গর্দভরা জানে না আমরা হালাল পথে রোজগার করতেছি এবং সম্যানের সাথে আছি

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৩ মে, ২০১৪, ০৮:৪০:৩৪ রাত



দেশের সংস্কৃতির অন্যতম সেক্টর ফিল্ম সেক্টর কিন্তু সেখান থেকে আমাদের হেয় করে নাটক তৈরী করা হচ্ছে হরহামেশা। দেশের বর্তমান সময়ের অনেক নাটকে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের শুধু কাজ নয় চরিত্র নিয়ে ও নাটক তৈরী করা হচ্ছে যা মানহানিকর কাজ।দেশের অনেক প্রচারিত মাইক নাটক যার মাধ্যমে হেয় করা হয়েছে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের।

কিন্তু এই সব গর্দভরা জানে না আমরা হালাল পথে রোজগার করতেছি এবং সম্যানের সাথে আছি। দুর্নীতিবাজ ,ভূমিদস্যু, চোর, ব্যাংক ডাকাত নয় প্রবাসীরা , গুম ,খুন , মানহানি,কারো টাকা ছিনতাই করে না প্রবাসীরা , কারো কাছে ভিক্ষা চাইনা।

মধ্যপ্রাচের প্রবাসীদের নিয়ে ফালতু নাটক তৈরী সরকারী ভাবে বন্ধ করতে হবে।এবং বাজারে বর্তমানে যেসকল নাটকে প্রবাসীদের হেয় করে করা হয়েছে সে সব নাটক বিক্রি করা বন্ধ করতে হবে।

প্রবাসীদের নিয়ে ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রতিটি নাটকের সংশ্লিস্ট অভিনেতা, নাট্যকার, প্রযোজক, পরিচালকের দৃস্টান্তমূলক শাস্তি চাই।

