কাকু এক্কান জিনিস
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ এপ্রিল, ২০১৪, ১২:০৯:০৮ রাত
কাকু এক্কান জিনিস ,
সকালে বিয়ে করিলে বিকেলে করে ফিনিস।
কাকু এক্কান মাল ,
থাকেন সব সময় মাথাল।
কাকু এক্কান পিছ ,
যুদ্ধে যেতে লাগে না তার দা কিরিস।
তিনি আমাদের কাকু ,
মিথ্যের সাগরে খাচ্ছেন হাবুডুবু।
কাকু তুমি সবার রাজা ,
সকালে বলিবেন এক কথা রাতে আরেকটা।
কাকু তুমি নির্বাচনের সময় বলেছিলে ,
আমায় রেখেছে বুবু বন্দী করে।
আজ নতুন করে বললে তুমি ,
যোগদানের সিদ্ধান্তে সঠিক ছিলাম আমি।
আসলে কাকু তুমি বেলকির রাজা বেলকি ,
তাইতো বলি বুবু তোমায় পাশে স্বাধে রাখে কি ??
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক কথায় আবাল।
আমরা সবাই কাকুর মত হতে চাই.....
না!!!
মাঝখানে আমি শুধু ডিগবাজি খাই।
(এই কুলে আমি আর ওই তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়)- গানটার প্যাঁরোডি করলাম।
মন্তব্য করতে লগইন করুন