তিন শর্তে সহকর্মীদের খাবারের দাওয়াত ছিল আমার বাসায়
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫৯:১৬ সন্ধ্যা
গতকাল রাতে ৩ সহকর্মীর দাওয়াত ছিল আমার বাসায়। দাওয়াত দিয়েছিলাম সপ্তাহ খানেক আগে। দাওয়াতের পূর্বে আমি ওদেরকে তিনটি সর্ত দিয়েছিলাম। ওরা আমার শর্তে রাজি হয়ে দাওয়াত কবুল করেছিল। শর্ত নিম্ন রূপ -------
১,আমার বাসায় আসার সময় সাথে করে কিছু ফলমূল আনতে হবে।
২,খাবার কম খাবে।
৩,খাবার খেয়ে তারাতারি চলে যেতে হবে কারণ আমি ঘুমাবো।
কিন্তু সব পরিবর্তন দেখা দিল কাল রাতে। ওরা আমার বাসায় আসার সময় কিছুই আনে নি ,খাবার খেয়েছে বেশি শুধু বেশি নয় সীমাহীন ,খাবার খেয়ে সাথে সাথে যায় নি বরং ৪ ঘন্টা বসে রাজনৈতিক আলোচনা করেছে।
তবে একটা মজা হয়েছে সেটা হলো ,খাবারের সময় প্রতিযোগিতা হয়েছে। আমরা মোট চারজন ছিলাম আমি ২ নাম্বার হয়েছে। অনেক ভালো একটি রাত অতিক্রম করেছি আমি।
আপনারা দুয়া করবেন আগামীতে যেন আমি এক নাম্বার হতে পারি।
বিষয়: বিবিধ
১৬৩৭ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাকে দাওয়াত দিলেও পারতেন.আমি আপনার উপর রেগে আছি..
আর হ্যাঁ আয়োজনের ক্ষেত্রে কোন আইটেম যেন বাদ না যায়। বুঝতেই তো পারছেন আমার নামটা কি!!!! নামে যেমন কামে তার চেয়েও একটি বেশী।
আপনার এখানে আসতে হলে কিছু নিয়ে আসতে হয় এটা জানলাম, এখন আমাদের দাওয়াত দেন সাথে করে কিছু নিয়ে আসবো চিন্তা কইরেননা। এগুলো অগ্রিম।
মন্তব্য করতে লগইন করুন