যেখানে ইচ্ছে ধরাবো সিগারেট
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ জানুয়ারি, ২০১৪, ০১:০৭:১৮ রাত
আমরা হইলাম রাজা
সবাই আমাদের প্রজা
এবারের মন্ত্রী ,
সবাই আমরা মখা ,
যতই মারো জোতা
মোদের সম্মানে দেবে না হানা।
দেশটাই আমাদের প্রাইভেট ,
যেখানে ইচ্ছে ধরাবো সিগারেট।
কিসের ছাত্র কিসের শিক্ষক ,
আমরাই দেশের রক্ষক।
বিষয়: বিবিধ
১৪৩৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো।
াপনি বলার কেঠা ?
আপনি মন্ত্রী হন , আরও বড় কিছু কইরেন । Brick field এর চিমনি টানবেন ।
মন্তব্য করতে লগইন করুন