সুন্দর পৃথিবী
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ জানুয়ারি, ২০১৪, ০৬:৩১:৫৯ সন্ধ্যা
এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে যে ,
একবার ও কি করেছি গান ছন্দে ?
একবার ও কি ভেবেছি তার মান ?
এই সুন্দর পৃথিবী আমাদের যে করেছে দান ,
একবার ও কি আদায় করেছি তার শুকরান ?
একবার ও কি চোখের জ্বল দিয়েছি প্রতিধান ?
এই সুন্দর পৃথিবী সাজালো যে ,
একবার ও কি সিজদায় পরে ডেকেছি তারে ?
একবার ও কি ভেবেছি তারে ?
এই সুন্দর পৃথিবী করে যে পরিচালোনা ,
তিনি আর কেউ নয় মহান আল্লাহ ?
তিনি আমাদের সৃষ্টি কর্তা।
আমরা আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কচি-কিশোর-যুবক-বুড়ো
কোন বয়স মন্দনা
থাকতে সময় করো সবাই
মহান প্রভুর বন্দনা।
মন্তব্য করতে লগইন করুন