মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব - ১)
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ এপ্রিল, ২০১৪, ০৬:৩৯:৪৪ সন্ধ্যা
সাগরের বজ্র আওয়াজ আর মরুভূমির বালুর ওপর সূর্যের ৪০-৪৮ ডিগ্রী গরমের তীব্রতা যা ছিল শুধুই কল্পনা কিন্তু তা বস্থবে দেখতে হয় সর্বোচ্চ ৩৫ ডিগ্রী গরমের তীব্রতা দেখার মত মানুষদের। দেশ থেকে বহু দূর মা বাবার প্রত্তক্য ভালবাসা থেকে বঞ্চিত হয়ে প্রবাসে আসতে হয় ভাতের জন্য , বাঁচার জন্য যুদ্ধের আগেই যুদ্ধে নেমে পড়তে হয় আমাদের মত প্রবাসীদের।
সৌদি আরব ,সংযুক্ত আরব আমিরাত ,কাতার ,কুয়েত ,বাহরাইন ,ওমান এই ছয়টি দেশে বাংলাদেশী প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি।বাংলাদেশ সরকারের ২০১৩ সালের হিসেব অনুযায়ী মধ্যপ্রাচ্যে বর্তমানে ৫০ লাখ বাংলাদেশী ভিবিন্ন পেশায় কর্মরত রয়েছেন। তার মধ্যে বর্তমানে প্রায় ২০ লক্ষ্য প্রবাসী শুধু সৌদি আরবে রয়েছেন তারপর সংযুক্ত আরব আমিরাত ,কুয়েত ,কাতার ,ওমান ,বাহরাইনে উল্লেখ যোগ্য প্রবাসী রয়েছেন। প্রবাসীদের রেমিটেন্স আহরণের উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলোই সবচেয়ে এগিয়ে রয়েছে যা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে একাদিক বার প্রমানিত হয়েছে।
একটি বিষয় অনেক মজাদার সেটা হলো ,মধ্যপ্রাচ্যে যেমন রাজতন্ত্রের শাসক থাকার ফলে পরিবার ভিত্তিক শাসক তৈরী হয়ে থাকেন ঠিক তেমনি বাংলাদেশী যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছেন তারা ও পারিবারিক সুত্রে এসেছেন। বাবা তার সন্তানকে নিয়ে আসেন ভাই তার ভাইকে নিয়ে আসে এমন কি আত্বীয়দের ও নিয়ে আসেন অনেকে।
মধ্যপ্রাচ্যে অধিকাংশ বাংলাদেশী শ্রমিকের পেশায় রয়েছেন। শ্রমিকের পেশায় থাকার কারণে মানবেতর জীবন যাপন করতে হয় বেশির ভাগ শ্রমিকদের।তাছাড়া ব্যাবসা বানিজ্যের ক্ষেত্রে ও বাংলাদেশী পিছিয়ে নেই ,উন্নত চাকুরী ও করতেছেন হাজার হাজার প্রবাসী। রয়েছেন কিছু সংখ্যক মহিলা শ্রমিক।
প্রবাসীরা কেমন আছেন তা জানতে ইচ্ছে না হলেও প্রবাস থেকে টাকা আসে সেটা জানা যায় সহজেই যেমনটা জেনেছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।
,,,,,,( চলবে )
বিষয়: বিবিধ
১৬৫২ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু বাংলাদেশ দূতাবাস নিরব।
সবাই টাকা চায়
দেশের জন্য কত কষ্ট করে এই প্রবাসিরা বৈদেশিক মুদ্রা আনছেন আর আমরা তা নষ্ট করছি বিদেশি চ্যানেল,লেটেষ্ট মডেলের মোবাইল ফোন আর অপ্রয়োজনিয় আনন্দ অনুষ্ঠান এর মাধ্যমে।
আপনাদের সামনে আমি প্রবাসের কিছু কাহিনী নিয়ে আসতেছি সাথে থাকবেন
মন্তব্য করতে লগইন করুন