লাশ আর লাশ Sad Sad

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ মে, ২০১৪, ০৫:৩৫:০৮ বিকাল



লাশ আর লাশ ,

নদীতে লাশ ভাসে।

পুকুরে লাশ ভাসে।

বনের মধ্যে লাশ থাকে।

রাজপথে লাশেরা মিছিল করে।

লাশ আর লাশ ,

নিজ ঘরে লাশ হয়ে পরে থাকে ঘরের মালিক।

লাশের মিছিলে প্রথম সারিতে শ্রমিক।

লাশ হচ্ছে ইসলামের সৈনিক।

লাশের মিছিলে যোগ করা হচ্ছে দেশ দেশ প্রেমিক।

লাশ আর লাশ

আইনজীবী ,ব্যাবসায়ী ,চাকরিজীবি সবাইকে রাখা হচ্ছে লাশের লাইনে।

রাজনীতিবিদকে রাখা হচ্ছে অগ্রাধিকার দিয়ে।

সব প্রচেষ্টা লাশের রাজ্য কায়েম করতে।

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216072
০১ মে ২০১৪ বিকাল ০৫:৪৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : দেশের এই অবস্থা দেখলে হারিয়ে যেতে ইচ্ছে করে মঙ্গলগ্রহে Sad
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
164283
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি মুসাফির লিখেছেন : এসব দেখে সবাই কি ভাবছে জানিনা আমার মনে হচ্ছে সবাই মিলে এই সরকারকে গদিচ্রূত করতে।
০২ মে ২০১৪ দুপুর ০৩:৪৮
164653
হতভাগা লিখেছেন :


খুব শীঘ্রই ইনার সাথে যোগাযোগ করুন । উনি মঙ্গল গ্রহে বসবাসের অনুমতি পেয়েছেন ।
216084
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
আমি মুসাফির লিখেছেন : এসব দেখে সবাই কি ভাবছে জানিনা আমার মনে হচ্ছে সবাই মিলে এই সরকারকে গদিচ্রূত করতে।
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
164284
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একমত ভাইয়া তবে কে সেটা করবে ?
216087
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
সালমা লিখেছেন : গুম-অপহরণ বাড়েনি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী,
আর আপনারা এসব ছবি কেন দিচ্ছেন.....
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
164286
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শামীমের এলাকা বলে কথা তাই একটু মিথ্যে বলেছে এই আর কি
216098
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন :
নদীতে লাশ পুকুরে লাশ
দেখতে যদি চাও
ডাইনি বুড়ি হাসু বুবুর
বাংলাদেশে যাও।
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
164289
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেটাই দেখতেছি আমরা তবে এ থেকে মুক্তি চাই
216106
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
শেখের পোলা লিখেছেন : নমরূদ বলেছিল ইচ্ছে হলে কাউকে বাঁচিয়ে রাখি আর ইচ্ছে হলেই মারি৷ আমরা এখন সেই দেশে এসে পড়েছি৷
০১ মে ২০১৪ রাত ০৮:০২
164337
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নমরুদের যেমন রক্ষা হয় নাই নব্য নমরুদের ও হবে না ইনশা আল্লাহ
216115
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
ফেরারী মন লিখেছেন : কষ্ট লাগেরে ভাই । ইচ্ছে এই দেশ ছেড়ে কানাডা চলে যাই। Sad Sad
০১ মে ২০১৪ রাত ০৮:০৩
164338
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু সবাই চলে গেলে দেশটাকে রক্ষা করবে কে ?
216123
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
নোমান২৯ লিখেছেন : লাশময় বাংলাদেশ ।
০১ মে ২০১৪ রাত ০৮:০৩
164339
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা এটা চাই না
০২ মে ২০১৪ সকাল ১১:০৩
164542
নোমান২৯ লিখেছেন : এটা কারোরই কাম্য নয় একমাত্র হাসিনা অ্যান্ড হার গং ছাড়া ।
216135
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
ইবনে আহমাদ লিখেছেন : লাশ আর লাশ নিয়ে যাদের রাজনীতি
মিথ্যা আর অসত্য বলা যাদের নীতি
ইতিহাসের সত্য কথনে যারা সন্ত্রস্থ
তাদের দিকে লাশের মিছিল যাবে
প্রত্যাশা নয় -বরং তা হবে বাস্তবতা
০১ মে ২০১৪ রাত ০৮:০৪
164340
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আর সেই বাস্তবতার সামনে দাড়িয়ে আমরা আজ সবাই হা করে শুধু থাকিয়ে আছি ভাইয়া
216149
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের জন্য দোয়া করবেন। কখন যে লাশ হয়ে যেতে পারি নিজেও বুঝবনা।
০১ মে ২০১৪ রাত ০৮:০৪
164341
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবার জন্য দোয়া ,,আমাদের দেশটা কি তাহেল সত্যি সত্যি লাশের দেশে পরিনিত হলো ?
১০
216206
০১ মে ২০১৪ রাত ০৯:৪৩
সবুজেরসিড়ি লিখেছেন : হাসিনা একটা গজব বাংলার মানুষের পাপ বেশী হয়ে গেছে তাই আল্লাহ হাসিনার মত জালিম কে দিয়ে আমাদের শাস্তি দিচ্ছে . . .
০১ মে ২০১৪ রাত ১০:৩৩
164390
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাই ,,আল্লাহ আমাদের এই গজব থেকে রক্ষা করবেন ইনশা আল্লাহ
১১
216216
০১ মে ২০১৪ রাত ০৯:৫৮
ইমরান ভাই লিখেছেন : আল হারাজ আল হারাজ আল হারাজ
০১ মে ২০১৪ রাত ১০:৩৪
164391
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি শুধুই হত্যা
১২
216226
০১ মে ২০১৪ রাত ১০:০৯
আফরা লিখেছেন : এসব দেখতে আর শুনতে একটুও ভাল লাগে না ।ধন্যবাদ ভাইয়া।
০১ মে ২০১৪ রাত ১০:৩৬
164392
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা সবাই চোখ বন্ধ করলে মজলুমের পক্ষে বলবে কে ?মজলুমের পক্ষে থাকতে ইসলাম বলেছে
১৩
216288
০১ মে ২০১৪ রাত ১১:১০
বৃত্তের বাইরে লিখেছেন : লাশগুলো সরকারের পক্ষ থেকে মে দিবসের বিশেষ উপহার। দেশের মানুষ কি প্রতিবাদ করতে ভুলে গেছে! এত লাশ, প্রতিদিন গুম, অপহরণ অথচ কোন আন্দোলন নেই,প্রতিবাদ নেই।
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
164738
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যে করিবে প্রতিবাদ সে হইবে লাশ
১৪
216591
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
164776
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মুক্তি চাই ,সাধারণ মৃত্যুর গ্যারান্টি চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File