বিষয়: বিবিধ

১৬৭২ বার পঠিত, ৫০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221119
১৩ মে ২০১৪ রাত ০৮:৪৪
নীল জোছনা লিখেছেন : এটা খুবই পরিকল্পিত মনে হচ্ছে। ভারতের টাকা খেয়ে এসব করতে পারে।
১৩ মে ২০১৪ রাত ০৯:১৮
168639
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হতে ও পারে , তবে যে ভাবেই হোক সেটা হয়েছে যা কাম্য নয়। অনেক ধন্যবাদ
১৪ মে ২০১৪ রাত ০৩:২৮
168742
মাটিরলাঠি লিখেছেন : ভারতের টাকা খাক আর না খাক, ভারত কখনই বাংলাদেশকে সফল রাষ্ট্র হতে দিতে চায় না। পদে পদে তারা বাঁধা দিয়ে যাবে।
221131
১৩ মে ২০১৪ রাত ০৮:৫৬
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : কোন ক্ষমা নাই, বদমাইশটারে আইনের মাধ্যমে ফাঁসি দেয়া দরকার, ইন্ডিয়ার দালালি মানে ইন্ডিয়ার থেকে টাকা খেয়ে এই নাটক করছে কিনা, করতে গিয়ে বাংগালিদের ভাবমুর্তি নষ্ট করার মিশন নিচ্চে কিনা তাও খতিয়ে দেখা উচিত!
১৩ মে ২০১৪ রাত ০৯:১৯
168640
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটা আজ থেকে নয় ভাইজান অনেক বছর থেকে শুরু হয়েছে আমার মনে হয় নাটকের জনপ্রিয়তা বাড়ানোর জন্য ওরা এই কাজ করেছে যা মানহানি কর কাজ
221132
১৩ মে ২০১৪ রাত ০৮:৫৭
নীল জোছনা লিখেছেন : এটা অন্যায় ও গর্হিত কাজ হয়েছে মোশাররফ করিমের। সে একজন প্রতিভাবান শিল্পী। তার এমন কাজ করা উচিত হয়নি।
১৩ মে ২০১৪ রাত ০৯:১৯
168641
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কারো কাছ থেকে অন্যায় চাইনা
221134
১৩ মে ২০১৪ রাত ০৯:১১
শিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ মে ২০১৪ রাত ০৯:১৯
168642
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যাবাদ
221138
১৩ মে ২০১৪ রাত ০৯:১৩
আজব মানুষ লিখেছেন : ওরা যত সহজে টাকা কামায়, অন্যদের বেলায়ও তেমনটি মনে করে তারা। তাই প্রবাসীদের ওরা সম্মান জানাতে পারেনি
১৩ মে ২০১৪ রাত ০৯:২০
168643
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেহ বিক্রি আর আমাদের শ্রম কখনো এক নয় তাই ওরা বুঝে না ,ধন্যবাদ নানা
221140
১৩ মে ২০১৪ রাত ০৯:১৬
শরীফ মিরাজ লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন ভাই মোশাররফ করিম তো অভিনয় করেছে। ওরা নিজেরাও জানেনা কোথায় কি বলতে হয়। পরিচঅলক যা বলে ওরা তাই করে। তাই ক্ষমা চাইলে পরিচালকের চাওয়া উচিত। মোশাররফ করিম তো একটা নাট্য কামলা। অন্য কিছু করার যোগ্যতা নাই তাই নাটকে খালি ব্যা ব্যা করে।
১৩ মে ২০১৪ রাত ০৯:২১
168644
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কথা যৌক্তিক তবে তার কথা এখানে মূলত বিষয় তুলে ধরার জন্য আনা হয়েছে কারণ নাটক অভিনেতাকে দিয়ে পরিচিতি পায়। অনেক ধন্যবাদ ভাইয়া
221145
১৩ মে ২০১৪ রাত ০৯:৪৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মোশাররফ করিম তো একজন অভিনেতা মাত্র। মূল দোষ তো স্ক্রিট রাইটার আর পরিচালকের। সো শাস্তি পাওয়া উচিত তাদের।
হুম প্রবাসীদের হেয় করে আরো অনেক নাটক আমি দেখেছি। যা মোটেও ঠিক নয়।
১৪ মে ২০১৪ রাত ১২:২৮
168708
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কথা যৌক্তিক তবে তার কথা এখানে মূলত বিষয় তুলে ধরার জন্য আনা হয়েছে কারণ নাটক অভিনেতাকে দিয়ে পরিচিতি পায়। অনেক ধন্যবাদ ভাইয়া
221150
১৩ মে ২০১৪ রাত ০৯:৫৯
ভিশু লিখেছেন : প্রবাসীদের নিয়ে ফালতু নাটক তৈরী অনুচিত! মানসিকতা পাল্টানো উচিত!
১৪ মে ২০১৪ রাত ১২:৩০
168709
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া
221152
১৩ মে ২০১৪ রাত ১০:০২
চিরবিদ্রোহী লিখেছেন : শুধু প্রবাসী কেন, কোন ব্যক্তির সামর্থ্য ও সংস্কৃতি নিয়ে হাসি-তামাশা করার এখতিয়ার কারো নেই। উপযুক্ত বিচার দাবি করছি।
১৪ মে ২০১৪ রাত ১২:৩১
168710
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে একমত ভাইয়া
১০
221162
১৩ মে ২০১৪ রাত ১০:২১
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : প্রবাসীদের পাঠানো টাকায় দেশ চলে। তাই প্রবাসীদের সম্মান করতে শেখা উচিত। নাটক করে টাকা কামানো আর বিদেশের মাটিতে গরমে ঘাম ঝড়িয়ে টাকা উপার্জন এক কথা নয়। বাংলাদেশের মিডিয়ার বেশীরভাগ মানুষই অকর্মা, কোথাও কোন কাজ না পেয়ে আসে নাটক, সিনেমা করতে। এদের না আছে দেশপ্রেম, না আছে ভদ্রতা, এরা খালি পারে অমুককে আজ বিয়ে করে কাল ডিভোর্স দিতে। এদের আয় যেমন হারাম, তেমনি যায়ও হারাম ভাবেই।
১৪ মে ২০১৪ রাত ১২:৩৪
168715
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার অন্তরিকতামূলক মন্তব্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
১১
221166
১৩ মে ২০১৪ রাত ১০:২৯
সবুজেরসিড়ি লিখেছেন : এটা একটা দুঃখজনক আমাদের সাংস্কৃতির মাধ্যমেই যদি আমদের সন্তান , ভাই , বাবা, চাচা, যারা প্রবাসী তাদেরকে আসম্মান করা হয় তা যেমন সাংস্কুতির জন্যও ভাল না আবার দেশের জন্যও ভাল না । মনে রাখতে হবে আমাদের দেশে অর্থনৈতিক চালিকা শক্তি বর্তমান প্রবাসীদের রেমিটেন্সের উপরে । আর আমরা চাই আমাদের জনশক্তি জনসম্পদে রুপান্তর হইক ... জনশক্তি প্রবাস যেতে যেন বিমুখ না হয় এটা সবার মাথায় রাখা খুবই প্রয়োজন . . .
১৪ মে ২০১৪ রাত ১২:৩৪
168714
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার অন্তরিকতামূলক মন্তব্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
১২
221168
১৩ মে ২০১৪ রাত ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রবাসিরা কষ্ট করে যে বৈদেশিক মুদ্রা আয় করে। এই তথাকথিত সংস্কৃতিবানরা শুটিং এর নামে থাইল্যান্ড বা অন্য কোথাও গিয়ে সেই টাকা নষ্ট করে। আমাদের দেশের অর্থনিতির মুল এই চালিকাশক্তিকে আমাদের উচ্চপদস্থ আমলারা যেমন সন্মান করতে যানেনা। তেমনই এই রাম ছাগলগুলিও না। এদেরকে বয়কট করা জরুরি।
