বিশ্ব নবী
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ জানুয়ারি, ২০১৪, ১১:৫৯:১০ রাত
বিশ্ব নবী আমার সপ্ন।
দুনিয়া বাসীর সেরা রত্ন।
তুমে হে বিশ্ব নবী
তোমার প্রেমে প্রেমিক আমি।
তোমায় আমি প্রানের চেয়ে ভালোবাসি।
তোমার আদর্শে বাচতে চাই।
তাইতো তোমার প্রেমে গান গাই।
তুমি আল্লাহর এক মহান সৃষ্টি ,
তোমায় পেয়ে দুনিয়া বাসী পেয়েছে আসল দৃষ্টি।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো।ধন্যবাদ।
এসেছিলো যিনি ধরণীর মাঝে আলোক বর্তি হয়ে,
অমানিশা নেমে মানবতাবোধ যব গিয়েছিলো ক্ষয়ে।
মন্তব্য করতে লগইন করুন