সবাই নিখোঁজ হচ্ছে আমি কেন হচ্ছি না ??
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ মে, ২০১৪, ০৬:৩২:৩৪ সন্ধ্যা
দেশের মধ্যে এখন নিখোঁজ হওয়া একটা কমন বিষয়। মিডিয়ায় চোখ রাখলেই নিখোঁজের সংবাদ দেখা যাবে। প্রতিদিন অন্তত ৩ জন মানুষ নিখোঁজ হচ্ছেন তাছাড়া কখনো ৭ জন কখনো ৫ জন।
এ যেন এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আদম জাতকে নিখোঁজ করার ,আর সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের আওয়ামী রাজনীতির সাথে জড়িত সন্ত্রাসের গড ফাদাররা।
দেশে যখন নিখোঁজ করার প্রতিযোগিতা চলতেছে তখন দেশের সরাষ্ট প্রতিমন্ত্রী বলেন কেউ নিখোঁজ হয়নি , খুন হয়নি। তার বক্তব্য শুনে চিন্তা করি আমি কেন নিখোঁজ হই না ?কেন সরাষ্ট প্রতিমন্ত্রী নিখোঁজ হন না ?
যদি আমি নিখোঁজ হই তাহলে অন্তত আমার নিখোঁজের খবর শুনে মন্ত্রী বলবে দেশে নিখোঁজ হয় আর যদি তিনি নিজে নিখোঁজ হন বুঝতে পারবেন দেশে কি করে নিখোঁজের প্রতিযোগিতা চলতেছে।
বিষয়: বিবিধ
১৭৯১ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাগছে (পলাতক)
আপনি নিখোঁজ হলে যে মিডিয়াতে আপনার ঘুমের খবর আসবে তা্ও ভাবলেন কি করে। ও হ্যা আপনি যদি লীগ করে থাকেন তাহলে হয়তো মিডিয়ায় খবর আসতে পারে। আর বিরোধীমত হলে আসা ছেরেদেন,আপনার ঘুমের খবর কেউ জানবে না্ । মিডিযাতো দূরের কথা।
এখন সবাই মিলে একটা গুমের নাটক করতে হবে। জয়কে গুম করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে।
আপনি দেশের বাইরে থেকে গুম হতে চাইছেন ? দেশের এই অসহায় মানুষদের নিয়ে দেশের বাইরে থেকে মজা নিতে খুব পছন্দই করেন মনে হল ।
যদি আমি নিখোঁজ হই তাহলে অন্তত আমার নিখোঁজের খবর শুনে মন্ত্রী বলবে দেশে নিখোঁজ হয় আর যদি তিনি নিজে নিখোঁজ হন বুঝতে পারবেন দেশে কি করে নিখোঁজের প্রতিযোগিতা চলতেছে।
০ শত শত মানুষ নিখোঁজ হয় আর মন্ত্রী বলেন নিখোজ হয় না ।
আপনি নিখোঁজ হলেই যে মন্ত্রী বলবেন নিখোঁজ হয় তার গ্যারান্টি কিভাবে পেলেন ? শত শত মানুষের চেয়েও কি আপনি ব্যতিক্রম ? সাধারনের বাইরে কি আপনি একজন অসাধারন কেউ যার নিখোজ হওয়া সরকারের কাছে নিখোজ বলে গন্য হবে ?
মন্তব্য করতে লগইন করুন