নির্বাচনে অন্যতম ডিফেন্ডার ছিলেন এরশাদ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ জানুয়ারি, ২০১৪, ০২:০৮:৩৬ রাত

সংবিধানের দুহাই দিয়ে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন নামের নাটক সম্পন্ন করেছে আওয়ামীলীগ। যদি ও সেই নির্বাচনে জাল ভোটের উত্সব ও এক ভোটার শত ভোট দিয়ে ও ৮ ভাগ ভোট কাস্ট হয়েছে প্রমান করতে পারেনি আওয়ামীলীগ।
এই নির্বাচনে সবচেয়ে বড় ফেক্ট ছিল বিরোধী দল। বিএনপি - জামায়াত সহ বিরোধী জোট যখন নির্বাচনের নামের এই গণতন্ত্র ধ্বংসে অংশ নেই নি দেশের সার্থে গণতন্ত্রের সার্থে ,টিক সেই মুহুর্তে এরশাদ ও এরশাদের জাতীয় পার্টি ডিফেন্ডারের ভুমিকা পালন করে আওয়ামীলীগের গণতন্ত্র বিরোধী নির্বাচনে। এরশাদ কে বন্ধি করে রাখা হয় আর তার স্ত্রীকে বিরোধী দলীয় নেত্রী বানানো হয় যদিও নির্বাচন ,সংসদ ,সরকার ,সরকার প্রধান ,বিরোধী দল ,বিরোধী দলের প্রধান কোনটাই গণতান্ত্রিক নয়।
এরশাদ সাহেবের অতীত স্পষ্ট বলে দেয় গ্রেপ্তার ও তার স্ত্রী বিরোধী নেত্রী হওয়া সব তার সম্মতিতে হয়েছে। ভারতের হুকুমে এরশাদ নির্বাচনে ডিফেন্ডারের ভূমিকা পালন করেছেন বুদ্ধিমত্তার সহিত।
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন