কে জঙ্গি ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৮:৫৩ সন্ধ্যা
আমাদের দেশে জঙ্গি আতঙ্ক কাজ করে অনেকের মনের মধ্যে। দাড়ি টুপি ওয়ালা দেখলেই তারা মনে করে জঙ্গি ,ইসলামের পক্ষে কথা বললেই জঙ্গি ,লম্বা পাঞ্জাবি পরলেই জঙ্গি কিন্তু আসল জঙ্গি কারা সেটা জানতে চায় না বা প্রোয়জন মনে করেনা।
আমি ও আজকে সেটা খুজতেছি না তবে একটা কথা আমার মনে সব সময় কাজ করে সেটা হলো ভয়ের অন্য নাম জঙ্গি।
যেমন যে মানুষটিকে মানুষ ভয় পায় তার নাম জঙ্গি। যে মানুষটির কাছে যাওয়া সম্ভব হয় না তার ভয়ে বা তার বডি কার্ডের ভয়ে সে জঙ্গি। সে যখন রাস্তায় নামে ভয়ে তখন রাস্তার গাড়ি ,মানুষ রাস্তা থেকে পালিয়ে যায় ।
আজ সিলেটে তেমন একটা জঙ্গি আতঙ্ক দেখা গেছে। রাস্তার মধ্যে সাধারণ মানুষকে দেখা যায় নি। তাহলে কি সেই মানুষটি জঙ্গি ?সেই মানুষটি দেশের জন্য আতঙ্ক ?আর যদি জঙ্গি না হয় তার আগমনে কনেও মানুষের ভয় ও আতঙ্ক ?
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মধ্য আফ্রিকায় যে মুসলামন নিধন চলছে এরা কি?
প্রবাসী আবদুল্লাহ জঙ্গী ব্লগার
মন্তব্য করতে লগইন করুন