ভূখন্ড ভাগ হওয়ার আগেই মানুষ হয়ে গেছে ভাগ

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৬ এপ্রিল, ২০১৪, ১১:৫৬:২০ রাত



সম্প্রতি খুলনা থেকে সিলেট ভূখন্ডের দাবি করে ভারতীয় জনতা পার্টি বিজেপির অন্যতম শীর্ষ নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী। সে সরাসরি বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেছে। সে বলেছে খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিক বাংলাদেশ।

তার এই আন্তর্জাতিক আইন লঙ্গন মূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের এক ভাগ মানুষ আর নিরব থেকেছে আরেক ভাগ।আন্তর্জাতিক রাজনীতি একটা বিশাল ফেক্ট হয়ে দাড়িয়েছে বর্তমান বিশ্ব রাজনীতিতে। আন্তর্জাতিকভাবে যে রাজনৈতিক দল বেশি সমৃদ্ধ সে ততটুকু প্রভাবশালী রাজনৈতিক অঙ্গনে কিন্তু বাংলাদেশে তার উল্টো। যে আওয়ামীলীগ ভারতের বিজেপি নেতার স্বাধীন বাংলাদেশের ভুখন্ড বিরোধী বক্তব্যের জবাব দিতে ক্ষমতা রাখেনা সে আওয়ামীলীগ বাংলাদেশের ক্ষমতাবান বা সরকার।

স্বাধীন বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করে ভারতের বিজেপি নেতা যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবী ,বিএনপি ,জাময়াত ,জাগপা,মজলিস ,ইসলামী আন্দোলন ,জমিয়তে উলামায়ে ইসলাম সহ দেশের সকল রাজনৈতিক দল কিন্তু সে ক্ষেত্রে আওয়ামীলীগ নিরব ভুমিকা পালন করেছে। বিজেপি নেতার ভূখণ্ড দাবির প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফেরদৌস আহমেদ কোরেশি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ভারতের নেতারা বাংলাদেশ নিয়ে এ জাতীয় উদ্ভট দাবি থেকে যেন বিরত থাকেন। তা না হলে আমরাও অবিভক্ত বাংলার বাকি অংশ যেমন মুর্শিদাবাদ, মালদহ, ত্রিপুরা এবং আসামের অংশ ফেরত চাইবো। ভারতের রাজনৈতিক নেতার এমন হীন বক্তব্যে দেশের সর্বস্থরের জনগণ খেপেছে ফেসবুক ,টুইটার,ব্লগে দেশের যুবসমাজ তীব্র প্রতিবাদ করেছে।অনেক যুবক প্রতিবাদী কবিতা লিখেছে সংবাদপত্রের সম্পাদকরা সম্পাদকীয় লিখে নিন্দা জানিয়েছেন।সরকারের নিরবতায় দেশের মানুষ অবাক হয়েছে। প্রশ্ন উঠেছে সরকারের নিরবতা নিয়ে , প্রশ্ন উঠেছে সরকারের এমন হীন আচরণে। দেশের স্বাধীনতার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন সরকারের যে সকল প্রভাবশালী নেতারা তারা এখন মুখে তালা দিয়ে রেখেছেন কিন্তু কেন ?কার স্বার্থে ?কি কারণে ? স্বাধীন দেশের সরকার কেন পরাধীনতা পছন্দ করেন ?কেন বিদেশীদের চোখ রাঙানো কথা নিরবে সহ্য করেন ?যারা আমাদের পানির ন্যায্য হিস্যা দিতে চায় না যারা আমাদের সীমান্তে প্রতিদিন খুন করে যাচ্ছে তাদের সাথে কিসের এত ভালোবাসা ? ভারত আমাদের কাছ থেকে ভূখন্ড পাওয়ার আগেই তারা পেয়েগেছে একটি ইশারা ?

