ঝগড়া সমাচার
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ এপ্রিল, ২০১৪, ০৬:৫৩:৪৮ সন্ধ্যা
আস্সালামু আলাইকুম।
গত ১১ এপ্রিল আমার ব্লগ বাড়িতে আমি ঝগড়ার আয়োজন করেছিলাম ,ঝগড়া করার পদ্ধতি নাম্বার সহকারে ছিল ,যারা আমার ঝগড়া পোস্টে মন্তব্য করে ঝগড়ায় সামিল হয়েহিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের সবার মুরব্বি সবার প্রিয় ব্লগার "ফাতিমা মারিয়াম " আপু আরো যারা আমার ঝগড়ায় যোগ দিয়ে আমাকে উত্সাহ দিয়েছেন ব্লগের সাথে থাকার তাদের মধ্যে অন্যতম হলেন প্রিয় ব্লগার "গ্যাঞ্জাম খানের খোলা চিঠি " "সুর্যের পাশে হারিকেন " "রেহনুমা বিনত আনিস" "আফরা " "বৃত্তের বাইরে " " প্রবাসী মজুমদার" । এ পর্যন্ত ঝগড়া পোষ্টটি ৪৪২ বার পড়া হয়েছে, মন্তব্য করা হয়েছে ১১০ টি।যারা বিভিন্ন ব্যস্ততার কারণে হাজির হতে পারেননি, তাদেরকে একবার এখানে http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/3740/sh12/42709#.U0vRaKJ5d_M টু মারতে অনুরোধ করছি।
এবার চলুন আমার ঝগড়া সমাচারে
মাটিরলাঠি লিখেছেন : গ্যালারীতে আছি
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বিনা টিকিটে গ্যালারীতে উঠতে দিছে কিডা আপনেরে?
সিটিজি৪বিডি লিখেছেন : আমি কারো সাথে ঝগড়া করি না। আপনার সাথেও করব না।
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ঝাগড়া না করলে কোমরে গামছা বাইন্দা কমেন্ট কইরতে আইছেন কিল্লাই?
প্রবাসী আশরাফ লিখেছেন : খাইছে এইডা দেহি পুরাই ঝগড়াটে পোলা... .
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কি কইলেন আবার কইছেন তো কাইন্দা দিমু
সুর্যের পাশে হারিকেন লিখেছেন : বিবাহিত ব্লগার অবিবাহিত দের নাড়াচাড়া দেয় কেন? আবার নাড়াচাড়া দিছেন তো খবর আছে। জামালভাই/ফাতিমাপু সহ কয়েকজনকে অবিবাহিত ব্লগারদের জন্য ঘটকহিসেবে নিয়োগদিতে হবে। নয়লে ভবিষ্যতে এহেন নাড়াচাড়া করলে হাতুড়ি পেটা করতে হবে
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঘটকের টাকা কি আপনি দিবেন মিয়া ??
সুর্যের পাশে হারিকেন লিখেছেন : আমারটার জন্য আমি দেবো আপনারটা আপনার বউরে কন
ফাতিমা মারিয়াম লিখেছেন : কার এত বড় সাহস যে আমাকে ঘটক হইতে বলে???
দুই বালতি পানি মাথায় দিয়া হারিকেন নিভাইয়া দিমু
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পানি কি পাবেন কই ?এখন পানি পাওয়া যায় না দেখেন না টিপাই মুখে বাধ হচ্ছে ,তিস্তা শুকিয়ে গেছে
ডাঃ নোমান লিখেছেন : বাবু ঝগড়া করা ভালো না। তুমি তো অনেক ভালো ঝগড়া করো কেন? আর ঝগড়া না ক্যামন ? (উপদেশ নামা হাহাহ `)
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ডাক্তার সাব! গ্যাঞ্জাম রুগের কুনো ওষুধ আছে নি? খামোখা সবাই আমার সাথে গ্যাঞ্জাম লাগাইতে চায় কিল্লাই?
মোহাম্মদ লোকমান লিখেছেন : আসবাব পত্র ভাঙলে আবার জোড়ানো মুসকিল... তাই অনতি বিলম্বে এসে গেলাম!
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমার ব্লগে এখন মন্তব্য পাইনা বললেই চলে। তাই এখন লেখালখি কমিয়ে দিয়েছি। দাঁড়ান, আমি ভাবিরে কইতাছি , ভাইজান বাইরে গিয়া ঝগড়া করে। হে হে……… ভাবি গো দেইহা যাও ..... ঘরে তো করেই বাহিরে আইসা ও.........
আবু আশফাক লিখেছেন : ছোট বেলায় পিঠাপিঠি দুভাইয়ে মিলে কি যে ঝগড়া মারামারি করতাম। তবে একবারও জিততে পারতাম না, শুধুই হারতাম।
মোবারক লিখেছেন : আমি কিন্তু ঝগড়া ভয় পাই?
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওই মিয়া!! জলদি বিয়া করেন। তখন বুঝবেন ঝগড়া করে কয়।
ভিশু লিখেছেন : ভাইয়া, আমার দেরি হয়া গেসে! এসে দেখি একটা হাতুড়িও নাই! সব যার যার হাতে হাতে... আমার কি আর এখানে থাকা নিরাপদ?
রেহনুমা বিনত আনিস লিখেছেন :ভাইরে, জীবন রক্ষার খাতিরেও কোনদিন ঝগড়া করতে পারিনি। আপনি বরং পঞ্চাশ টাকা নেন তবু আমাকে ঝগড়াঝাটি থেকে মাফ করেন
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি ঝগড়া করার চেয়ে দর্শক হতে ভাল বাসি। দর্শকবিহীন ঝগড়া জমেনা। শূরু করুন। হাত তালি দিতে প্রস্ততু। ধন্যবাদ।
কেলিফোরনিয়া লিখেছেন : ব্লগের নিয়মিত পাঠক ছিলাম, কিন্তু ব্লগে হাতে খড়ী আল্পো কিছু দীন। আপনার লিখা পড়ে মণে
হল, আরও আগে কেন শুরু করলাম না।
যে আমার ব্লগ বাড়িতে আসবে না আমি তার/উনার ব্লগ বাড়িতে গিয়ে ঝগড়া করব উনার বাড়ির আসবাব পত্র ভেঙ্গে দেব।
ফাতিমা মারিয়াম লিখেছেন : এভাবে উসকানি দিয়ে ঝগড়া করতে হয়???
দেখি কার এত বড় সাহস যে আমার ব্লগে এসে জিনিসপত্র ভাঙ্গবে!!! আজ তার একদিন কি আমার দুইদিন!!!
আব্দুল গাফফার লিখেছেন : ভাইয়া আমি আপনার বয়সে ছোট আমাকে এর মাঝে জরাবেন না ,আর
গ্যাঞ্জাম খানকে কি আমি ডরাই
ভাঙতে পারি লোহার কড়াই
সাহস থাকলে আসুক
মেরে করব বেহুশ
হা হা ডারাইছে মনে হয় !
শেখের পোলা লিখেছেন : আমি জুতা উল্টায়ে দিলাম, তাতে নাকি ঝগড়া জমে আরও৷
আফরা লিখেছেন : আসেন তো দেখি আপনার কত বড় সাহস !
আলোর আভা লিখেছেন : শাহীন ভাইজান আমি ও আছি আফরা মনি আর মারিয়াম আপুর সাথে ।
আবু তাহের মিয়াজী লিখেছেন : হায় হায় আমি কোথায় ঝগড়া ভাই
এসবের মধ্যে আমাকে ডাকবেন্না কইয়া দিলাম কিন্তু
নিভৃত চারিণী লিখেছেন : আপাতত ঝগড়া ঝাটি শেষ বোধহয়। তালি পাওয়ার যোগ্যই বটে।
বৃত্তের বাইরে লিখেছেন : আজকালকার পোলাপাইন গায়ে পড়ে ঝগড়া করে। পলিটিক্স করলে বলে মহিলারা ঘরে বাইরে সব জায়গায় পলিটিক্স করে। আবার না করলে বলে করেনা ক্যান
আরো যারা মন্তব্য প্রতিমন্তব্য করেছেন ,,প্রিয় ব্লগার প্যারিস থেকে আমি " প্রেসিডেন্ট " অজানা পথিক " নিভৃত চারিণী
সবাইকে ঝগড়াটে আব্দুল্লাহ শাহিনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ
বিষয়: বিবিধ
১৬৪১ বার পঠিত, ৬৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নববর্ষের শুভেচ্ছা সবাইকে
এখন ঝগড়া নিয়া গবেষনা!!
জলদি বিয়াটা করেন। গবেষনা ছাড়াই বুঝবেন।
ধন্যবাদ
আপনার বড় ভাই পোষ্ট দিয়েছে ভাল করে ঝগড়া শিখে আসেন ।
তবে ছেলেদের হাত থাকতে মুখে ঝগড়া মানায় না ।
তাই বুঝি -- তাহলে আগে আপনার গায়েঁর জামা নিজে ছিড়ে রাগ বাড়িয়ে নিয়ে আসেন
আপনি পাস এবার মিষ্টি খাওয়ান
যে জন রাগে-ক্ষোভে
ছিঁড়িবে আমার জামা
তাকে দেব নীল শাড়ি
ঝগড়াকে দেব আড়ি।
@সাবিহাপু - অন্নেক ধন্যবাদ আমাদের পক্ষনেয়ার জন্য।
যত সব গ্যাঞ্জাম!!
ফেরি ওয়ালা!!শাহীন ভাই ভেংচি গ্রহণ করুন!!!
বড় অপবাদ!! নিন্দাপ্রস্তাব দিতেছি টুডে ব্লগে! ঐ
মডু কোথায় আপনে????
চাচা যা করার হাত দিয়াই করবে
ঠান্ডা হয়ে এলো দেখে নেমে এলাম ?
ফের কবে হবে???
নির্দোষ বিনোদনের আয়োজন নিঃসন্দেহে প্রশংশনীয়!
জাযাকুমুল্লাহ
(বিঃদ্রঃ কথাটা কোন ডা. বলেনি। আমি বলেছি, সুতারাং বিশ্বাস না করলেও চলবে।)
মন্তব্য করতে লগইন করুন