পিলখানা ট্র্যাজেডির পঞ্চমবার্ষিকীতে চারটি প্রশ্ন সবার কাছে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০৮:২৯ রাত

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দেশের মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কতম অধ্যায় রচিত হয়েছে।বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মর্মান্তিক ট্র্যাজেডি কলঙ্কময় পিলখানা বিদ্রোহের নামে সে দিন হত্যা , নির্যাতন ও লাশগুমের লোমহর্ষক উত্সবে মেতে উঠেছিল কিছু নরঘাতক।
মর্মান্তিক ট্র্যাজেডিতে যে সকল মেধাবী সেনা শহীদ হয়েছেন সেই বীর সেনানীদের রূহের মাগফিরাত কামনা করতেছি। আর যারা পঙ্গুত্ব জীবন যাপন করতেছেন তাদের সুস্থতা কামনা করতেছি।
হত্যামমালায় ১৫৪ আসামির মৃত্যুদণ্ড ও ১৫৯ জনকে যাবজ্জীবনসহ মোট ৫৭৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বিস্ফোরক মামলার বিচার চলছে।
এবার আমার চারটি প্রশ্ন -
১ , এই হত্যাকান্ডের বিচারের পদ্ধতি ও রায়ে শহীদ সেনা পরিবার কি সচ্ছ বলে মেনে নিয়েছে ?
২, এই হত্যাকান্ডের নেপথ্যে কি কারণ ছিল ?কারা জড়িত ছিল ?এবং তাদের কি কোনো সাজা হয়েছে বা হবে ?
৩ , এই হত্যাকান্ডের পেছনে কি বিদেশী রাষ্টের ইশারা রয়েছে ? বা বিদেশী কোনো রাষ্টের ইশারা রয়েছে কি না তার খুজ নেওয়া হয়েছে ?
৪ , সরকারের ভুমিকা কি ছিল ? প্রশাসনের সকল স্থরের ভুমিকা কি ছিল ?এসব তদন্ত করা হয়েছিল ?
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ৩১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
রাজাকারদের বিচার যেমন আজ এত বছর পরেও হচ্ছে , তেমনি বিডিআর ম্যাসাকারেরও বিচার হবে - এই সরকারেরই আমলে ।
আমাদেরকে শুধু এদের সমর্থন দিয়ে যেতে হবে যাতে তারা তাদের কাজ সুষ্ঠু ও সঠিকভাবে সমাধা করতে পারে।
মন্তব্য করতে লগইন করুন