প্রবাসীদের নিয়ে কুরুচিপূর্ণ সংলাপের সকল নাটকের তীব্র প্রতিবাদ জানিয়েছে আমিরাত অনলাইন অ্যাক্টিভিস্ট
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ মে, ২০১৪, ০৯:২৭:০৬ রাত
বাংলাদেশ সরকারকে আরো সচেতন হতে হবে সংস্কৃতি মন্ত্রনালয়কে সজাগ থাকতে হবে যাতে করে প্রবাসীদের কেউ কটাক্ষ না করে। বাংলাদেশ সরকারকে মাথায় রাখতে হবে এই মধ্যপ্রাচ্যের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশ এখনো সচল রয়েছে ।
সংযুক্ত আরব আমিরাতের শারজাতে অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুর রহমানের সঞ্চালনায় মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে নাটকে কটুক্তির প্রতিবাদে প্রতবাদসভা অনুষ্টিত হয়েছে।
অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার প্রবাসী আব্দুল্লাহ শাহীন (আব্দুল্লাহ আল শাহীন )তার বক্তব্যে বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন নাটকে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে কটূক্তি করা হয় যা একটি মানহানি কর কর্মকান্ড। এই হীন কর্মকান্ডের মাধ্যমে প্রবাসীদের সাথে তামাশা মেনে নেওয়া যাবে না। আমরা আমাদের রক্তের বিনিময়ে হালাল উপার্জন করি যা আমাদের কে অনেক তৃপ্তি দেয়। প্রবাসীদের সাথে এমন আচরণ মূলক নাটক বা ফিল্ম কি করে সরকার প্রচারের অনুমতি দেয় সেটা ও দেখার বিষয়। সৌদি আরবে ফকিরনির পোলা যায় বলে যে সংলাপ ব্যাবহার করা হয়েছে মাইক নাটকে আমরা সেই নাটকের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অভিনেতা মোশাররফ করিমসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানাচ্ছি। প্রায়শই টেলিভিশনে দেখা যায় মধ্যপ্রাচের পোশাক নিয়ে ফাজলামি করা হয় কাজ নিয়ে কটুক্তি করা হয় , ‘মাইক’, ‘নজরবিহীন নজির আলী’, ‘সিকান্দার বক্স’, ‘সিরিজ’সহ আরো অনেক নাটকে প্রবাসীদের নিয়ে কটুক্তি করা হয়েছেআমরা এসবের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশের ফিল্ম সেক্টরকে বিষয়টি দেখার অনুরুধ জানাচ্ছি।
উক্ত সভায় বক্তারা দেশের কাছ থেকে এরকম কুরুচিপূর্ণ ব্যাবহার আশা করনে না বলে তাদের বক্তব্যে বলেন। দেশের প্রতি প্রবাসীদের ভালবাসা অনেক ঊর্ধ্বে দাবি করে প্রবাসীরা দেশের কাছ থেকে ও ভালবাসা দাবি করেন।
উক্ত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন ,মোহাম্মদ ইমরান ,মুজিবুর রহমান ,আনোয়ার হোসেন ,মোহাম্মদ রহিম ,রিপন দাস প্রমুখ।
বিষয়: বিবিধ
১৫৬৫ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাদের তারা হেয় করে
প্রবাসীদের জন্য একটা ফেইসবুক পেজ আছে, এখানে জয়েন করুন; প্রতিবাদ জানান।
আপনি যাদের উপদেশ দিচ্ছেন এরা চরম সংকট তৈরী ছাড়া সমাধান করতে জানে না। বা জানলেও ভারতের বা প্রগতির জন্য তা করবে বলে মনে হয় না্
কারো কাছে হাত নো পাতি
মন্তব্য করতে লগইন করুন