ক্রেস্ট নয় নগদ টাকা দিন

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪৯:২৩ রাত
ক্রেস্ট নয় নগদ টাকা দিন
আমি চিফ হুইপ জেনে নিন।
সংসদে এসছি অনেক টাকা দিয়ে ,
ভারতের পা চেটে।
আসিনি খালি পায়ে হেটে।
ক্রেস্টে কি আমার পেট ভরবে ?
তাই বলছি ক্রেস্ট নয় নগদ টাকা দিন।
না হয় জেলে হান্দাইয়া দেব একদিন ,
মামলা একটাই জঙ্গিবাদ ,
এটাই আমাদের মামলার ফাঁদ।
বিষয়: বিবিধ
১৫০৫ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ কাহিনী এক সভায় বর্ণনা করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হক।
ক্রেস্ট নয় ক্যাশ চাই
নগদ ছাড়া উপায় নাই।
জটিল রকমের চিড়িয়া ...
মন্তব্য করতে লগইন করুন