হে যুবক জেগে উঠো

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ নভেম্বর, ২০১৩, ০৪:৩৭:২৩ বিকাল

হে যুবক জেগে উঠো,আর ঘুমিয়ে থেক না ,

তুমি চোখ মেলে কি কিছু দেখনা ?

আজ পৃথিবীর প্রতিটি দেশে,

জলছে আগুন প্রতি নিহতে।

হে যুবক সময় এসেছে তোমার জেগে উঠার।

তুমি সময় নষ্ট করনা ,দিন শেষ অপেক্ষার।

তুমি জেগে উঠবে এটাই আজ মুসলমানের কামনা।

তুমি আজ না জাগলে মুসলমান দেবে তোমায় বত্সনা।

হে যোবক তাকিয়ে দেখো দুনিয়ার দিকে ,

মুসলমান আজ কেদে মরে।

তার একটাই কারণ মুসলমানের ঐক্য গেছে ভেঙ্গে।

তুমি উঠ ইসলামের ঐক্য আবার দাও গড়ে।

হে যুবক তুমি এসো ,তোমায় খুজছে রাজপথ।

তুমি ভুলে যাও ইসলাম ছাড়া ভিন্ন মত।

তুমি ওমরের মত সাহসী কন্ঠে উটাও আওয়াজ।

কায়েম হবে ইনশাআল্লাহ ইসলামী রেওয়াজ।

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File