বাবার সাথে স্কুলে যাওয়া
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ মার্চ, ২০১৪, ০৬:৩৫:০২ সন্ধ্যা
সকালে স্কুলে যেতাম বাবা তোমার সাথে
তুমি যেতে বাবা সামনে সামনে
আমি তোমার পেছনে পেছনে।
তুমি যেতে বাবা হেঁটে হেঁটে
আর আমি দৌড়ে দৌড়ে।
বায়না করতাম শত ,স্কুলের সময় হলে
সকল বায়না মেনে নিতেন বাবা মুচকি হেসে
স্কুল যাওয়ার পথে দোকান থেকে চকলেট নিতে কিনে।
রাস্তায় দেখলে কাদা ,তুলে নিতে কাধে
স্কুলের পাশের সাকো পার হতাম বাবা তোমার কাঁধে চড়ে
ক্লাস শুরু হলে বাবা তখন বাড়ির পথে
ছুটি হলে দেখতাম আবার স্কুলের পাশে।
তোমায় দেখেই দৌড়ে আসতাম কাছে
বাবা আমায় তুলে নিতে কোলে।
ব্লগার বন্ধুরা বাবার হক আদায়ে একটু ও অবহেলা করনা ,আর যাদের বাবা পরকালে চলেগেছেন তাদের জন্য দোয়া করবেন।।
বিষয়: বিবিধ
১৪১৩ বার পঠিত, ৫৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।
তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।" (আলকুরআন; সূরা-১৭, আয়াত-২৩,২৪)
আমীন।
খুব ভালো লাগ্লো...
ভালো লাগলো 8-
আল্লাহ আপনার বাবাকে সর্বোচ্চ সম্মান দান করুক । আমিন ।
নেই পিতা যার সেই জানগো
পিতৃহীরেন বেদনা,
পিতার আসন হয়না পুরণ
নেই জীবনে প্রেরণা।
থাকনা পিতা বৃদ্ধা হয়েও
নেইবা করল কোন কাজ
পিতার কাছে চাইতে কভূ
সন্তানের যে নেই গো লাজ।
নেই পিতা আজ নেই গো চাওয়া
যাই একেলা স্কুলে,
পকেট খালি বলবো কাকে
চলেনা জীবন তালে।
মলিন মুখে তাকিয়ে ভুলি
নেই মাগো মোর কোন দু"খ
পিতা থাকলে এ জীবনে
থাকতো আরও কত সুখ।
পিতার জায়গায় পিতাই শ্রেস্ঠ
মায়ের যে বিকল্প নেই,
পিতামাতাহীন জীবনে
নেইকো বিলাস নেইকো ঠাই।
....আপনির কবিতা দেখে লোভ হল। হাই মনের ভেতর থেকে বেরিয়ে আসা কথা
কবিতার ভাষায় রেখে গেলাম। কবির আড্ডায় কবিতা মানায় বলে কবিতার ভাষায় শব্দ রেখে গেলাম।
মন্তব্য করতে লগইন করুন