মাপ - পাইছ - না
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ জানুয়ারি, ২০১৪, ১২:০৪:৪৭ রাত
মাপ পাইছ না !!
খানো কিতা খর-রায় ।
ইকান শাহজালালের মাটি ।
কোটি টেখা খরছ খড়ি ,
ইকানো বানাইতে ছাইরায় মূর্তি ।
আমরা সিলেটিরা অলি আওউলিয়ারে ভালোবাসি ।
মাপ পাইছ না !!
তোমরা মনে খরছ ,
দেশের রাজা ঐগেছো ।
জেখটা ইচ্ছা অখটা খরতে পারো !
যখন জাগবো সিলেটর ধর্ম প্রাণ মুসলমান ।
মুখে তুলবো তাকবির আল্লাহু-আকবার ,
উটাইবো আতো শাহজালালের তলোয়ার ।
তখন দেখবায় সিলেটির খারবার।
মাপ পাইছ না !!
শাহজালালের নামে বানাইছি ভার্সিটি ।
ইকানো বানাইতে দিতাম না আমরা মূর্তি ।
যতদিন শরীরো তাখবো রক্ত ,
আন্দোলন খরবো !!
( শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মূর্তি বানানো প্রতিহত করা হবে ইনশা -আল্লাহ। )
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া অনেক ধন্যবাদ
হা হা হা )
ভালো লাগ্লো...
ধন্যবাদ ভাই
দেশকে অরক্ষিত রেখে বাইরে বসে থাকলে তো বাইরের লোকেরা এসে মাতবরী করবেই ।
মন্তব্য করতে লগইন করুন