চিন্তা করুন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ মে, ২০১৪, ০৬:৪৭:১৮ সন্ধ্যা
চিন্তা এমন একটা শব্দ যার সাথে জড়িয়ে আছে সমস্যার সমাধান আবার অতিরিক্ত চিন্তার কারণে মানসিক কিংবা শারীরিক সমস্যা ও সৃষ্টি হয় ।
আমরা যখন কোনো বিপদে পরি তখন আমাদের আপন জনের মধ্যে অনেকে বলেন চিন্তা করবা না সব ঠিক হয়ে যাবে। উনি এই কথা বলেছেন আমাকে চিন্তা মুক্ত রাখার জন্য। উনি মনে করেছেন আমি চিন্তা করলে হয়ত মানসিক কিংবা শারীরিক ভাবে দুর্বল হয়ে যেতে পারি। উনার এই কথায় আমি শান্তি পাই একজন আপনজন কাছে পেয়েছি বলে। কিন্তু কথা হলো সমস্যার সমাধান আমাকে করতে হবে সেটা কি করে ? আমি যদি চিন্তা না করি আমার সমস্যার সমাধান কি করে হবে ? চিন্তা ছাড়া আমার সমস্যার সমাধান হবার নয়। তবে সেই চিন্তা করতে হবে নিজের মনকে কন্ট্রোল করে মানসিকতাকে উদার করে।
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দ্বিতীয় জন : আর কইস না চিন্তায় চিন্তায়
প্রথম জন : তা এত চিন্তা করোস ক্যান
প্রথম জন : শুকায়ে যাচ্ছি বলে
কাজেই বেশী চিন্তা কৈরেন্না শুকায়ে চিন্তায় পড়বেন কিন্তু ।
আমার জন্য চিন্তা করায় ধন্যবাদ
@সুর্যের পাশে হারিকেন।
অনাকাঙ্খিতের মত বলে ফেললাম, ক্ষমা করবেন।
হ্যাঁ স্বীকার করি। কিন্তু ধরুন কারো খারাপ হওয়ার মূলে যদি হয় সাহস তখন আমি মনে করি তাকে তার সাহসটা রেখে বাকিটা ফেলেদিতে হবে। কারো সাহসটা একটা মৌলিক গুণ। ভালো হতে পারলে এই সাহসই তাকে প্রতিবাদী হতে সাহায্য করবে।
কি বলেন @সুর্যের পাশে হারিকেন ভাই।
চমৎকার একটি বিষয় ।তুলে ধরেছেন ভাইয়া ।
ধন্যবাদ। ভাল লাগল।
ধন্যবাদ পোষ্টের জন্য ।
মন্তব্য করতে লগইন করুন