ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা এখনই বন্ধ করতে হবে।

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৭ এপ্রিল, ২০১৪, ০৪:২৮:১১ বিকাল



টাইমস অব ইন্ডিয়া তাদের অনলাইনে গত ১৫ এপ্রিল খবর প্রকাশ করে ঢাকা এয়ারপোর্ট থেকে থেকে জিয়াউর রহমান ওরফে ওয়াক্কাস নামে একজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। ‘র’ দাবি করেছে, ওই লোক বাংলাদেশে লুকিয়ে থাকা ইন্ডিয়ান মুজাহিদ (আইএম)-এর কর্মী।

কিন্তু র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ভারতভিত্তিক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) এক সদস্যকে গ্রেফতারের খবর সঠিক নয়। বিমানবন্দরে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করে। এমন কেউ ধরা পড়লে অবশ্যই জানা যেত।

‘র’ নামটি বাংলাদেশের জন্য একটা হুমকি ,ভারতীয় এই গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অনেক হত্যা গণহত্যার সাথে জড়িত থাকার সন্দেহ রয়ছে। বর্তমানে ভারতীয় গোয়েন্দা দেশের সর্বত্র রয়েছে।সন্দেহ রয়েছে ইলিয়াস আলীকেও তুলে নিয়ে গিয়েছে এই সংস্থা ।বিডিয়ার বিদ্রহ সহ দেশের অনেক অপকর্মে ‘র’ এর হাত রয়েছে বলে সন্দেহ রয়েছে।

স্বাধীন দেশের এয়ারপোর্ট থেকে কিভাবে লোক গ্রেপ্তার করে নিয়ে যায় বিদেশী গোয়েন্দা ?তখন বাংলাদেশের প্রশাসন কি আঙ্গুল চুষ ছিল ?নাকি বিদেশী গোয়েন্দাদের বাংলাদেশ থেকে লোক গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার থেকে ?দেশের মধ্যে কি করে বিদেশী সংস্থা এত তত্পরতা চালায় ?কিসের স্বার্থে ?কার স্বার্থে ? নাকি বাংলাদেশ সরকারের সহায়তায় তারা অতিরিক্ত তত্পরতা চালাচ্ছে স্বাধীন দেশে ?আন্তর্জাতিক আইনে কি সমর্থন রয়েছে বিদেশী গোয়েন্দা সংস্থার এরকম তৎপরতার সমর্থন ?

দেশের মানুষ আতঙ্কে রয়েছে এরকম একটি আতঙ্কিত খবর দেখে। কখন কাকে বিদেশী সংস্থার হাতে গুম হতে হবে কে জানে তাই ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা এখনই বন্ধ করতে হবে।

বিষয়: বিবিধ

১৪৬৬ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208995
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন : কেন ? ভারতের অন্য অংগ রাজ্যেও কি 'র' এর তৎপরতা বন্ধ হবে? বাংলাদেশ কি ভারতের অংগ রাজ্য নয় ?
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৬
157621
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জটিল বলেছন ভাইয়া ,,আমি কিন্তু তা আগে চিন্তা করিনি
209011
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৪
157653
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে
209022
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৬
নীল জোছনা লিখেছেন : ভারত আমাদের বন্ধু প্রতীম দেশ। সুতরাং বন্ধুর বাড়ি এসে আরেক বন্ধু কিছু করবে সেটা আবার বন্ধুকে বলেকয়ে করতে হবে সেটা কেমন দেখায় না!
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৬
157654
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আর বন্ধু যখন নানার দেশের হয় তখন তো আর কথাই নেই Yawn Yawn
209032
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ঘটনাটি যতি সত্যি ঘটে থাকে তাহলে সেটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৭
157655
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া দেশের স্বাধীনতা আজ হুমকিস্বরূপ Yawn Yawn
209047
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি যে কন????
আমরা আবার পরদেশ নাকি।
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
157672
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,,ভাইজান আমাদের নানাবাড়ির লোকে কি যে গুতানি দিতেছে
209051
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কি আর বলব ভাই। সবই চেতনার লিলা খেলা।
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
157673
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক রে ভাই সব চেতনা
209074
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
157690
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে
209075
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
157691
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে
209132
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
ডাঃ নোমান লিখেছেন : র' কি নিখিল ভারতের গোয়েন্দা সংস্থা
উত্তর হ্যাঁ হলে ঠিকাছে না হলে বাংলাদেশের কিছু বেকারকে গোয়েন্দা সংস্থায় চাকরী দিয়ে কি শুধু বেকার সমস্যার সমাধান করা হচ্ছে ?
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
157731
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : র' সকল অপকর্মের হুতা
১০
209378
১৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৩
শেখের পোলা লিখেছেন : ভারত এখন শীরায় শীরায় ছড়িয়ে পড়েছে৷ মলমে কাজ হবেনা, অপারেশন চাই৷
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৪
158011
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু সেই অপারেশন করবে কে ভাইয়া ??:Thinking :Thinking
১১
209439
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : শাহিন ভাইকে ধন্য এবং ধন্যবাদ সুন্দর লেখনির জন্য- ইদানিং ব্লগে তেমন সময় দিতে পারছিনা- তাই পডার আমন্ত্রন করলেও আর মন্তব্য করা হয়না!!
আপনাকে আবারো ধন্যবাদ-
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৪
158010
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ ,, Good Luck Good Luck
১২
209486
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৬
প্রবাসী মজুমদার লিখেছেন : শেখ হাসিনাকে রক্ষার তত্বাবধানে থাকা আ্ন্ডার গ্রাইন্ডের ফোস র যে জাল বিস্তার করে বসে আছে, এটি কেবল কান্ডজ্ঞানহীন মিথ্যুক দেশপ্রেমিকই সমর্থণ করতে পারে।

শেখ হাসিনা আর আওয়ামীলীগ এদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয় এটি বিগত পাচ বছরে প্রমানিত সত্য।
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৩
158009
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে আমি একমত ,,কিন্তু দেশপ্রেমিকরা তার প্রতিবাদ ও যেমনটা করার প্রয়োজন ছিল তা করতে পারেন নি।
১৩
209580
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১২
আল মাসুদ লিখেছেন : ভাই, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে?
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
158055
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই এখন আসল কথা ভাই
১৪
209627
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপানর পোষ্টের সাথে সহমত।
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩১
158106
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া
১৫
209790
১৯ এপ্রিল ২০১৪ রাত ১২:০০
অজানা পথিক লিখেছেন : গোয়েন্দা সংস্হার তৎপরতা তো কখনো বন্ধা করা যায়না। কারন তারা কাজগুলো প্রকাশ্যে নয় বরং আড়ালে থেকে করে। আপনি তাকে মোকাবেলার জন্যে আরও শক্তিশালী গোয়েন্দা বাহীনি তৈরীরর চিন্তাকরতে পারেন অন্যথা গোয়েন্দা বাহিনীর তৎপরতা কখনো বন্ধ করা যায়না
১৯ এপ্রিল ২০১৪ রাত ১২:০৪
158229
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই অনেক গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
১৬
209959
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
বিন হারুন লিখেছেন : এমন একজন নেতা দরকার যে দেশের স্বার্থে ডাক দেবে. আর দেশের স্বার্থে সবাই তাঁর ডাকে সাড়া দেবে.
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২২
158647
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মনের কথা কইলেন ভাইয়া Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File