১৪ মে ২০১৪ রাত ১২:৩৩
168713
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তেমনই এই রাম ছাগলগুলিও না। এদেরকে বয়কট করা জরুরি। সহমত
১৩
221189
১৩ মে ২০১৪ রাত ১১:০৯
ছিঁচকে চোর লিখেছেন : এরকম করা দুঃখজনক। তারা কত কষ্ট করে আমাদের দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে সুতরাং তাদের নিয়ে কিছু করার আগে বার বার ভাবা উচিত।
১৪ মে ২০১৪ রাত ১২:৩২
168712
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হক কথা বলেছেন ভাইয়া
১৪
221197
১৩ মে ২০১৪ রাত ১১:৩৬
প্যারিস থেকে আমি লিখেছেন : গর্দভরা জানেনা বলেই এরকম করে।
১৪ মে ২০১৪ রাত ১২:৩১
168711
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু গর্দভি করার একটা সীমা আছে ভাইয়া
১৫
221231
১৪ মে ২০১৪ রাত ০২:৪৮
সন্ধাতারা লিখেছেন : প্রবাসীদের নিয়ে নোংরামি অশোভন আচরণ বরদাশত করা হবে না, এসব হচ্ছে পরিকল্পিতভাবে। অবিলম্বে নাটকের পরিচালক, প্রযোজক ও নাট্যাঁভিনেতাসহ সকলের বিচার দাবী করছি। সেইসাথে অসুস্থ বিবেক সম্পন্ন মানুষগুলোর প্রতি নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।
১৪ মে ২০১৪ বিকাল ০৫:৫৯
168954
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্যে একজন প্রবাহ্সী হিসেবে খুশি হয়েছি
১৬
221242
১৪ মে ২০১৪ রাত ০৩:৩২
প্রবাসী মজুমদার লিখেছেন : এটা অন্যায় ও গর্হিত কাজ হয়েছে মোশাররফ করিমের। সে একজন প্রতিভাবান শিল্পী। তার এমন কাজ করা উচিত হয়নি। অন্তত মোশাররফ করিম থেকে তা আশা করিনা। কাউকে কটাক্ষ করে তৈরী করা নাটকে মোশাররফ করিম অভিনয় না করলে কি হয়?
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০০
168955
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মোশারফ করিম কেন কারো কাছ থেকে এমন আচরণ আশা করি না আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
১৭
221260
১৪ মে ২০১৪ সকাল ০৫:১৮
আবু বকর সিদ্দিক লিখেছেন : অবশ্যই শাস্তি চাই। এমন আচরন অসহনীয়।
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০০
168956
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমেতের জন্য আন্তরিক ধন্যবাদ
১৮
221276
১৪ মে ২০১৪ সকাল ০৭:৪৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : পরিচালক যা বলবেন তাই ভ্যা ভ্যা করে বলতে হবে কেন? একজন প্রতিভাবান মানুষইতো শিল্পী হয়। তিনি নাটকের স্ক্রিপ্ট অবশ্যই পড়বেন এবং সেখানে কোন অসামঞ্জস্য থাকলে তা পরিহার করার জন্য পরিচালকের সাথে পরামর্শ করবেন। তা না হলে ধরে নিতে হবে সংশ্লিষ্ট বিষয়ে তিনিও একমত এবং দায়ী। পরিচালক তো দায়ী আছেনই। ধন্যবাদ।
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০১
168957
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার যৌক্তিক মন্তব্যে অনেকের প্রশ্নের উত্তর বেড়িয়ে গেল ,ধন্যবাদ ভাইয়া
১৯
221367
১৪ মে ২০১৪ দুপুর ০১:০৩
আমি মুসাফির লিখেছেন : নাটক বানাতে গিয়ে কর্মমুখী মানুষদেরকে নিয়ে কেন এই ব্যঙ্গ ?? সুন্দর পরিশিলিত নাটক বানলে তো সমাজ থেকে অনেক খারাপ অভ্যাস ও খারাপ সংস্কৃতি চর্চা কমে যেত।
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
168958
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুন্দর পরিশিলিত নাটক বানলে তো সমাজ থেকে অনেক খারাপ অভ্যাস ও খারাপ সংস্কৃতি চর্চা কমে যেত।
বাহ সুন্দর বলেছেন ধন্যবাদ
২০
221389
১৪ মে ২০১৪ দুপুর ০১:৪৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : কিছু বলার নেই
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
168959
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কষ্ট পেয়েছেন আমাদের মত নিশ্চয়
২১
221439
১৪ মে ২০১৪ বিকাল ০৪:২৫
টোকাই বাবু লিখেছেন : আমি গত কালকে banglanews24 এ একটি নিউজ দেখলাম। আসলে শুধু এই ক্ষেত্রেই নয়। আজ কালের নাটকে বাংলা ভাষাকেও বিকৃত করে ফেলা হচ্ছে।
সংস্কৃতি একটি জাতিকে ঐক্যবদ্ধ করে তার উন্নয়ন অগ্রগতিতে ভুমিকা রাখে। আর আমাদের সংস্কৃতি . . . . . . . . . . . . . . . . .
কি আর করার, দেশেরই যা অবস্থা।
তবে, ঐ নাটকটি প্রচার বন্ধ করার পাশাপাশি নাট্যকার, পরিচালকসহ সবাইকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এরা আর দরবেশের মতো কিছু করে না। শরীরের রক্ত পানি কইরা টাকা উপার্জন করে। আর দরবেশ সাহেব তো এক ধাক্কায়ই সব খাইয়া ফেলছে
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
168961
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার আবেগের সাথে আমি সম্পূর্ণ একমত
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
168981
টোকাই বাবু লিখেছেন : এগুলো তো সবটাই সত্য, আবেগের কিছু নাই। এটাই আজকের সমাজের চিত্র,
আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংগতিগুলো আর অন্যায় আচরণ আর কাজগুলোকে তুলে ধরার জন্য।
২২
221621
১৪ মে ২০১৪ রাত ১১:৫৩
আফরা লিখেছেন : নাটক তো দেখি নাই তাই কিছু বলতে পারব না ।
১৫ মে ২০১৪ রাত ১২:৩৭
169071
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নাটক আমি ও দেখি নাই যখন মিডিয়ায় বা লোক মখে শুনি তখন বাধ্য হয়ে বুঝার জন্য ফলো করতে হয়। দেখেন আর না দেখেন আমাদের কষ্টের স্তাহে একাত্ততা পূষণ করবেন আশা করছিলাম ,ওকে ধন্যবাদ
২৩
222226
১৬ মে ২০১৪ সকাল ০৯:১৭
হতভাগা লিখেছেন : বছর খানেক আগেই তো মিরাক্কেলে এক বাংলাদেশী বাংলাদেশকে পঁচিয়েছিলেন ।

