবমাননার মিথ্যে মামলায় আদলত পর্যন্ত যেতে হয়েছে দেশের অন্যতম আলেমে দীন মরহুম মুফতি আমিনিকে। আদালত অবমাননার মিথ্যে মামলায় শত শত রাজনৈতিক ব্যাক্তিকে চলা ফেরা করতে হচ্ছে। অনেক বুদ্ধিজীবী ,আইনজীবী, লেখক সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিদিন এই ততাকথিত আদালত অবমাননার মিথ্যে মামলা দেওয়া হচ্ছে।
আজ আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে সবার চুখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ক্ষমতার কাছে আদালত কিছু নয়। আজ আমাদের সাহস বেড়ে গেল তাই প্রধানমন্ত্রীর সাথে আমি ও বলছি আদালতের পরোয়া করি না।
বিষয়: বিবিধ
১৪০৭ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের দুঃখ তিনি তো আমাদেরই প্রধানমন্ত্রী, আমাদেরই অভিভাবক। তার সম্মান আমাদেরই সম্মান, আমাদের জন্যই, তার দুঃখ আমাদের জন্যই এবং আমাদের কেই ভোগ করতে হবে।
সুন্দর লিখেছেন।
স্বাধীন বিচার বিভাগে কর্মরত কোন বিচারলয় সম্পকে একটি দেশের প্রধানমন্ত্রী এমন কথা বলার ধৃষ্টতা রাখেনা। কিন্তু আজ আমাদের বিচারকরাও হাসিনার নির্দেশে কলম চালায় বলেই মেরুদন্ডঞীন এসব বিচারকদের এমন বলাটা তেমন প্রেস্টিজের ব্যাপার নয়। ধন্যবাদ।
আর অহংকার এর শির্ষে অবস্থানকারি শ্রিঘ্রই পতনের মুখোমুখি হয়।
দম্ভোক্তিতো তাদেরই মানায়। হায়রে মানুষ!!!
আদালত সাধারন মানুষের উপরই ছড়ি ঘোরাতে পারে । আদালতের সব বাহাদুরী সাধারণ মানুষের উপরে ।
আমিও একমত!!
মন্তব্য করতে লগইন করুন