ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা এখনই বন্ধ করতে হবে।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৭ এপ্রিল, ২০১৪, ০৪:২৮:১১ বিকাল
টাইমস অব ইন্ডিয়া তাদের অনলাইনে গত ১৫ এপ্রিল খবর প্রকাশ করে ঢাকা এয়ারপোর্ট থেকে থেকে জিয়াউর রহমান ওরফে ওয়াক্কাস নামে একজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। ‘র’ দাবি করেছে, ওই লোক বাংলাদেশে লুকিয়ে থাকা ইন্ডিয়ান মুজাহিদ (আইএম)-এর কর্মী।
কিন্তু র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ভারতভিত্তিক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) এক সদস্যকে গ্রেফতারের খবর সঠিক নয়। বিমানবন্দরে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করে। এমন কেউ ধরা পড়লে অবশ্যই জানা যেত।
‘র’ নামটি বাংলাদেশের জন্য একটা হুমকি ,ভারতীয় এই গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অনেক হত্যা গণহত্যার সাথে জড়িত থাকার সন্দেহ রয়ছে। বর্তমানে ভারতীয় গোয়েন্দা দেশের সর্বত্র রয়েছে।সন্দেহ রয়েছে ইলিয়াস আলীকেও তুলে নিয়ে গিয়েছে এই সংস্থা ।বিডিয়ার বিদ্রহ সহ দেশের অনেক অপকর্মে ‘র’ এর হাত রয়েছে বলে সন্দেহ রয়েছে।
স্বাধীন দেশের এয়ারপোর্ট থেকে কিভাবে লোক গ্রেপ্তার করে নিয়ে যায় বিদেশী গোয়েন্দা ?তখন বাংলাদেশের প্রশাসন কি আঙ্গুল চুষ ছিল ?নাকি বিদেশী গোয়েন্দাদের বাংলাদেশ থেকে লোক গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার থেকে ?দেশের মধ্যে কি করে বিদেশী সংস্থা এত তত্পরতা চালায় ?কিসের স্বার্থে ?কার স্বার্থে ? নাকি বাংলাদেশ সরকারের সহায়তায় তারা অতিরিক্ত তত্পরতা চালাচ্ছে স্বাধীন দেশে ?আন্তর্জাতিক আইনে কি সমর্থন রয়েছে বিদেশী গোয়েন্দা সংস্থার এরকম তৎপরতার সমর্থন ?
দেশের মানুষ আতঙ্কে রয়েছে এরকম একটি আতঙ্কিত খবর দেখে। কখন কাকে বিদেশী সংস্থার হাতে গুম হতে হবে কে জানে তাই ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা এখনই বন্ধ করতে হবে।
বিষয়: বিবিধ
১৪৬৬ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা আবার পরদেশ নাকি।
উত্তর হ্যাঁ হলে ঠিকাছে না হলে বাংলাদেশের কিছু বেকারকে গোয়েন্দা সংস্থায় চাকরী দিয়ে কি শুধু বেকার সমস্যার সমাধান করা হচ্ছে ?
আপনাকে আবারো ধন্যবাদ-
শেখ হাসিনা আর আওয়ামীলীগ এদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয় এটি বিগত পাচ বছরে প্রমানিত সত্য।
মন্তব্য করতে লগইন করুন