আজ আমাদের দিন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ মে, ২০১৪, ১২:০৬:৩৪ রাত
আজ আমাদের দিন যে দিনে বিশ্ব ব্যাপী আমাদের কে নিয়ে আলোচনা করা হয় বাকি দিনে আমাদের কথা মনেই থাকে না।
আজ মহান মে দিবস। আজকের দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ঐতিহাসিক দিন। মহান মে দিবস কে যদি ও বলা হয় শ্রমিকের অধিকার পাওয়ার দিন বাস্থবে তা নয় কুরআন পাকে আল্লাহ তায়ালা শ্রম সম্পর্কে বলেছেন ,,উন্নয়নের জন্য শ্রমের বিকল্প নেই। তাই শুধু ইবাদত-বন্দেগী নিয়ে মশগূল না থেকে ছালাত শেষে জীবিকার্জনের জন্য পৃথিবীতে বের হয়ে পড়ার কথা আল্লাহ বলেছেন (জুম‘আহ ৬২/১০)।
হাদিসে আছে ‘কারও জন্য নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার্য বা খাদ্য আর নেই। আল্লাহর নবী দাঊদ (আঃ) নিজ হাতের কামাই খেতেন’। (বুখারী, মিশকাত হা/২৭৫৯।)
শ্রমিকের অধিকার সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, أَعْطُوا الْأَجِيْرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرْقُهُ، ‘শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগেই তার মজুরী দিয়ে দাও’
তারপর ও যারা জালিমের বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য লড়েছেন তাদের প্রতি রইলো হাজার শ্রদ্ধা ও ভালোবাসা।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাসুলের দ্বীনের লাগিয়া যারা
দিয়ে দেবে প্রাণ,
তারা আজি বড়ই নির্বাক
পালিয়ে হয়রান।
অনেক ধন্যবাদ আসল বিষয় বলার জন্য
মহান মে দিবসের এটাই হোক মুল ভাষ্য এবং এটাই সর্বক্ষেত্রে কার্যকরি করা হোক।
ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য ।
মন্তব্য করতে লগইন করুন