সবাই বলে তুই
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ মে, ২০১৪, ০৭:৩২:০৩ সন্ধ্যা
ছবিতে শামিম ওসমানের সাথে নুর হোসেন
কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেন কে গ্রেপ্তারের জন্য সবাই বলতেছেন। টেলিভিশনের টকশোতে , পত্রিকার কলামে, রাজনীতিবিদ ,পেশাজীবীসহ সর্ব স্থলের জনগণ নুর হোসেন কে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছেন । সাথে সাথে বলতেছেন আওয়ামীলীগ নেতা নূর হোসেন নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের গডফাদার আওয়ামীলীগের নেতা এমপি শামিম ওসমানের লোক ,এমন কি শামীমের কথায় কাজ করেন নুর হোসেন এমনটা ও বলা হচ্ছে। কিন্তু শামীমকে গ্রেপ্তার করার জন্য কেউ বলে না।
শামিম নিজেই বলেছেন সে নাকি জানে কে এই হত্যা করেছে তার কাছে সব ডকুমেন্ট আছে হত্যাকারীদের। শামিম ওসমান বিভিন্ন গণমাধ্যমে ও কথা বলতেছেন ,প্রকাশ্যে চলা ফেরা করতেছেন ,এমনকি অনেককে হুমকি দিচ্ছেন ,কাউকে ভয় পান না বলে হুঙ্কার দিচ্ছেন। কিন্তু প্রশাসন তাকে গ্রেপ্তার করে প্রকৃত খুনের বের করার কোনো প্রয়াস চালাচ্ছে না। সবাই বলে তুই সব করেছিস কিন্তু তুই টাকে গ্রেপ্তার করা হয় না। ভয় আছে বলে দেশকে খুনিদের হাতে ছেড়ে দেওয়া হবে ?
সিদ্ধিরগঞ্জে নজরুলের স্মরণসভায় শামীম ওসমান বলেন, নূর হোসেনসহ যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁরাই এ ঘটনার জন্য দায়ী -শামিম ওসমান
‘নজরুলের পরিবার অভিযোগ দেওয়ার পরেই আমি তাকে রাইফেল ক্লাবে ডেকে এনেছিলাম। কিন্তু সে নজরুলকে অপহরণের অভিযোগ অস্বীকার করে।’-শামিম ওসমান
এই দুটি বক্তব্য কি প্রমান করে তা প্রশাসনের চিন্তা করা প্রয়োজন।
শামিম নিজেই বলেছেন সে নাকি জানে কে এই হত্যা করেছে তার কাছে সব ডকুমেন্ট আছে হত্যাকারীদের। শামিম ওসমান বিভিন্ন গণমাধ্যমে ও কথা বলতেছেন । প্রকাশ্যে চলা ফেরা করতেছেন ,এমনকি অনেককে হুমকি দিচ্ছেন কাউকে ভয় পান না বলে হুঙ্কার দিচ্ছেন। কিন্তু প্রশাসন তাকে গ্রেপ্তার করে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করার কোনো প্রয়াস চালাচ্ছে না। সবাই বলে শামিম তুই সব করেছিস কিন্তু তুই টাকে গ্রেপ্তার করা হয় না। ভয় আছে বলে দেশকে খুনিদের হাতে ছেড়ে দেওয়া হবে ?
ছবিতে নুর হোসেন
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ প্রথম আলোসহ বেশ কয়েকটি পত্রিকায় রিপোর্ট এসছে।
লাভ কি . . . . ? হয়তবা আবার কোনো নিরাপরাধ কাউকে ঝুলিয়ে দেয়া হবে। তবে, আপাত দৃশ্যে মনে হয় সবশেষ নুর হোসেনই হবে সেই বলির পাঠা (যদিও বা সে দূষী বলা হচ্ছে)। কিন্তু বাকীরা (যারা নাটের গুরু) তারা বরাবরের মতো এবারও হয়ত ধরাছোয়ার বাইরেই থেকে যাবে।
এগুলোই আমাদের দেশের ইতিহাস . . .
তবুও প্রত্যাশায় থাকবো সঠিক বিচারের
মন্তব্য করতে লগইন করুন