আসন্ন ফুটবল বিশ্বকাপ ও ঘুম Tongue Tongue Thinking

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২১ মে, ২০১৪, ০৬:৩৩:২৬ সন্ধ্যা



আসন্ন ফুটবল বিশ্বকাপে আমি কোন দলের সমর্থক সেটা নিয়ে আমি নিজেও চিন্তিত কারণ গত ১০ বছর দেশ ভিত্তিক একটি ফুটবল ম্যাচ দেখিনি। আমার মনে পরে বিগত বিশ্বকাপের আগের বিশ্বকাপের সময় আর্জেন্টিনার সমর্থক ছিলাম। কারন ছিল অনেকের মুখে শুনেছি ম্যারাডোনা অনেক ভালো খেলে সে নাকি হাত দিয়েও গোল করেছে এবং মেসি অনেক ভালো খেলে কি ভালো খেলে সেটা আমি জানতামনা এখনো জানিনা। আর্জেন্টিনার একটি পতাকা বাড়ির সামনে লাগিয়েছিলাম কেন লাগিয়েছিলাম ঠিক মনে নেই তবে এটা মনে আছে আমার বাড়ির বন্ধু সাজু ব্রাজিলের পতাকা লাগিয়েছিল।

এখন আমি কি করতে পারি একটু বলে দেবেন আপনারা। আর্জেন্টিনা অনেক ভালো খেলে সেটা যেমন বলতে পারিনা ব্রাজিল ভালো খেলে তাও বলতে পারিনা। জাপান, জার্মানি ,স্পেইন ,নাইজেরিয়া ,আফ্রিকা ,পর্তুগাল ,সেনেগাল ,এরকম একটি টিম সমর্থন করলে কি ভালো হয় ? কিন্তু কেন সমর্থন করব ?সমর্থন কেন করব না ? সমর্থন কি করতেই হবে ?আর যদি সমর্থন করি আমি কি পাব ? আচ্ছা আমি যদি তাদের সমর্থন করি যেমনটা ক্রিকেটে আমার মাতৃভূমি বাংলাদেশকে সমর্থন করে যে তৃপ্তি পাই সেটা পাব ?

আরে দূর এটা তো মনের বিষয় খেলা তো খেলাই একটু হাসি একটু চিত্কার করে আওয়াজ দেওয়া। থাক এ নিয়ে বেশি কথা বলে লাভ কি ?এত বুদ্ধি বা কথা নিয়ে কি আর রাতে ঘুম হবে ? না আমি ঠিক মত ঘুমাতে চাই কারণ দিনে আমাকে কাজ করতে হয়। সুতরাং বিষয়টা এখানেই রেখে দিলাম।

