বর্ষপূর্তির শুভেচ্ছা প্রিয় ব্লগার"প্যারিস থেকে আমি " ভাইকে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৬:৫৪ রাত
ধর্ম , সমাজ , সংস্কৃতি ,রাজনীতি ,পারিবারিক বিষয় নিয়ে যিনি নিয়মিত ব্লগে লিখার মাধ্যমে পরিশ্রম করে যাচ্ছেন তিনি আমাদের " প্যারিস থেকে আমি " ভাই টুডে ব্লগে আজ উনার এক বছর পূর্ণ হয়েছে।
এই একটি বছরে উনি উনার মেধার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছেন। আমরা দোয়া করি তিনি সব সময় এরকম ধর্ম , সমাজ , সংস্কৃতি ,রাজনীতি ,পারিবারিক বিষয়ে উপর লিখে যান।
প্যারিস থেকে আমি ভাই আপনাকে টুডে ব্লগে বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা।
ভাইয়া ব্যাস্ত থাকার কারনে হয়তো তিনি বর্ষপূর্তি উপলক্ষে কিছু লিখেন নি কিন্তু দুঃখজনক হলো ভাবি ব্লগার হওয়ার পর ও একটা পোস্ট দিলেন না ভাইকে শুভেচ্ছা জানিয়ে ।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ৬২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ ।
আমি একটা লেখা আমার একটি কলাম আমার দেশ অনলাইনে পাঠাইলাম- দোয়া করবেন-যেন প্রকাশ হয়-
চুক চুক
ডুব ডুব
শুকরিয়া ব্লগের, যার মাধ্যমে আমরা একে অপরকে ভালবাসতে পেরেছি, কাছে আসতে পেরেছি।
সত্যি বলতে কি পোষ্টা দেখে খুবই আবেগাপ্লুত হয়েছি।
আমাদের সকলের ভালবাসা হোক আল্লাহর সন্তুষ্টির জন্য ।
আসলেই সময় করতে পারছিনা,তবে খুব জলদি একটা পোষ্ট দেখতে পাবেন ইনশা আল্লাহ।
আপনার এই পোষ্টের মাধ্যমে সবাইকে আমার পক্ষ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি।
ভাবির বিরোদ্ধে আমার অভিযোগের বিষয়ে কিছু বললেন না কেন ?;
আজ আমার একটা লিখা আসছে আমার দেশে দেখবেন।
আর আপনি যে প্যারিস ভাইয়ের প্রতি ভালোবাসা দেখিয়ে কষ্ট করে যে পোষ্ট দিয়েছেন এজন্য আপনাকে পিঠা,আর চা বিস্কুট খান
তয় এক্কান কথা কইবার চাই মুই। জাইনবারও চাই- এই বলগত এমন জুডি আর কয়ডা আছে?
এক বছর পূর্তিতে একটাকা পুরুস্কার।
যাইহোক "প্যারিস খেকে আমি" কে বর্ষপূর্তি শুভেচ্ছা.
আপনার আমার সকলের ভালবাসা হোক আল্লাহর সন্তুষ্টির জন্য ।
আর শাহীন ভাইয়াকেও শুবেচ্ছা
মন্তব্য করতে লগইন করুন