তাহলে কি ভারতের রাজনৈতিক নেতার বক্তব্য সফল হয়েছে বাংলাদেশীদের দুই ভাগ করতে ? যদি তাই হয় তাহলে বলতেই হবে ভূখন্ড ভাগ হওয়ার আগেই মানুষ হয়ে গেছে ভাগ। আর সেই ভাগ হওয়া দেশের জন্য কতটুকু ক্ষতিকর তা বলা বাহুল্য। স্বাধীন বাংলাদেশের ভূখন্ড নিয়ে যারাই চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে হবে দলমত নির্বিশেষে। সকল জায়গায় রাজনীতি চলে না তবে সকল জায়গায় দেশের ভাবমূর্তির প্রশ্ন উঠবেই। দেশের ভুখন্ড রক্ষার সার্থে বিদেশী আগ্রাসনের মুকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213718
২৭ এপ্রিল ২০১৪ রাত ০১:০২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ এপ্রিল ২০১৪ রাত ০১:৪৩
161980
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যাবদ
213726
২৭ এপ্রিল ২০১৪ রাত ০১:৪২
আফরা লিখেছেন : আসলে আমি এসব বেশী বুজি না আপনাদের লেখা পড়ে একটু বুঝার চেষ্টা করি তাও পারি না ।
২৭ এপ্রিল ২০১৪ রাত ০১:৪৪
161981
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অল্প অল্প করে শিখে যাবে দেশের জন্য রাজনীতির প্রয়োজন।
Good Luck Good Luck
213735
২৭ এপ্রিল ২০১৪ রাত ০২:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : ঐ লোকটা মনে হয় একটু বেকুব,না হলে কেন দাবি করবে বাংলাদেশের কিছু এলাকা যেখানে পুরো বাংলাদেশটাই তারা গ্রাস করে আছে।
213737
২৭ এপ্রিল ২০১৪ রাত ০২:৫৪
সবুজেরসিড়ি লিখেছেন : বর্তমান মেরুদন্ডহীন সরকার কিই বা করবে ভারতের দালালি করতে যেয়ে সর্বচ্চ মান মর্যাদা বিলিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায় . . .
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৩:১১
162005
সন্ধাতারা লিখেছেন : আওয়ামীলীগ সরকারকে পুতুল হিসাবে বসিয়ে রেখে স্বার্থ হাসিলের সব পথ উন্মুক্ত রাখার শর্তেই তো ভারত তাদেরকে সব ধরণের যোগান দিয়ে যাচ্ছে। তারা তো দেশ বা জনগণের সরকার নয়, ভারতের তাঁবেদার সরকার। ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।
213754
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৪:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে আম্লীগের কিছু বলার নেই। এসব ভন্ড প্রতারক ক্ষমতালোভী দলটি স্বার্থের জন্য দেশ বিক্রী করতে রাজী। কোন দেশ প্রেমিক এমন চুপ থাকতে পারেনা। কিন্তু আম্লীগ পারে। ভন্ডলীগ।
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
162237
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চুপ থাকতে হবে না হলে মামা বাড়ির কলা খাবে কেমনে ?
ধন্যবাদ ভাইয়া Good Luck
213759
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৪:৫৯
চেয়ারম্যান লিখেছেন : ভালো লাগলো
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
162238
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া Good Luck Good Luck
213765
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৬:০১
শেখের পোলা লিখেছেন : যাদের দয়ার দানে কোঁচড় ভরেছে তাদের মুখের উপর কথা বলার সাহস নেই আলীগের৷
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
162240
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই সাহস নেই বলেই আজ দেশের এই অবস্থা ,ধন্যবাদ ভাইয়াGood Luck
213780
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৪
ইবনে হাসেম লিখেছেন : থাম্বস আপ! গুরুত্বপূর্ণ একটি পোস্ট দিয়েছেন আপনি। অামাদের আম্লীগ সরকার বর্তমানে আফগানিস্তানে আম্রিকার পুতুল সরকার হামিদ কারজাইর চেয়েও অধম হয়ে গেছে।
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
162241
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আর সেই অধমের জন্য মাহসুল দিতে হচ্ছে আমদের সবাইকে ।ধন্যবাদ ভাইয়াGood Luck
213783
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৭:১৬
তহুরা লিখেছেন :
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
162242
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মুক্তি যুদ্ধের ভাতা বন্ধ করলে যে চেতানা বন্ধ হয়ে যাবে ।
১০
213795
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৬
egypt12 লিখেছেন : আসুন আজ থেকেই বন্দে মাতরম মুখস্ত করি Time Out
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
162243
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি অনেক আগে একবার চেষ্টা করে পারিনি অনেক কঠিন
১১
213812
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:২১
আহ জীবন লিখেছেন : ভারত এত বছর এ দাবী করেনাই কেন?
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
162244
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার ও একই প্রশ্ন
১২
219378
০৯ মে ২০১৪ সকাল ১১:০৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : বাংলাদেশ ইজ আ সাবসাডিয়ারী কান্ট্রি অব ইন্ডিয়া
০৯ মে ২০১৪ রাত ০৯:৪১
167297
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা স্বাধীন দেশ এটা শুধু কাগজে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File