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224276
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : ফ্রান্সের সমর্থ হয়ে যান।
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
171515
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মেসির মত কেউ কি আছে তাদের টিমে ? আপনি যখন বলছেন চিন্তা করে দেখা যাবে খেলা দেখে নয়Tongue Tongue
২১ মে ২০১৪ রাত ০৯:৫৪
171574
নোমান২৯ লিখেছেন : Ribery ,Benzema'r moto player ache ekhane .
২১ মে ২০১৪ রাত ১০:০২
171581
প্যারিস থেকে আমি লিখেছেন : শুধু যদি মেরাডোনার জন্য মানুষ আর্জেন্টিনাকে পছন্দ করে তবে জিনেদিন জিদানের জন্য কেন ফ্রান্সকে পছন্দ করবেনা।
২১ মে ২০১৪ রাত ১১:১৮
171609
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আচ্ছা করব আমি জিদানের দলের এখন থেকে
২৩ মে ২০১৪ সকাল ০৫:৫৮
172125
আমিন ইউসুফ লিখেছেন : ফ্রান্সের ভাত নাই। ইতালির সমর্থন করেন। সেমিফাইনাল নিশ্চিত।
224277
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
আমি মুসাফির লিখেছেন : আর্জেন্টিনা তো ভালই খেলে কিন্তু হেরে গেলে খারাপ লাগে। আসেন এখানেই।
সময় সুমচীটা কোথায় পাওয়া যাবে?
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
171520
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক আছে দেখা যাক কি হয় ,,সময় সূচী পেলে জানাবো
224285
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি বাংলাদেশের সমর্থক।
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
171541
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশ তো নেই সেখানে
224292
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
ভিশু লিখেছেন : ভাইয়া, আমাকে একটা দল ঠিক করে দিবেন, প্লিজ!
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
171543
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমারটা ঠিক হয়ে গেলে আপনাকে এক্কান দেব ,,আমি কিন্তু ইয়ের কথা বলছিলাম মানে ইয়ে ফুটবলের নয় Tongue Tongue Tongue
224295
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অবশ্যই ব্রাজিল Big Grin
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
171544
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ও চিন্তা করে দেখব ব্রাজিল কে সমর্থন করা যায় কি না
224302
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : দেকোদিনি কার্বার। কুন দল সাপুট করবি সিটাও আমগোরোক বলি দিতি হুবি। Bee Bee
২১ মে ২০১৪ রাত ০৮:০১
171546
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কি কমু ভাইজান বলের রং ও বদলায় প্রতি বিশ্ব কাপে নতুন রঙের বল তাই ভাবলাম একটু রং করতে হয় আমার সমর্থনের জায়গায়Tongue Tongue Tongue
224319
২১ মে ২০১৪ রাত ০৮:২০
২১ মে ২০১৪ রাত ০৯:৫৬
171576
নোমান২৯ লিখেছেন : ki dekhailen vaiya eta ? protikriye korte eto somoy laglo keno ?
২১ মে ২০১৪ রাত ১০:০০
171578
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই ভয় লাগতেছে এবার আমি বিশ্ব কাপ দেখব না
224351
২১ মে ২০১৪ রাত ০৯:১৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওই মিয়া আমি ব্রাজিল তুমিও ব্রাজিল করবা।
২১ মে ২০১৪ রাত ১০:০০
171579
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তোমার কথা ও মাথায় রাখব তবে খেলা কবে ?
২২ মে ২০১৪ রাত ১২:৪২
171635
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমি আর্জেন্টিনা করি শাহীন ভাই এটাও মাথায় রাখবেন।
২২ মে ২০১৪ রাত ০১:২৩
171646
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওকে ভাইজান
224362
২১ মে ২০১৪ রাত ০৯:৫৭
নোমান২৯ লিখেছেন : এই বিশ্বকাপের খেলা না দেখে স্কোরলাইনটা দেখলে ভাল হবে মনে হয় ।?! Give Up Give Up Give Up
২১ মে ২০১৪ রাত ১০:০১
171580
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া ,,যে কাপ নেবে সে আমার টিম
১০
224445
২২ মে ২০১৪ রাত ১২:৪০
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমি কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার :(
২২ মে ২০১৪ রাত ০১:২৩
171645
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কাউকে বল না চুপি চুপি বলতেছি আমি ও আর্জেন্টিনার সাপোর্টার Tongue Tongue
১১
224455
২২ মে ২০১৪ রাত ০১:২২
আফরা লিখেছেন : আমি এসবের মধ্যে নাই ।
২২ মে ২০১৪ রাত ০১:২৫
171647
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ও নেই তবে সবাই লিখতেছে তাই আমি ও লিখলাম। ধন্যবাদ বোনGood Luck Good Luck
২২ মে ২০১৪ দুপুর ০১:৫৬
171885
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : খেলা ধুলা ভালো। কিন্তু ক্লাশ সেভের পর থেকে আর ফুটবল খেলা হয়নি। কিক্রেট সুযোগ হলে এখনো খেলি। তবে টিভিতে বসে বসে খেলা দেখাতে আমার ‍খূব বিরাগ। আর এসব নিয়ে লেখালেখির প্রশ্নই আসে না।
১২
224624
২২ মে ২০১৪ দুপুর ০২:১৩
আবু বকর সিদ্দিক লিখেছেন : আমি ফাইনালে বিজয়ী দলের সাপোর্টার Happy
২২ মে ২০১৪ বিকাল ০৪:৩২
171948
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি কিন্তু আমার দলের হয়েগেলেন
১৩
224689
২২ মে ২০১৪ বিকাল ০৪:২৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গ্যাঞ্জাম খানের দলের সমর্থক হয়ে যান।
২২ মে ২০১৪ বিকাল ০৪:৩৩
171949
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেটা অনেক আগে থেকে ভাইজান
১৪
224937
২৩ মে ২০১৪ সকাল ০৬:০০
আমিন ইউসুফ লিখেছেন : যদি কাপটা চান তাহলে ব্রাজিল হয়ে যান। আর সেমিফাইনাল তক চাহিদা হলে ইতালি হইতে পারেন। ঐ আর্জেন্টিনা ফারজেন্তিনা কোন কাম দিবনা!
২৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
172294
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কথা মাথায় রাখলাম কোরন আমার ভাত চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File