লাশ আর লাশ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ মে, ২০১৪, ০৫:৩৫:০৮ বিকাল
লাশ আর লাশ ,
নদীতে লাশ ভাসে।
পুকুরে লাশ ভাসে।
বনের মধ্যে লাশ থাকে।
রাজপথে লাশেরা মিছিল করে।
লাশ আর লাশ ,
নিজ ঘরে লাশ হয়ে পরে থাকে ঘরের মালিক।
লাশের মিছিলে প্রথম সারিতে শ্রমিক।
লাশ হচ্ছে ইসলামের সৈনিক।
লাশের মিছিলে যোগ করা হচ্ছে দেশ দেশ প্রেমিক।
লাশ আর লাশ
আইনজীবী ,ব্যাবসায়ী ,চাকরিজীবি সবাইকে রাখা হচ্ছে লাশের লাইনে।
রাজনীতিবিদকে রাখা হচ্ছে অগ্রাধিকার দিয়ে।
সব প্রচেষ্টা লাশের রাজ্য কায়েম করতে।
বিষয়: বিবিধ
১৪২৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব শীঘ্রই ইনার সাথে যোগাযোগ করুন । উনি মঙ্গল গ্রহে বসবাসের অনুমতি পেয়েছেন ।
আর আপনারা এসব ছবি কেন দিচ্ছেন.....
নদীতে লাশ পুকুরে লাশ
দেখতে যদি চাও
ডাইনি বুড়ি হাসু বুবুর
বাংলাদেশে যাও।
মিথ্যা আর অসত্য বলা যাদের নীতি
ইতিহাসের সত্য কথনে যারা সন্ত্রস্থ
তাদের দিকে লাশের মিছিল যাবে
প্রত্যাশা নয় -বরং তা হবে বাস্তবতা
মন্তব্য করতে লগইন করুন