ছাত্র ছাত্রীদের ব্লগে কিংবা ফেসবুকে বেশি সময় ব্যায় করা উচিত নয়
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ মার্চ, ২০১৪, ০৭:৪১:৫৩ সন্ধ্যা
বর্তমান আধুনিক বিশ্বে শিক্ষার বিকল্প নেই। আপনাকে একজন সুষ্ঠ ধারার শিক্ষিত মানুষ হিসেবে সমাজে পরিচিতি লাভ করতে হবে। তুমি নিজ পরিবার থেকে শুরু করে বিশ্বের জন্য একজন মানুষ রূপে তৈরী হতে হবে। আজ সঠিক সংস্কৃতির শিক্ষার অভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপসংস্কৃতি জন্ম হচ্ছে।
আমি মনে করি ছাত্র ছাত্রীদের বেশি সময় ফেসবুক কিংবা ব্লগে থাকা উচিত নয়। তোমার বাবার কষ্টের উপার্জিত টাকায় তুমি পড়া লিখা করতেছ । অনেক ছাত্র ছাত্রী আছেন যারা যুক্তি দেখায় ফেসবুক ও ব্লগে নাকি নাকি ওরা পড়া লিখা করে।হে আমি ওদের সাথে কিছুটা একমত যে ওরা অনেক কিছু শিখে তিবে সাথে সাথে সে অনেক কিছু হারায়। ক্লাসের পড়া হয়না বরাবর ,রাত জেগে ফেবু ও ব্লগে পড়ে থাকার কারনে ঘুমের সমস্যা হয় যার কারনে ক্লাসে গিয়ে মনোযোগী হতে পারেনা।
হ্যঁ তোমাদের কে ব্লগে এসে পড়তে হবে নিজে লিখতে হবে ফেবুতে বন্ধুদের কাছ থেকে কিছু জানতে হবে কিন্তু তা যেন সীমারেখা অতীক্রম না করে।
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাহীন ভাই আমি আপনার সাথে সহমত।
কোন মানুষকে এমন জায়গায় যাওয়া উচিত নয়, যেখানে গিয়ে সে নিজেকে হারিয়ে ফেলে।
ধন্যবাদ।
কিন্তু আমিওতো ছাত্র!আপ্নের মতো সার্ভিস হোল্ডার না। ; আমার কি উপায় হবে? হায়হায়
ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন