আজ নাকি মা দিবস ? Thinking Thinking

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ মে, ২০১৪, ১২:৪০:২৮ রাত



আমার মা প্রতিদিন আমার অন্তরের একটি ভাগে স্থান করে বসে আছেন। মহান আল্লাহের পর রাসুলের জন্য আমার ভালবাসা তারপর যিনি তিনি আমার মা !সেই মাকে ভালবাসতে দিবসের প্রয়োজন নেই মা আমার মা দিবস টিবস বুঝিনা।

মায়ের হক আদায় করার তৌফিক কামনা করি মহান আল্লাহর দরবারে সবসময়।যে মা আমাকে কোনো দিবস দেখে নয় প্রায় ১০ মাস ১০ দিন গর্বে দারণ করে আল্লাহর ইশারায় প্রসব করলেন সেই মায়ের জন্য দিবসের কি প্রয়জন ?

বেকুবের লাগাম নাই এটাই একটা প্রমান তোমরা বেকুব যারা পালন কর মা দিবস।

হে আল্লাহ কোনো দিবস নয় আমার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমার মায়ের হক আদায় করার তৌফিক দান করুন ,,আমিন

বিষয়: বিবিধ

৪২৪১ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220045
১১ মে ২০১৪ রাত ১২:৫৭
সবুজেরসিড়ি লিখেছেন : প্রতিদিনই তো মায়ের জন্য তাকে ভালবাসার জন্য আবার স্পেশাল দিন দরকার হয় নাকি . . .
১১ মে ২০১৪ রাত ০১:০৬
167718
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া
220046
১১ মে ২০১৪ রাত ০১:১০
আবু জারীর লিখেছেন : বছরের ৩৬৫ দিনই আমাদের মা'দিবস।
১১ মে ২০১৪ রাত ০১:১৮
167723
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আজ, ১১ই মে নাকি কোরাণ দিবস? ঠিক কিনা??
১১ মে ২০১৪ রাত ০১:২২
167724
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইজান বছরের ৩৬৫ দিনই আমাদের মা'দিবস।
220047
১১ মে ২০১৪ রাত ০১:২০
সালমা লিখেছেন : প্রভাসে মাকে খুব মিস করি!,,, এসব দিবস হোল যাদের কোন পরিবার ও পারিবারিক জিবন নাই,তাদের দরকার এসব দিবসের। আপনাকে ধন্যবাদ
১১ মে ২০১৪ রাত ০১:২৩
167725
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ও প্রবাসে আমার মা কে অনেক মিস করি আমার মায়ের জন্য ভালবাসা আমার প্রতিটি মুহুর্তে ,,আপনাকে ও অনেক ধন্যবাদ।
220053
১১ মে ২০১৪ রাত ০২:২৪
পাহারা লিখেছেন : যারা মা দিবস পালন করে আসলে তাদের মায়ের জন্য কুনো ভালবাসা নেই।বছরে এক দিনই মায়ের জন্য তাদের বিবেক জাগ্রত হয়। আমাদের ৩৬৫ দিনই মায়ের জন্য।
﴿وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا﴾
২৪) আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলেঃ হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন৷
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
167969
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ,,Good Luck Good Luck Good Luck Good Luck
220058
১১ মে ২০১৪ রাত ০৪:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আমার মায়ের জন্য বছরের সব গুলো দিন বরাদ্ধ করে রাখা।
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
167968
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমত ধন্যবাদ ভাইয়া
220066
১১ মে ২০১৪ সকাল ০৬:২২
শিকারিমন লিখেছেন : মরণ অবধি মায়ের জন্য সব কটি দিন।
ধন্যবাদ আপনার সুন্দর একটি লিখার জন্য।
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
167966
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া
220071
১১ মে ২০১৪ সকাল ০৭:১০
শেখের পোলা লিখেছেন : আমিন!
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
167965
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া
220111
১১ মে ২০১৪ সকাল ১০:২৪
মুক্ত কন্ঠ লিখেছেন : হক্ব কথা। আপনার সাথে আমি একজোট!
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
167964
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া Good Luck
220190
১১ মে ২০১৪ দুপুর ০১:৫০
আফরা লিখেছেন : হে আল্লাহ কোনো দিবস নয় আমার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমার মায়ের হক আদায় করার তৌফিক দান করুন ,,আমিন
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
167963
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ,আমিন
১০
220270
১১ মে ২০১৪ বিকাল ০৫:০৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার মনের কথাগুলোই আমার লেখাটিতে ফুটে উঠেছে ।
Good Luckআমি মা দিবস মানিনা, মানিনা, মানিনা....
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
167962
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া
১১
220290
১১ মে ২০১৪ বিকাল ০৫:৪৮
আমি মুসাফির লিখেছেন : কয়েকমাস আগে মা মারা গিয়াছে পতি দিন প্রতি ক্ষন মায়ের কথা মনে হয় ্তেদিন ভুলে গিয়ে একদিন কি মা দিবস পালন করা সুখ বয়ে আনে???
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
167961
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : না ,আমাদের মায়ের জন্য ভালবাসা প্রত্তিক্ষণ ,ধন্যবাদ ভাইয়া
১২
221195
১৩ মে ২০১৪ রাত ১১:৩২
শাহ আলম বাদশা লিখেছেন : নতুন চিন্তার খোরাক যোগানোর জন্য শুভেচ্ছা।
১৪ মে ২০১৪ রাত ১২:২৮
168707
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File