সাহিত্যে তরতাজা কুরকুরে মজাদার তৃপ্তি কেমনে পাবেন ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ এপ্রিল, ২০১৪, ০৫:০২:৩০ বিকাল
আমাদের দেশ যেখানে ভালো না ,যেখানে দেশের সংস্কৃতি সমাজ রাজনীতি অসুস্থ সেখানে আমরা কিসের ওপর ভিত্তি করে নির্মল-সবুজ-কচকচে-মচমচে-তরতাজা-মজাদার-সুবাসিত সাহিত্য পড়ার চিন্তা করতে পারি ?
আমি মনে করি মানুষের মানসিকতা সুস্থ থাকলে সব পাবেন সাহিত্য ,হাসি তামাশা সব কিন্তু অসুস্থ হলে আপনি কি পাবেন জানেন ? শুধুই কষ্ট যন্ত্রণা আর আহাজারি।
আমাদেরকে যদি একটু শান্তি পেতে হয় একটু তৃপ্তি পেতে হয় তাহলে দেশের পরিবেশ ভালো করার লক্ষে সামান্য প্রয়াস লিখনি থেকে পেতে হবে ,রাজপথের বজ্র স্লোগান থেকে পেতে হবে ,অন্যায়ের পরাজয় থেকে পেতে হবে অন্যতায় পাওয়া সম্ভব নয়।
মনে করেন আমরা ব্লগে কিংবা ফেবুতে একটু মজা করে লিখলাম আর ব্লগ থেকে উঠে গিয়ে আমার পাশের ঘরের এক ভাইয়ের পা কিংবা হাত হারিয়ে যাওয়ার কান্নার আওয়াজ শুনতে পেলাম, সকালে ঘুম থেকে উঠে শুনবেন ভারত আপনার ঘর চাচ্ছে তখন আপনার কি মনে হবে না আপনার ব্লগের ,ফেসবুকের মজা টা ছিল শুধু শুধু একটা সময় পার ??
প্রিয় বন্ধুরা সবার মনে একটু আনন্দ চায় একটু হাসি চায় যেমনটা আমার চায় কিন্তু আমাদের পরিবেশ সেটা আমাদের দিতে চাচ্ছে না তাই আমাদের কে তা উদ্ধার করতে হবে কষ্টের মাধ্যমে ত্যাগের মাধ্যমে।
তারপর ও আমাদের কে হাসি খুশির মাধ্যমে জীবনকে এগিয়ে নিতে হবে পরিবেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে মজাদার সাহিত্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
বিষয়: বিবিধ
১৪৬২ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমারা একটা ফ্লাট ফর্মে না দাড়িয়ে কথা না বললে... কেউ আমাদের কথা শুনবে না।
সুন্দর কথা বলেছেন ভালো লাগলো।
ধন্যবাদ।
অনেক ধন্যাবদ ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন