লজ্জাহীন মন্ত্রীদের বক্তব্য শুনে দেশের মানুষ লজ্জায় আজ মুখ লুকাচ্ছে।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ এপ্রিল, ২০১৪, ১১:৩৭:৫৭ রাত
যে দেশের সংসদে শাড়ি-ব্লাউজ নিয়ে আলোচনা হয় সে দেশের সরকার পতিতায় জন্ম নিয়েছে বলে প্রমান হয়। সেই সরকার জনগনের ভোটে সরকার হয় না ।অনেক কষ্ট পেয়েছি যখন দেখেছি একজন মহিলার শাড়ি-ব্লাউজ নিয়ে আলোচনা হচ্ছে সংসদে , মহিলা কে সেটা বিষয় না বিষয় হচ্ছে পরিবেশের , সংস্কৃতির। আমাদের দেশের সংস্কৃতি এত খারাপ হয়েছে সেটা সংসদে ও গিয়ে প্রভাব পরেছে।
দশম জাতীয় সংসদের কোনো পদেই নেই বিএনপি চেয়ারমপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। তারপরেও তাকে নিয়ে সেখানে বিস্তর আলোচনা। আলোচনা গিয়ে ঠেকেছে তার শাড়ি-ব্লাউজ পর্যন্ত।খালেদা জিয়ার বাড়ি ভাড়া, আয়-ব্যয় ও জীবন-যাপন নিয়ে সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রেখেছেন দুই মন্ত্রী।
এক পর্যায়ে মতিয়া চৌধুরী বলেন খালেদা জিয়ার একটি ব্লাউজ বানানোর মুজুরি ২৫ হাজার টাকা।
লজ্জাহীন মন্ত্রীদের বক্তব্য শুনে দেশের মানুষ লজ্জায় আজ মুখ লুকাচ্ছে।
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যাঙের আবার সর্দি হয় নাকি?!
আপনার পোষ্ট পড়ে মনে হচ্ছে ওনারা হয়তো 'সংসদকে' উৎপাদনশীল করার নিমিত্তে 'টিজিং ক্লাব' টাইপ কোন রিক্রিয়েশানাল সেন্টার এর ট্রায়াল চালিয়েছেন।
কিন্তু এরপর কি আন্ডারওয়্যার নিয়া টানাটানি শুরু হবে। তারপর... আর কইলাম না।
ওদের কথায় মনে হয় মানুষের ভদ্রতা বলে কিছুই নেই
হে আল্লাহ এই জাতিকে মুক্তি দাও এই জিল্লতি থেকে ...........আমিন।
মন্তব্য করতে লগইন করুন