মোশাররফদের মত বাংলাদেশীরা যতদিন বাংলাদেশে আছে ততদিন বাংলাদেশের উন্নতি হয়বে না ।

তবে , এটা তো মোশাররফ বলেছে স্ক্রীপ্ট পড়ে । যিনি ডায়লগ লিখেছেন উনি এটা মোশাররফকে দিয়ে বলিয়েছেন ।

মোশাররফরা টাকার গোলাম । টাকা দিলে সে নিজের বাবা মায়ের নামেও লেখা কূরুচিপূর্ণ ডায়লগ বলে যাবে ।

আমরা যেন ভুলে না যাই যে এরা পেশাদার অভিনেতা , টাকায় এখানে মুখ্য অন্য সবকিছুর চেয়ে ।
১৬ মে ২০১৪ রাত ০৯:২৯
169722
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কথা যৌক্তিক তবে তার কথা এখানে মূলত বিষয় তুলে ধরার জন্য আনা হয়েছে কারণ নাটক অভিনেতাকে দিয়ে পরিচিতি পায়। অনেক ধন্যবাদ ভাইয়া
২৪
223740
২০ মে ২০১৪ দুপুর ০২:০৬
মাহফুজ মুহন লিখেছেন : মধ্য প্রাচ্যের সম্মানিত ভাইয়েরা দেশের বৈদেশিক মুদ্রার অর্জিত টাকার অর্ধেকের চেয়েও বেশি সমৃদ্ধি করেন। কিন্তু বিমান বন্দর থেকে বিদেশের দুতাবাসের বারান্দা পর্যন্ত শুধু প্রতারিত হতে হয়। কিছু দিন থেকে দেখতেছি বিশেষ একটি চক্র প্রবাসীদের নিয়ে কুখ্যাত উক্তি দিয়ে ছবি , নাটক তৈরী করছে। সেটা শুধু নিন্দনীয় নয় , এইসব আইনত বন্ধ করতে হবে।
২০ মে ২০১৪ দুপুর ০৩:২২
171093
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ আন্তরিকতার জন্য কথা বলার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File