টুডে ব্লগের মুডুদের উদ্দেশ্যে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ নভেম্বর, ২০১৩, ০৭:০৬:২৫ সন্ধ্যা
টুডে ব্লগ আজ দেশের শীর্ষ ব্লগ কেউ সেটা মানুক আর না মানুক বাস্তব কিন্তু সেটাই বলে। কিন্তু কথা হলো ব্লগের মুডুরা টুডে ব্লগ কে কতটুকু প্রচার করতে সক্ষম হচ্ছেন ?অন্যান্য ব্লগের মত কি প্রচার হচ্ছে এই ব্লগ ?বাধাহীন লেখার অঙ্গীকার নিয়ে টুডে ব্লগের যাত্রা শুরু হয়েছে আমরা জানি এবং সেটা বাস্তবায়িত ও হচ্ছে অনেকটা তীব্র গতিতে ,যা অনেক ভালো একটা লক্ষের সাথে কাজের মিল।
আমি যেটা বলতে চাই তা হলো ,মুডুরা বাংলাদেশ সহ সারা বিশ্বের বাংলাভাষাভাষীদের কাছে পৌছে দিতে হবে টুডে ব্লগের পরিচিতি ও তার রূপ। প্রকাশনা প্যানেল গঠন করে ব্লগে পোস্ট হওয়া বাছাই করা লিখা নিয়ে প্রতি মাসে বা ৩ মাসে একটি করে বই প্রকাশ করা জরুরি। আর তার জন্য চাই ব্লগে মাজে মধ্যে আয়োজন করা বিষয় ভিত্তিক লিখার মহড়া।
টুডে ব্লগে মুডুদের সম্পাদক নাম দিয়ে একজন ব্লগার প্রয়োজন যে ব্লগার অন্যান্য ব্লগারদের লেখায় মন্তব্য করে উত্সাহ দেবেন পাশা পাশি দিক নির্দেশনা দেবেন।
জানি না আমার এই লিখা মুডুরা গুরুত্ব দেবেন কি না ?তার পর ও লিখলাম।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন