মক্কা মদিনার নামে এসব কি হচ্ছে ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১২ মে, ২০১৪, ০৭:০২:১৫ সন্ধ্যা
ফেসবুক ,মোবাইল ,উয়াটসআপ , সর্বত্রই আজ কয়েকদিন থেকে কয়েকটি বার্তা আসতে শুরু করেছে যা আমাকে অনেক বিব্রত করতেছে।
মক্কা কিংবা মদিনার ইমাম বা হাজীদের নাম ভাঙিয়ে ইসলামবিদ্ধেষীরা ফালতু কল্প কাহিনী বানাচ্ছে যা ইসলাম বিরোধী একটি অন্যতম চক্রান্ত। আর তা না বুঝে আমাদের মুসলামনদের মধ্যে কিছু ভাই বোন তা প্রচার করেই যাচ্ছেন। আমরা মুসলমান আমরা কেন হুজুকি হব ?আমরা কেন ফালতু বিষয় কে বিশ্বাস করে তা প্রচার করতে যাব ?
আগে ছোট্র বেলা দেখতাম অনেকে A 4 সাইজ কাগজে এরকম লিখে প্রচার করত এবং তা না করলে বিপদ আসবে বলে অন্যকে দিয়ে প্রচার করানো হত কিন্তু এখন ডিজিটালের মাধ্যমে হচ্ছে সহজে মানে ইন্টারনেটের সুবাদে বিনা পয়সায় বটম টিপে এসব করা হচ্ছে আসুন আমরা সবাই সচেতন হই এসব ফালতু বিষয় এড়িয়ে চলি।
এরকম একটা বার্তা আমার মোবাইলে দিয়েছেন একজন ভাই
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন